1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাঠে লাঠি, কথায় লাঠি কোন দিকে যাচ্ছে রাজনীতি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২২

বিএনপির ওপর হামলা মামলা অনেকটা একপাক্ষিক হলেও কথার লাড়াইয়ে আওয়ামী লীগ বিএনপি সমানে সমান৷ দুই দলেরই শীর্ষ নেতারা কথার যুদ্ধে কেউ কাউকে ছাড়ছেন না৷ রাজপথ দখলের হুমকি পাল্টা হুমকি চলছেই৷

Bangladesch Gewalt unter Studentengruppen
ফাইল ফটোছবি: bdnews24.com

লাঠির জবাব লাঠিতে দেয়ার কথা হচ্ছে৷ এই পাল্টাপাল্টি চরম অবস্থান রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আতঙ্কিত খোদ দুই দলের নেতারাই৷ আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন বলেছেন, ‘‘বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না৷ তারা নৈরাজ্য সৃষ্টি করছে৷'' আর বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘‘নির্যাতন আর হামলা প্রতিরোধ করে বিএনপি এগিয়ে যাবে৷ সরকার কথা এবং কাজে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে৷''

সর্বশেষ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতা কর্মীদের ব্যাপক লাঠিপেটা করে ছাত্রলীগ৷ ভিসির সাথে দেখা করতে যাওয়ার সময় ছাত্রদলের উপর চড়াও হয় তারা৷ এর একদিন আগে হাজরীবাগে লাঠির মাথায় জাতীয় পতাকা বেধে শোডাউন করে বিএনপি৷

গত এক মাসের ঘটনা বিবেচনায় এক পাক্ষিকভাবে বিএনপির কর্মসূচিতে হামলা হচ্ছে, মামলাও হচ্ছে তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ বিএনপির অন্তত চার জন কর্মী নিহত হয়েছেন৷ বিএনপি নেতারা বলছেন, এই হামলা মামলায় ভয় না পেয়ে তাদের নেতা-কর্মীরা চাঙ্গা হচ্ছেন৷ তারা বলছেন, রাজপথ দখলের লড়াই শুরু হয়ে গেছে৷ সরকারের পতন এখন সময়ের ব্যাপার৷ আর আওয়ামী লীগ বলছে,  তারা মাঠে নামলে বিএনপিকে থাকবে না৷

বিএনপি নেতারা এরইমধ্যে তাদের নেতা-কর্মীদের লাঠি ও লাইসেন্স করা অস্ত্র নিয়ে কর্মসূচিতে যোগ দিতে বলেছেন৷ তারা বলছেন, বন্দুকের নল আওয়ামী লীগের দিকেও ঘুরে যেতে পারে৷ আর আওয়ামী লীগ নেতারা বিএনপিকে রাজপথে জবাব দেয়ার কথা বলছেন৷ তারা বলছেন, রাজপথে নামলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না, লীগ খেলতেই বিএনপির পা ভেঙে যাবে৷ ফলে রাজপথের উত্তাপ এখন কথায়ও৷ আর এই কথার উত্তাপই আবার মাঠ উত্তপ্ত করছে৷

‘ভোটের আগে হিাসাব অনেক পাল্টে যাবে’

This browser does not support the audio element.

বিএনপি প্রতিরোধ করে এগিয়ে যাবে

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘‘সরকার তার কথা, হামলা আর মামলার মধ্য দিয়ে যা করছে তাতে একটি নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে৷ তাদের কথায় এবং কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে৷ এটা চলতে থাকলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে৷ এর দায় সরকারকেই নিতে হবে৷ বিএনপি এতে ভয় পায় না৷ জনগণকে সাথে নিয়ে আন্দোলন আরো তীব্র করে এই সরকারকে বিদায় করব৷''

লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে নেতা-কর্মীদের কর্মসূচিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পল্লবীতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠি দিয়ে তারা হামলা করছে৷ মোমবাতি প্রজ্জ্বলনের মত শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা করেছে৷ বিভিন্ন জেলায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠি নিয়ে হামলা করছে, রক্তাক্ত করছে, হত্যা করছে৷ গতকালকে( মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে ব্যাপক হামলা চালানো হয়েছে৷ তাই আমরা বাধ্য হয়েই আত্মরক্ষার্থে লাঠি সাথে রাখছি৷ এটা আওয়ামী লীগ এবং সরকার আমাদের হাতে তুলে দিয়েছে৷''

তার কথা, ‘‘আমাদের এই আন্দোলনে দেশের মানুষের সমর্থন আছে বলেই আমরা শহরে, নগরে, বন্দরে এইসব হামলা প্রতিরোধ করে কর্মসূচি পালন করতে পারছি, হামলা প্রতিরোধ করব আমরা৷ এভাবে জনগণের আন্দোলনকে দমন করা যায় না৷ এই দমন নীতি সরকারের জন্য বুমেরাং হবে৷''

বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘‘তারেক জিয়া কোনো রাজনৈতিক নেতা নয়৷ তিনি লন্ডনের ক্যাসিনোতে বসে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির নির্দেশ দিচ্ছেন৷ এ কারণে ফখরুলরা বলছে লাঠি নিয়ে নামতে হবে৷ লাঠি আরো লম্বা করতে হবে, নিজস্ব অস্ত্র নিয়ে রাস্তায় নামতে হবে৷ কিন্তু আওয়ামী লীগ তো বিএনপিকে রাস্তায় নামতে দেবে না৷ বিএনপিকে রাস্তায় নামতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতে হবে, আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে অন্যায় করেছি, আর করব না৷ আমরা বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছি, আর বানাব না৷ বাংলা ভাইদের প্রশ্রয় দিয়ে ভুল করেছি৷  বিএনপি যদি বলে আমরা শাহ এ এম এস কিবরিয়া , আহসান উল্লাহ মাস্টারকে নিরপত্তা দিতে পারিনি এজন্য জাতির কাছে ক্ষমা চাচ্ছি, তাহলে বিএনপি রাস্তায় নামতে পারবে৷'' তার কথা, ‘‘আমরা এখন আরো কঠিন অবস্থায় যাবো৷ বিএনপি যেভাবে হুমকি দিচেছ যে আমাদের ঘর থেকে বের হতে দেবে না, আমরা যদি চূড়ান্তভাবে রাস্তায় নামি  তাহলে বিএনপি ঘর থেকে বের হতে পারবে না৷''

‘সরকারের কারণে নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে’

This browser does not support the audio element.

বিএনপির ওপর সব হামলার দায় স্বীকার না করলেও তিনি ‘কিছু' হামলার কথা স্বীকার করে সেগুলোকে দুঃখজনক বলে অভিহিত করেন৷ আর এই হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে স্বীকার করে তিনি বলেন, ‘‘সেরকম পরিস্থিতি হলে আমরা প্রশাসনের সহযোগিতায় দেশের মানুষের নিরাপত্তা ও দেশের শান্তির জন্য সার্বক্ষণিকভাবে মাঠে থাকবো৷''

নির্বাচনের আগে আরো হিসাব আছে

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্বিবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার মনে করেন এখন পরিস্থিতি যাই হোক না কেন তা শেষ পর্যন্ত আরো সহিংস হওয়ার আশঙ্কা নেই৷ তার কথা, ‘‘নির্বাচনের অনেক বাকি৷ ভোটের আগে রাজনৈতিক হিাসাব নিকাশ অনেক পাল্টে যাবে৷ আরো অনেক সমীকরণ আছে৷ একটি ভালো নির্বাচনের জন্য সব দিক থেকে সরকার এবং সব দলের ওপর চাপ আছে৷ আমি মনে করি না আওয়ামী লীগ বা বিএনপির কারুরই ২০০৬ সাল বা ২০১৪ সালের মত পরিস্থিতি তৈরি করার মত অবস্থা আছে৷''

তাতিনি বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোর নেতাদের কথায় এখন মাঠ উত্তপ্ত হচ্ছে৷ আর সাংবাদিকদেরও দায়িত্বশীল হতে হবে৷ তারা নির্বাচনের দেড় বছর আগেই এমনভাবে খবর পরিবেশন করছে যেন দেশে একটি যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে৷''

তাহলে এত আগে, এখনই বিএনপির ওপর কেন হামলা হচ্ছে আর বিএনপিই বা কেন মাঠে নামছে? এর জবাবে তিনি বলেন,  ‘‘বিএনপি রাস্তায় শোডাউন করে এখন তাদের শক্তিমত্তা দেখাতে চাচ্ছে৷ সরকারের টেম্পারটাও বুঝতে চাচ্ছে৷ আর সরকার  মনে করছে বিএনপি যদি এভাবে মাঠে নেমে তাদের জনপ্রিয়তা দেখাতে পারে তাহলে সরকারকে আগামী নির্বাচন পর্যন্ত একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে৷ সরকার সেটা চায় না৷ ফলে এখন এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷ তবে এটা আরো বাড়বে বলে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না, এভাবেই চলবে৷''

বিএনপির নতুন কর্মসূচি

এদিকে বিএনপি বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে৷ সাম্প্রতিক আন্দোলনে নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৬ অক্টোবর ঢাকা মহানগর ও ১০ অক্টোবর জেলা পর্যায়ে শোক র‌্যালির আয়োজন করা করবে তারা৷ ৮ অক্টোবর সারাদেশে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে৷ সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ