1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাছের কাঁটায় 'বিদ্ধ' পরেশ রাওয়াল মামলার মুখে

১০ ডিসেম্বর ২০২২

পরেশ রাওয়ালের মাছ-মন্তব্য ঘিরে সমালোচনা থামছে না। বিজেপি নেতাকে তলব করেছে কলকাতার একটি থানা। তার বিতর্কিত মন্তব্যকে বাঙালিবিদ্বেষী তকমা দিচ্ছেন অনেকে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অভিনেতার বক্তব্যের প্রতিবাদে মিছিল, সভা হয়েছে
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অভিনেতার বক্তব্যের প্রতিবাদে মিছিল, সভা হয়েছেছবি: Payel Samanta/DW

গুজরাত নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। উত্তেজনা, উল্লাস থিতিয়ে এসেছে। কিন্তু ভোটের প্রচারে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা পরেশ রাওয়ালের করা মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় এখনো বইছে। 

গুজরাতের ভালসাদে নির্বাচনী প্রচারে রাওয়ালের মন্তব্য, "মুদ্রাস্ফীতির সঙ্গে মানিয়ে নেবে রাজ্যের জনতা। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা কিংবা বাংলাদেশি এসে ওঠে, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন গুজরাতিরা? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?”

মাছের প্রতি বাঙালির ভালবাসার প্রতি কটাক্ষের সুর শোনা গিয়েছিল তার মন্তব্যে। এর প্রতিবাদ হওয়ায় ক্ষমা চান ডাকসাইটে অভিনেতা। টুইটে মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, "বাঙালি বলতে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বোঝাতে চেয়েছেন। গুজরাতের মানুষরাও মাছ খান। এ ক্ষেত্রে মাছের উল্লেখ প্রাসঙ্গিক নয়।"

কিন্তু এই টুইটে ক্ষোভ কমেনি। কথায় আছে মাছে-ভাতে বাঙালি। শুধু রসনা নয়, বাঙালির জীবনচর্যার অংশ মাছ। সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যোগ রয়েছে এই মৎস্য বিলাসের। রাওয়ালের মন্তব্য সেই ঐতিহ্য ও আবেগে আঘাত দেওয়া হয়েছে বলে প্রশ্ন তুলেছেন ভারত ও বহির্বিশ্বের বাঙালিরা।

অন্যদের সম্পর্কে অজ্ঞানতা থেকে এমন মন্তব্য: পবিত্র সরকার

This browser does not support the audio element.

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অভিনেতার বক্তব্যের প্রতিবাদে মিছিল, সভা হয়েছে। রাস্তায় নেমেছে বাংলা পক্ষ, বাম ছাত্র সংগঠন এসএফআই-সহ অন্যান্যরা। পরেশ রাওয়ালের ছবি পোড়ানো হয়েছে কোথাও, কোথাও তার ছবির সামনে রাখা হয়েছে মাছভাজা। প্রতিবাদীরা মাছভাজা খেয়েছেন সানন্দে।

বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় রাওয়ালের মন্তব্যে বাঙালি বিদ্বেষ দেখছেন। তিনি ডয়চে ভেলেকে বলেন, "মাছ বা আমিষ যারা খান, তারা অশুদ্ধ, এমন একটা মানসিকতা থেকে মন্তব্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতিবিদ্বেষ।"

অভিনেতার মন্তব্যকে নির্বুদ্ধিতা বলেই মনে করছেন শিক্ষাবিদ ড. পবিত্র সরকার। তিনি ডয়চে ভেলেকে বলেন, "এই ধরনের মানুষরা নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করেন। একইসঙ্গে অন্যদের সম্পর্কে অজ্ঞানতা থেতে এমন মন্তব্য করেন। এ সব কথায় মনোযোগ দেওয়ার দরকার নেই।"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থানায় অভিযোগ করেছেন রাওয়ালের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতে পরেশের নামে মামলা রুজু করেছে পুলিশ। সাবেক সাংসদকে সমন পাঠানো হয়েছে। ১২ ডিসেম্বর তাকে তালতলা থানায় হাজির হতে বলা হয়েছে। 

মাছ নিয়ে মন্তব্যে রয়েছে জাতিবিদ্বেষ: গর্গ চট্টোপাধ্যায়

This browser does not support the audio element.

পরেশ রাওয়াল শুধু বাঙালিদের মাছ খাওয়া নিয়ে কটাক্ষ করেননি, তিনি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়েও মন্তব্য করেন। এ জন্যও তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। 

গর্গের বক্তব্য, "রাওয়াল বাঙালি বলতেই বাংলাদেশি বুঝিয়েছেন। বাঙালিদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা ফৌজদারি অপরাধ। এটা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়। এনআরসি-তে ১৭ লক্ষ বাঙালির নাগরিকত্ব কাড়া হয়েছে। এটা সেই ষড়যন্ত্রের অংশ।"

বাংলা পক্ষ পরেশের ছবি বয়কটের ডাক দিয়েছে। তাদের হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে অভিনেতার ছবির মুক্তি রুখে দেওয়া হবে। বিজেপি নেতার বাড়ির ঠিকানায় ডাকযোগে মাছ পাঠানোর পরিকল্পনা নিয়েছে তারা। 

মাছের জন্য স্ট্রলার!

01:44

This browser does not support the video element.

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ