1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাগডেবুর্গ ‘গাড়ি হামলা’: মৃতের সংখ্যা বেড়ে ৫

২১ ডিসেম্বর ২০২৪

শুক্রবার রাতে এক ব্যক্তি গাড়ি নিয়ে মাগডেবুর্গের ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে ঢুকে পড়েন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন৷

মাগডেবুর্গ ক্রিস্টমাস মার্কেট
হামলার পর ক্রিস্টমাস মার্কেট বন্ধ করে দেয়া হয়ছবি: Ebrahim Noroozi/AP Photo/picture alliance

জার্মানির আনহাল্ট-সাক্সনি রাজ্যের মাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়েন৷ এ ঘটনায় এক শিশুসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছেন আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ৷

আহত হয়েছেন অন্তত দুইশ জন৷ জার্মান সংবাদামাধ্যম বিল্ডের এক খবরে বলা হয়, গাড়ি হামলার ঘটনায় ৪১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন৷

ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ আটক ওই ব্যাক্তি সৌদি আরবের নাগরিক৷ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে বাস করছিলেন৷ তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার৷ ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন৷ ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন৷

চ্যান্সেলর ওলাফ শলৎস এবং স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার শনিবার শহরটি পরিদর্শনের কথা রয়েছে৷

উল্লেখ্য ২০১৬ সালে একবার বার্লিনের ক্রিসমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল৷ সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন৷

আটক হওয়া ব্যক্তি সম্বন্ধে যা জানা গেছে

১৮ বছর ধরে জার্মানিতে অবস্থান করছেন আটক হওয়া  ৫০ বছরের ওই সৌদি নাগরিক৷ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে তিনি জার্মানিতে ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন৷

জার্মানির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বরা হয়, মাগডেবুর্গ থেকে ৪০ কিলোমিটার দূরে বের্নবুর্গ শহরে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন৷

নিজেকে সাবেক মুসলিম পরিচয় দেওয়া ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েক ডজন ইসলামবিরোধী বিভিন্ন বিষয়ে পোস্ট দিয়েছেন এবং এগুলো তিনি প্রতিদিন পুনরায় পোস্ট করতেন৷

প্রায়ই ইসলাম ধর্মের সমালোচনা করতে তিনি এবং এই ধর্মটি যারা ত্যাগ করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন৷

‘ইউরোপে ইসলামিজম' ঠেকাতে জার্মান সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে পারছে না বলেও সরকারের সমালোচনা করতেন তিনি৷

জার্মানির সংবাদমাধ্যম ডের স্পিগেল জানায়, ডানপন্থি দল এএফডির সমর্থন দিতেন তিনি৷

আরআর/এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ