1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐশ্বরিয়া রাই

১৭ জুন ২০১২

গত নভেম্বরে মা হওয়ার পর থেকেই গণমাধ্যম থেকে অনেকটা দূরে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ বচ্চন কন্যার নাম কি হবে তাই নিয়ে বহুদিন ছিল জল্পনাকল্পনা৷ শেষতক, তার নাম রাখা হয়েছে আরাধ্যা৷

Indian actress Aishwarya Rai arrives before the 83rd Academy Awards on Sunday, Feb. 27, 2011, in the Hollywood section of Los Angeles. (AP Photo/Matt Sayles)
ছবি: AP

আরাধ্যাকে নিয়ে এখন অনেক ব্যস্ত ঐশ্বরিয়া৷ অন্য কোনদিকে নজর দেওয়ার সময় এখন নেই তাঁর৷ লন্ডনে গণমাধ্যমকে একথাই জানিয়েছেন বলিউডের সারা জাগানো এই নায়িকা৷ তিনি বলেন, ‘‘মাতৃত্ব এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ''৷ শীঘ্রই সেলুলয়েড দুনিয়ায় ফেরার কোন পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি৷

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ ভেজ'এর ২৫তম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া৷ সন্তানধারনের পর এরকম কদাচিৎ দেখা মেলে তাঁর৷ ঐশ্বরিয়া বলেন, ‘‘আমি মাতৃত্বের বিষয়টি ভালোবেসে ফেলেছি৷ এটা পরম সুখের ব্যাপার৷''

শুক্রবার রাতে লন্ডনের এক হোটেলে ৩৮ বছর বয়সি সাবেক এই বিশ্বসুন্দরীর সঙ্গে ছিলেন স্বামী অভিষেক বচ্চন৷ সন্তান লালনপালনের ক্ষেত্রে স্ত্রীকে কতটা সহায়তা করেন, এমন প্রশ্নের জবাবে অভিষেকে দোষ স্বীকার করে নিয়ে জানিয়েছেন, সন্তান পালনের কঠিন কাজগুলো ঐশ্বরিয়াই করেন৷

স্বামী অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াছবি: AP

সর্বশেষ ‘গুজারিশ' ছবিতে দেখা গেছে ঐশ্বরিয়াকে৷ সন্তান নিয়েই যখন এত ব্যস্ত তিনি, তখন সাংবাদিকদের প্রশ্নও ছিল মাতৃত্ব নিয়েই৷ অনেকের ধারণা ছিল এবার হয়ত ঐশ্বরিয়া মায়ের চরিত্রে বেশি করে অভিনয় করতে চাইবেন৷ তাই চলচ্চিত্রে ‘ড্রিম রোল' কোনটা জানতে চাওয়া হয় তাঁর কাছে৷ ঐশ্বরিয়া অবশ্য খানিকটা হতাশই করেছেন৷ তাঁর কথায়, আমি কখনোই স্বপ্নের কোন চরিত্রের কথা ভাবিনি৷

তবে নিজের জীবনের সবচেয়ে বড় দিন কোনটি ছিল? এমন প্রশ্নের জবাবে অভিষেককে বিয়ের দিনটির কথাই জানালেন সাবেক বিশ্বসুন্দরী৷

বলাবাহুল্য কিথ ভেজ'এর পার্টিতে ছিল না আরাধ্যা৷ জয়া বচ্চন'এর কাছে কন্যাকে রেখে এসেছিলেন অভিষেক দম্পতি৷ অন্যদিকে, এই পার্টিতে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে সেটা সম্ভব হয়নি অমিতাভ বচ্চন'এর পক্ষে৷

এআই / আরআই (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ