1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাগুরায় বিএনপির ৪৫ নেতা-কর্মী জেলহাজতে

২৭ জানুয়ারি ২০২৩

বিস্ফোরক আইনের মামলায় মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৫ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত৷ অসুস্থতাজনিত কারণে বাকি ১০ জনের জামিন মঞ্জুর করা হয়৷

ছবি: Getty Images/AFP/M. Abed

বৃস্পতিবার দুপুরে আসামিরা মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তাদের জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন৷ 

আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ৫ নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক  উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ ৫৫ জন নেতা-কর্মীর নামে শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করে পুলিশ৷

এ মামলায় হাইকোর্টে জামিনের মেয়াদ শেষে আসামিরা বৃস্পতিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন৷ আদালত অসুস্থতাজনিত কারণে ১০ জনের জামিন মঞ্জুর করেন৷ 

অন্যদিকে বদরুল আলম হিরো ও রেজাউল ইসলামসহ বাকী ৪৫ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন৷ 

আসামি পক্ষের আরেক আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, তারা দলীয় নেতা-কর্মীদের জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ