শুক্রবার রাতে এক ব্যক্তি গাড়ি নিয়ে মাগডেবুর্গের ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে ঢুকে পড়েন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন৷
বিজ্ঞাপন
জার্মানির আনহাল্ট-সাক্সনি রাজ্যের মাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়েন৷ এ ঘটনায় এক শিশুসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছেন আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ৷
আহত হয়েছেন অন্তত দুইশ জন৷ জার্মান সংবাদামাধ্যম বিল্ডের এক খবরে বলা হয়, গাড়ি হামলার ঘটনায় ৪১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন৷
ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ আটক ওই ব্যাক্তি সৌদি আরবের নাগরিক৷ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে বাস করছিলেন৷ তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷
আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার৷ ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন৷ ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন৷
চ্যান্সেলর ওলাফ শলৎস এবং স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার শনিবার শহরটি পরিদর্শনের কথা রয়েছে৷
১৮ বছর ধরে জার্মানিতে অবস্থান করছেন আটক হওয়া ৫০ বছরের ওই সৌদি নাগরিক৷ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে তিনি জার্মানিতে ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন৷
জার্মানির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বরা হয়, মাগডেবুর্গ থেকে ৪০ কিলোমিটার দূরে বের্নবুর্গ শহরে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন৷
নিজেকে সাবেক মুসলিম পরিচয় দেওয়া ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েক ডজন ইসলামবিরোধী বিভিন্ন বিষয়ে পোস্ট দিয়েছেন এবং এগুলো তিনি প্রতিদিন পুনরায় পোস্ট করতেন৷
প্রায়ই ইসলাম ধর্মের সমালোচনা করতে তিনি এবং এই ধর্মটি যারা ত্যাগ করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন৷
‘ইউরোপে ইসলামিজম' ঠেকাতে জার্মান সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে পারছে না বলেও সরকারের সমালোচনা করতেন তিনি৷
জার্মানির সংবাদমাধ্যম ডের স্পিগেল জানায়, ডানপন্থি দল এএফডির সমর্থন দিতেন তিনি৷
আরআর/এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)
জার্মানির যত আশ্চর্য সুন্দর ক্রিসমাস মার্কেট
ক্রিসমাস বা বড়দিনের আগে একমাস ধরে জার্মানির বিভিন্ন শহর মিলিয়ে আয়োজিত হয় প্রায় আড়াই হাজার ক্রিসমাস মার্কেট৷ ছবিঘরে দেখুন বাছাই বাজারের ছবি৷
ছবি: Essen Marketing GmbH
ড্রেসডেন: সবচেয়ে পুরোনো ক্রিসমাস মার্কেট
১৪৩৪ সালের একটি নথিতে প্রথমবার ড্রেসডেন ক্রিসমাস মার্কেটের উল্লেখ পাওয়া যায়৷ এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার স্টোলেন, যা এক রকমের কেক৷ ড্রেসডেনে জার্মান স্টোলেন কেককে বলা হয় স্ট্রিজেল৷ এই বাজারের পুরোনো নামও ছিল এই কেকের নামেই৷
ছবি: picture alliance/dpa/dpa-Zentralbild
নুরেমবার্গ: বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রিসমাস মার্কেট
এই ক্রিসমাস মার্কেট প্রতি বছর উদ্বোধন হয় ক্রিস্টকিন্ডের হাত ধরে এবং এটাই এই বাজারের বৈশিষ্ট্য৷ প্রতি বছর এক কিশোরীকে বেছে নেওয়া হয় ক্রিস্টকিন্ডের ভূমিকার জন্য৷ তার গলায় একটি নির্দিষ্ট কবিতা আবৃত্তির মাধ্যমেই চালু হয় এই বাজার৷ এই মার্কেটের নামও নুরেমবার্গ ক্রিস্টকিন্ড মার্কেট এবং এই বাজারের শুরু হয় ১৫৩০ সালে৷
ছবি: picture alliance/Geisler-Fotopress
কোলোন: পরিবেশের কথা ভেবে...
এই শহরের ক্রিসমাস মার্কেট মোটেও এত পুরোনো নয়৷ প্রতি বছর এই ক্রিসমাস মার্কেট দেখতে ভিড় জমান প্রায় ৪০ লাখ মানুষ৷ এই বাজারে স্টল দিতে গেলে আপনার পণ্যকে হতে হবে ‘ফেয়ারট্রেড’ সার্টিফিকেটপ্রাপ্ত৷ এই সার্টিফিকেট যাচাই করে পণ্যগুলি পরিবেশবান্ধব হবার সাথে সাথে শ্রমের ন্যায্য দামের দিকটিও৷
ছবি: picture alliance/Panama Pictures
বার্লিন: রাজধানীতে যেমন
এবছর বার্লিনে মোট ৮০টি ক্রিসমাস মার্কেট রয়েছে, কিন্তু তবুও মনে হয় যেন প্রতি বছরই নতুন বাজার যোগ হচ্ছে৷ এই সময় সবচেয়ে সেরা দৃশ্য দেখতে বার্লিনের রোটেস সাটহাউসের সামনে এই চরকিতে উঠতে পারেন৷ ৫০ মিটার উঁচু এই চরকি থেকে শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়৷
ছবি: Janina Mähliß
ল্যুবেক: উত্তরাঞ্চলে যেমন
জাতিসংঘের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় আছে জার্মানির উত্তরের এই শহরের নাম৷ ল্যুবেকের ক্রিসমাস মার্কেটটি প্রায় ৪০০ বছরের পুরোনো৷ নানা ধরনের মিষ্টির জন্য এই শহর বেশ বিখ্যাত৷ বিশেষ করে ক্রিসমাসের সময় সবাই ভিড় করে মারজিপানের মিষ্টি কিনতে৷
ছবি: picture alliance/dpa
লাইপৎজিশ: ঐতিহ্য মেনে...
শহরের পুরোনো অংশে পনেরোশ শতাব্দী থেকে আযোজিত হয়ে আসছে এই ক্রিসমাস মার্কেট৷ এই বাজারে প্রতি বছর প্রায় আড়াইশ দোকান থাকে, যেখানে বিক্রি হয় নানা ধরনের সসেজ, মশলাযুক্ত ওয়াইন বা গ্ল্যুওয়াইন ও মিষ্টি বাদাম৷
ছবি: picture alliance/dpa
ডর্টমুন্ড: বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি
৪৫ মিটার উঁচু এই ক্রিসমাস ট্রিতে একটি গাছের বদলে রয়েছে এক হাজার স্প্রুস গাছ৷ অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিসমাস ট্রির আয়োজন৷ তবেই সঠিক সময়ে নভেম্বরে জনগণ উপভোগ করতে পারবেন এই বাজারের আমেজ৷
ছবি: picture alliance/dpa
এসেন: আন্তর্জাতিক ছোঁয়া
জার্মানির নর্থ রাইন ভেস্টফালেন রাজ্যের এই শহরের ক্রিসমাস মার্কেটে অন্তত ২০টি দেশের পণ্য পাওয়া যায় ক্রিসমাস মার্কেটের ২৫০টি দোকানে৷ নানা দেশের মশলাপাতি থেকে ঘর সাজানোর সামগ্রী, সবই পাবেন এখানে৷ এই সময়ে বিশেষ আলোর সাজও অনেক মানুষকে এই শহরে টেনে আনে৷
ছবি: Essen Marketing GmbH
লিনডাউ: ক্রিসমাস পানির কাছে
অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের অদূরেই আল্পস পর্বতমালার গায়ে এই জার্মান শহর৷ এই শহরের ক্রিসমাস মার্কেট আয়োজিত হয় লেক কন্সটান্সের পাশে৷ আর পানির কাছে বলেই সেন্ট নিকোলাউস অর্থাৎ ৬ ডিসেম্বরের পর এই লেকে সাঁতার কাটার চল রয়েছে৷ এই ধারার নাম ‘নিকোলাউসশুইমেন’৷ কিন্তু মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রায় কতজনের সেই সাহস হয়, তা দেখার বিষয়৷