অবসরের বয়স দুই বছর বাড়িয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ পেনশন সংস্কারের যে পরিকল্পনা করেছেন, তার প্রতিবাদে আজ ফ্রান্স জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে। ৬২ থেকে বাড়িয়ে অবসরের বয়স ৬৪ বছর করার পরিকল্পনা করা হয়েছে।
বিজ্ঞাপন
মাক্রোঁর সংস্কারের পরিকল্পনা ব্যর্থ করতে আজ বৃহস্পতিবার ফ্রান্সে ট্রেন চলাচল বন্ধ থাকবে, শ্রেণিকক্ষ খুলবে না। অন্যদিকে, শ্রমিকরা কাজে যোগদান করবে না বলে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে।
দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভের দিনটি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং দেশটির ইউনিয়নগুলোর জন্য বড় এক পরীক্ষা।
এক জনমত জরিপে দেখা গেছে, পেনশন ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তা নিশ্চিত করার প্রয়াসে সংস্কার অত্যাবশ্যক সরকারের এমন বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে ফরাসি ভোটাররা।
একেএ/এসিবি (রয়টার্স)
গত অক্টোবরের ছবিঘর দেখুন...
ফ্রান্সে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ, দেশজুড়ে ধর্মঘট
মুদ্রাস্ফীতির চাপে দিশেহারা মানুষ মঙ্গলবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভে নামে৷ দেশজুড়ে ধর্মঘট কর্মসূচি বাস্তবায়ন করতে রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষোভকারীরা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Eric Gaillard/REUTERS
দাবি আদায়ে নমনীয় মনোভাব
নিত্য ব্যবহার্য প্রায় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছে মানুষ৷ কালো পোশাক পরে বিক্ষোভ জানাতে গিয়ে কিছু ক্ষেত্রে সংঘর্ষে জড়ালেও অনেকে এভাবে ফুল দিয়ে পুলিশকে শুভেচ্ছাও জানিয়েছেন৷ ছবিটি প্যারিসের৷
ছবি: Benoit Tessier/REUTERS
‘আপনার বেতন আমাদের দিন’
ফ্রান্সের কট্টর বামপন্থি দল লা ফ্রঁসে সুমিজে (ফ্রান্স অপরাজিত)-র নেতৃত্বে শিক্ষা ও পরিবহণ খাতের সব শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়৷ সরকারি কর্মচারীদের বিভিন্ন ট্রেড ইউনিয়নও তাতে সমর্থন জানায়৷ মঙ্গলবার প্যারিসের রাস্তায় বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, ‘‘ব্রুনো লে মা, আপনার বেতন আমাদের দিন৷’’ ওপরের ছবিতে এক বিক্ষোভকারীর হাতের প্ল্যাকার্ডেও ফ্রান্সের অর্থমন্ত্রীর প্রতি সেই আহ্বান৷
ছবি: Benoit Tessier/REUTERS
মাক্রোঁর উড়ন্ত কুশপুতুল
মজুরি বৃদ্ধির দাবিতে নিস শহরেও বিক্ষোভে নামেন শত শত মানুষ৷ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গিয়ে প্রধানমন্ত্রী এমানুয়েল মাক্রোঁর কুশপুতুল আকাশে ছুঁড়ে মারেন তারা৷ ওপরের ছবিতে আকাশে উড়ছে মাক্রোঁর কুশপুতুল৷
ছবি: Eric Gaillard/REUTERS
আহত সাংবাদিক
প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আহত হন সাংবাদিক জাকারিয়া আব্দেলকাফি৷ ভ্রাম্যমাণ চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসায় ব্যস্ত৷
ছবি: Benoit Tessier/REUTERS
ধনকুবেরের টাকার পাহাড়, গরিবের হাত শূন্য
প্যারিসের এক বিক্ষোভকারী পরেছিলেন ফরাসি ধনকুবের বার্না আর্নোঁ-র মুখোশ৷ হাতে এক গোছা ইউরো৷ বোঝাই যায়, এক শ্রেণির মানুষের হাতে কাড়ি কাড়ি টাকা আর বাকিদের দ্রব্যের চড়া মূল্যের এ বাজারে নাভিশ্বাস অবস্থা – এই অসাম্যের তিনি অবসান চান৷
ছবি: Benoit Tessier/REUTERS
ক্ষোভের আগুনে মাক্রোঁ
সব শহরেই বিক্ষোভকারীদের আক্রমণের মূল তোপ ছিল এমানুয়েল মাক্রোঁকে লক্ষ্য করে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি, সুতরাং দ্রব্যমূল্যের কারণ যা-ই হোক, মূল্য নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় তো তারই৷ তাই নিস শহরে মাক্রোঁর কুশপুতুল ছোঁড়া হয়েছে আকাশে৷ ওপরের ছবিতে তার আগের মুহূর্ত৷
ছবি: Eric Gaillard/REUTERS
‘সংকটের মাশুল আমরা দেবো না’
প্যারিসে ধর্মঘট চলার সময়ের মিছিল৷ মিছিলের সামনের ব্যানারে ফরাসি ভাষায় লেখা, ‘‘ সংকটের জন্য আমরা টাকা দেবো না৷’’
ছবি: Benoit Tessier/REUTERS
বিএমডাব্লিউর শো-রুমে ভাংচুর
প্যারিসে ধর্মঘট পালনের এক পর্যায়ে বিক্ষোভকারীরা জার্মান গাড়ি কোম্পানি বিএমডাব্লিউ-র শো-রুমের সামনের কাঁচ ভেঙে দেন৷ বড় ধরনের ক্ষতি রুখতে পুলিশ এগিয়ে গেলে বিক্ষোভকারীরা সরে যান৷