মাদকাসক্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে বাংলাদেশে
২৬ জুন ২০১০বাংলাদেশের মাদকাসক্তরা অর্থের জন্য নানা রকমের অপরাধে জড়িয়ে পড়ছে৷ তাদের ব্যবহার করছে সংঘবদ্ধ অপরাধী চক্র৷ ডয়চে ভেলেকে একথাই বলেছেন, ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মশিউর রহমান৷
মাদকাসকক্তির পেছনে অন্যতম কারণ এর সহজলভ্যতা৷ দেশের সীমান্ত এলাকা থেকে অবাধে মাদক প্রবেশ করছে৷ আর তরুণ সমাজ হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে যেকোন মাদক৷ আর এরজন্য মাদক বিরোধী আইনকে আরো কঠোর করার কথা বলেন ব়্যাবের অতিরিক্ত মহপরিচালক৷ তিনি জানান, মাদক চোরাচালানকারীদের আটক করা হলেও তারা বারবার আইনের ফাঁক গলে বের হয়ে যায়৷
এই অবস্থায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, চোরাচালান বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হলে প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা৷ এরজন্য প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিও করা হয়ছে৷ মাদক বিরোধী আইনকেও করে তুলতে হবে যুগপোযোগী৷
স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, শুধু কঠোর আইনই যথেষ্ট নয়৷ এর প্রয়োগের সঙ্গে সঙ্গে প্রয়োজন সামাজিক সচেতনতা৷
বাংলাদেশে মাদকাসক্তির পেছনে সামাজিক অস্থিরতা এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয়কেও দায়ি করছেন কোন কোন বিশ্লেষক৷
প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়