1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদকের কারণে গ্রেপ্তার তিন পুলিশ ও এক রোহিঙ্গা

১১ আগস্ট ২০২১

চট্টগ্রামে এক মাদক কারবারিকে আটকের পর ‘টাকার বিনিময়ে' ছেড়ে দেওয়ায় তিন পুলিশসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে একজনকে৷

Yaba Tabletten Droge Speed
প্রতীকী ছবিছবি: picture-alliance/epa/Barbara Walton

গ্রেপ্তার তিন পুলিশ সদস্য হলেন, সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের কনস্টেবল আরাফাত নাজিম উদ্দিন, শাহ মোহাম্মদ হাসান ও বিমল চাকমা৷ বাকি তিনজন আরাফাত, বেল্লাল ও নেজাম৷

রোববার তাদের গ্রেপ্তার করার পর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷

তিনি বলেন, "গ্রেপ্তার তিন পুলিশ সদস্য গত শুক্রবার ৪০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে৷ কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে তারা টাকার বিনিময়ে আপস করে৷ তারা মাদক কারবারির কাছ থেকে এক লাখ টাকা নিয়ে জব্দ করা ইয়াবাগুলো নিজেদের কাছে রেখে মাদক কারবারিকে ছেড়ে দেয়৷ বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তিন পুলিশ সদস্যের কাছ থেকে এক লাখ টাকা এবং ৪০০ ইয়াবা জব্দ করা হয়৷”

 অন্যদিকে মঙ্গলবার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৭ ব্লকে এ অভিযান চালিয়ে  ৮০ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানান এপিবিএন ৮ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান৷

আটক ৩০ বছর বয়সি মনসুর আলী উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৪ ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে৷

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ