1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাতাল' নারীর সঙ্গে পুরুষের ভিডিও নিয়ে তোলপাড়

আরাফাতুল ইসলাম১৫ নভেম্বর ২০১৪

দিনদুপুরে জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে মদ্যপানরত এক মাতাল নারী৷ বাড়ি যাওয়ার বাস খুঁজছে সে৷ কিন্তু আশেপাশের মানুষ তাকে বাসে তোলার বদলে বাড়িতে নেয়ার চেষ্টায় মত্ত৷ ইউটিউবে এমন এক ভিডিও সাড়া ফেলেছে৷

Screenshot Youtube Drunk Girl In Public
ছবি: Screenshot Youtube

ইউটিউবে প্রকাশিত ভিডিওটি'র শিরোনাম যে কাউকে দ্বিধায় ফেলতে পারে, করে তুলতে পারে ক্লিক করতে আগ্রহী৷ ‘ড্রাঙ্ক গার্ল ইন পাবলিক' শিরোনামের ভিডিওতে প্রকাশ হয়েছে আট নভেম্বর৷ আর ইতোমধ্যে দেখা হয়ে গেছে এক কোটি বারের বেশি৷

‘প্রাংক' ভিডিওটি আসলে মাতাল নারীদের প্রতি পুরুষের মনোভাব বোঝানোর জন্য তৈরি৷ এজন্য বেছে নেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউড শহর৷ ভিডিওতে বোতল হাতে মাতালের অভিনয় করা নারীটি বিভিন্ন পুরুষের কাছে নিজের বাড়ি যেতে সহায়তা চায়৷ কিন্তু বিস্ময়কর হলেও সত্য তাঁর সঙ্গে কথা বলা সব পুরুষই তাঁকে নিজেদের বাড়িতে নেয়ার নানা চেষ্টা করেছে৷

টুইটারেও ভিডিওটি শেয়ার করেছেন অনেকে৷ ভিডিওটি ‘ফেক' কিনা সেই প্রশ্নও তুলেছে একটি ব্লগ৷

প্রসঙ্গত, কিছুদিন আগে নিউ ইয়র্কে রাস্তায় হেঁটে বেড়ানো এক মেয়ের প্রতি পুরুষের মনোভাব নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়৷ দশ ঘণ্টা ধরে হাঁটার সময় ভিডিওতে অংশ নেয়া সুসানা রবার্টসের উদ্দেশ্যে অন্তত একশো বার ‘ক্যাটকল' বা শিষ বাজিয়েছে আশেপাশের পুরুষরা৷ কেউ কেউ তার সঙ্গে জোর করে কথা বলার চেষ্টা করেছেন, কেউবা কোনো কারণ ছাড়াই তাকে অনুসরণ করেছেন দীর্ঘক্ষণ৷

উল্লেখ্য, ভিডিও দু'টিতে পুরুষের যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি সামগ্রিক চিত্র না হলেও উদ্বেগজনক বৈকি৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে এসব নিয়ে অনেক মতামত রয়েছে৷ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, রাস্তায় হেঁটে যাওয়া একটি মেয়েকে হ্যালো বললেও কি সেটা হয়রানি হিসেবে গণ্য হবে? ইউটিউবে সুসানা রবার্টসের ভিডিও'র নিচে রয়েছে দেড় লাখের মতো মন্তব্য৷ এছাড়া এই ভিডিওটিকে কেন্দ্র করে আরো কয়েকটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ