উভয় প্রেসিডেন্ট তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছেন ও সিরিয়ায় একটি নতুন উদ্যোগের ব্যাপারে একমত হয়েছেন৷ ট্রাম্প এমন আভাসও দিয়েছেন যে, প্যারিস জলবায়ু চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মত বদলাতে পারে৷
বিজ্ঞাপন
১৪ই জুলাই ‘বাস্তিল ডে’, অর্থাৎ ফ্রান্সের জাতীয় দিবস৷ বাস্টিল ডে’র কুচকাওয়াজে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর অতিথি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্টের দু' দিনের ফ্রান্স সফরের প্রথম দিনেই মাক্রোঁ স্পষ্ট ইঙ্গিত দেন যে, তিনি ইউরোপ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চান৷
মাক্রোঁ ফ্রান্স ও অ্যামেরিকার সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস – বিশেষ করে ১০০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের কথা স্মরণ করেন৷ যুগপৎ তিনি একাধিক বিষয়ে, যেমন, প্যারিস জলবায়ু চুক্তির ক্ষেত্রে, ট্রাম্পের সঙ্গে তাঁর মতপার্থক্যের কথা উল্লেখ করেন বটে, কিন্তু তা যে বন্ধুত্ব ও মৈত্রীর মনোভাব থেকে, সেটাও স্পষ্ট করে দেন৷
জলবায়ু চুক্তি সম্পর্কে এই মতপার্থক্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলা করার পন্থা সম্পর্কে আলাপ-আলোচনার পথে বাধা সৃষ্টি করবে না বলে মাক্রোঁ আস্থা প্রকাশ করেন৷ অপরদিকে ট্রাম্পকে অপ্রত্যাশিতভাবে বলতে শোনা যায়, ‘‘প্যারিস চুক্তির ব্যাপারে কিছু একটা ঘটতে পারে’’ – ‘‘দেখা যাক কি ঘটে’’৷
বেশি বেতন পাওয়া সরকার ও রাষ্ট্রপ্রধানরা
কোন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান সবচেয়ে বেশি বেতন পান? ছবিঘরে দেখুন তেমন কয়েকজনের বাৎসরিক বেতনের তালিকা৷
ছবি: Reuters
সিংগাপুরের প্রধানমন্ত্রী
রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং৷ তার বাৎসরিক বেতন ১৬ লাখ দশ হাজার ডলার৷
ছবি: Getty Images/AFP/R. Rahman
হংকংয়ের প্রধান নির্বাহী
দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লাম৷ তার বাৎসরিক বেতন পাঁচ লাখ ৬৮ হাজার চারশ’ ডলার৷
তালিকায় তৃতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি৷ তার বাৎসরিক বেতন চার লাখ ৮২ হাজার নয়শ’ ৫৮ ডলার৷
ছবি: picture-alliance/robertharding
মার্কিন প্রেসিডেন্ট
বেশি বেতন পাওয়াদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ জো বাইডেনের বাৎসরিক বেতন চার লাখ ডলার৷
ছবি: Evan Vucci/AP/picture alliance
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৭৮ হাজার চারশ’ ১৫ ডলার৷
ছবি: Sam Mooy/Getty Images
জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলরের বাৎসরিক বেতন তিন লাখ ৬৯ হাজার ৭২৭ ডলার৷
ছবি: Clemens Bilan/Getty Images
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের বাৎসরিক বেতন তিন লাখ ৩৯ হাজার আটশ’ ৬২ ডলার৷ বেশি বেতন পাওয়া রাষ্ট্র প্রধানদের তালিকায় আট নাম্বারে আছেন তিনি৷
ছবি: Mark Mitchell/New Zealand Herald via AP/picture alliance
মৌরিতানিয়ার প্রেসিডেন্ট
আফ্রিকার দেশ মৌরিতানিয়ার প্রেসিডেন্ট বেশি বেতন পাওয়াদের তালিকার নয় নাম্বার স্থানে আছেন৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৩০ হাজার ডলার৷ দেশটির বর্তমান প্রেসিডেন্ট হলেন মোহামেদ ঔল্ড গাজুয়ানি৷
ছবি: Reuters/R. Duvignau
লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী
তালিকার দশ নাম্বারে আছেন ইউরোপের ছোট্ট, ধনী দেশ লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী৷ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হলেন জাভিয়ার বেটেল৷ তার বাৎসরিক বেতন দুই লাখ ৭৮ হাজার ৩৫ ডলার৷
ছবি: Reuters/Y. Herman
নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান৷ দেশটির হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, করোনার মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ঠেকাতে নিজের বেতন শতকরা ৩০ ভাগ কমিয়েছেন মোদী৷
ছবি: Getty Images/AFP/R. Rahman
শেখ হাসিনা
২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা করা হয়৷ মে মাসে এ সংক্রান্ত একটি বিল পাস হয়৷ বেতন বাড়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বছরে মোট বেতন দাঁড়িয়েছে ১৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/AP Photo
11 ছবি1 | 11
বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের ‘গুরুত্বপূর্ণ সাধারণ লক্ষ্যের’ কথা উল্লেখ করে মাক্রোঁ বলেন, ‘‘ইরাক-সিরিয়া প্রসঙ্গে আমরা পূর্বাপর একসঙ্গে কাজ করার ব্যাপারে, বিশেষ করে যুদ্ধ পরবর্তী পর্যায়ের জন্য একটি রোডম্যাপ সৃষ্টি করার ব্যাপারে একমত৷’’ দৃশ্যত উভয় পক্ষের কূটনীতিকদের সক্রিয় হতে বলা হয়েছে, যাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তরফ থেকে একটি ‘বাস্তব উদ্যোগ’ নেওয়া যেতে পারে৷
পরে মাক্রোঁকে বলতে শোনা যায় যে, তাঁর সরকার আগামী বছর থেকে সামরিক খাতে ব্যয় বাড়াতে শুরু করবে, যাতে ২০২৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপি-র দুই শতাংশে পৌঁছায়৷ ট্রাম্প ন্যাটো সহযোগীদের কাছ থেকে ঠিক তা্-ই দাবি করে আসছেন৷
বৃহস্পতিবার ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়াকে প্যারিসের কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হয়, তার মধ্যে ছিল লেজাঁভালিদ৷ সেখানে সম্রাট নেপোলিয়নের সমাধি আছে৷
ট্রাম্পের ‘অ্যামেরিকা ফার্স্ট’ নীতি সত্ত্বেও মাক্রোঁ অতীতে বার বার বলে এসেছেন, ‘‘আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজন৷’’ বৃহস্পতিবার উয়েস্ত-ফ্রঁস পত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকারে মাক্রোঁকে এ কথা আবার বলতে শোনা গেছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও বৃহস্পতিবার প্যারিসে মাক্রোঁর সঙ্গে তাঁর যৌথ সাংবাদিক সম্মেলনে অনুরূপ মনোভাব প্রকাশ করেছেন৷ ম্যার্কেল ফরাসি-জার্মান মন্ত্রীসভার ১৯তম যৌথ বৈঠক উপলক্ষ্যে প্যারিস যাত্রা করেছিলেন৷