মাদক-কাণ্ড নিয়ে তোলপাড় বলিউড। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এ বার জেরার জন্য ডেকে পাঠাল দীপিকা পাড়ুকোন সহ চার নায়িকাকে।
বিজ্ঞাপন
বেআইনিভাবে মাদক কেনা ও রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বন্ধু রিয়া চক্রবর্তীকে। একই অভিযোগে তাঁর ভাই শৌভিকও গ্রেফতার। বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির দাবি, সুশান্ত সিং রাজপুতও মাদকাশক্ত ছিলেন। রিয়াও অভিযোগ করেছেন, সুশান্ত সিগারেটের মধ্যে গাঁজা ভরে খেতেন। আর এই মাদকাশক্তির শিকড় না কি অনেক গভীরে। বলিউডের প্রচুর নায়ক-নায়িকা এর শিকার।
মাদকের সূত্রেই চার নায়িকা দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রাকুল প্রিত সিং-কে জেরার জন্য ডেকে পাঠিয়েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তিনদিনের মধ্যে তাঁদের ব্যুরোর অফিসে আসতে বলা হয়েছে।
সুশান্ত নিয়ে তোলপাড় বলিউড
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক বলিউডের তারকা মুখ খুলছেন। অভিযেোগ উঠেছে কিছু নায়ক, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে। তারা না কি সবকিছু কুক্ষিগত করে রেখেছেন। তাই সুযোগ পান না প্রতিভাবান অভিনেতারা।
ছবি: picture-alliance/Collection Christophel/Foy Star Studios
কঙ্গনার প্রতিবাদ
কঙ্গনা রানায়াত সামাজিক মাধ্যমে দুইটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর সরাসরি অভিযোগ বলিউড মাফিয়াদের বিরুদ্ধে। তিনি বলেছেন, ''সুশান্তের শেষ পোস্টগুলি দেখুন। সুশান্ত বলছেন, লোকে যেন তাঁর ফিল্ম বেশি করে দেখে। না হলে তাঁকে বলিউড থেকে বের করে দেওয়া হবে। তাঁর কোনও গডফাদার নেই। কোনও পুরস্কার পাননি। আমার নিজের সুপারহিট ফিল্মকেও ফ্লপ বলে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ছয়টা মামলা করা হয়েছে।''
ছবি: Getty Images
বিস্ফোরক সোনু নিগম
বিখ্যাত প্লে ব্যাক গায়ক সোনু নিগম সোজাসাপটা বলেছেন, ''বলিউডে সিনেমার থেকেও বড় মাফিয়া আছেন গানের জগতে। যে কোনও দিন আপনারা শুনবেন, কোনও গায়ক বা সুরকার আত্মহত্যা করেছেন। মিউজিক কোম্পানি ঠিক করে কে গাইবে, রেডিওতে কোন গান বাজবে। গানের জগতে দুই জনই সব সিদ্ধান্ত নিচ্ছেন। আমি নিজের জগৎ নিয়ে সুখী। কিন্তু নতুন ছেলেমেয়েদের মুখে শুধু হতাশা দেখি।'' তবে কোন দুই জন গানের জগত শাসন করছেন তা সোনু বলেননি।
ছবি: Getty Images/AFP
মোনালি ঠাকুরের সমর্থন
সোনু নিগমকে সমর্থন করেছেন মোনালি ঠাকুর। বলিউডের গানের জগৎ নিয়ে এই বাঙালি গায়িকার অভিজ্ঞতা তিক্ত। তিনি বলেছেন, ''গানের জগতে মাফিয়াগিরি প্রবলভাবে আছে। সে জন্যই আমি সিনেমার গানের জন্য আর চেষ্টা করি না। আমি আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে নিজেকে সরিয়ে নিয়েছি। কেউ এই অবস্থার কথা বলেন না। সকলে ভয় পান। মাফিয়ারা মাঝারি মানের গায়ক-গায়িকাদের ওপরে তোলে। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ।''
ছবি: P. Tewari
প্রতিবাদী অভয় দেওল
অভয় দেওল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ''যতদিন 'জিন্দেগি না মিলেগি দুবারা' রিলিজ করেনি, ততদিন আমায় লোকে জানতেন, আমি সহকারী অভিনেতা। নায়ক নই। অথচ, তখনও আমি প্রধান ভূমিকায় ছিলাম। অ্যাওয়ার্ড ফাংশনেও আমায় হেনস্থা করা হয়েছে।''
ছবি: UNI
অনুপম খেরের দুর্দশা
সুশান্ত সিং রাজপুতের লড়াইয়ের কথা বলতে গিয়ে নিজের জীবনের লড়াইয়ের কাহিনি শুনিয়েছিলেন অনুপম খের। সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে ঋতুপর্ণ ঘোষের সিনেমা বাড়িওয়ালি-তে অনুপম খেরের ভূমিকা নিয়ে। সেখানে প্রধান ভূমিকায় ছিলেন তাঁর স্ত্রী কিরণ খের। বাংলায় তাঁর সংলাপ বলেছিলেন রীতা কয়রাল। অভিযোগ, অনুপম তখন রীতাকে বলেছিলেন তিনি যেন ডাবিং এর কথা বাইরে না বলেন। রীতা রাজি না হওয়ায় হুমকিও দিয়েছিলেন।
ছবি: Imago/Zuma/A. Khan
বিপাকে করণ জোহর
একই রকম হাল হয়েছে বলিউডের নামকরা প্রযোজক করণ জোহরের। তিনিও সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। তারপরই শুরু হয়ে যায় ট্রোলিং। সামাজিক মাধ্যমে। বলা হতে থাকে, জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণ'-এ তিনি সুশান্তকে নিয়ে হাসাহাসি করেছিলেন। মজা করেছিলেন। তিনি কোনও নতুন অভিনেতাকে নিয়ে কাজ করেন না। তাঁদের উঠতে দেন না ইত্যাদি, ইত্যাদি। তাঁর বিরুদ্ধে কঙ্গনাও মুখ খুলেছেন। বলেছেন বিগ মাফিয়া।
ছবি: picture-alliance/dpa
অভিযুক্ত সলমনও
বাদ পড়ছেন না সলমন খানও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধেও সামাজিক মাধ্যমে সোচ্চার সুশান্তের ভক্তরা। অভিযোগ, একটি অ্যাওয়ার্ড ফাংশনে মঞ্চে তিনি ও অন্যরা নাচের সময় সুশান্তকে এমনভাবে কোণে ঠেলে দিয়েছিলেন যে, তিনি নাচ থামিয়ে দাঁড়িয়ে পড়েন। দাবাং এর পরিচালক অভিনব কাশ্যপও সলমনকে নিয়ে প্রচুর অভিযোগ করেছেন। সলমন অবশ্য টুইট করে তাঁর ভক্তদের বলেছেন, সুশান্তের ভক্তদের পাশে দাঁড়াতে।
ছবি: DW/S. Zain
বিতর্কে সোনম কাপুরও
অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। বলিউডের নায়িকা। সাত বছর আগে কফি উইথ করণ অনুষ্ঠানে তিনি সুশান্তের নাম শুনেই বলেছিলেন, 'ফুঃ'। কঙ্গনার ইংরাজি নিয়েও ব্যাঙ্গ করেছিলেন। সেই সব ভিডিও সামাজিক মাধ্যমে আবার এসেছে। সোনমের বিরুদ্ধে অভিযোগ সহ। সোনম বলেছেন, তাঁর কথা এডিট করা হয়েছে। তাছাড়া এটা সাত বছর আগের কথা। তখন সুশান্ত মাত্র একটা সিনেমা করেছিলেন। তাঁকেও তো কত খারাপ কথা শুনতে হয়েছে।
ছবি: AFP/Getty Images
টলিউড সরগরম
টলিউডেও প্রবল বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র বোমা ফাটিয়েছেন। টলিউডের বড় নায়ক, নায়িকা, পরিচালকদের বিরুদ্ধে। বলেছেন, বান্ধবী না হলে, বিছানা শেয়ার না করলে কাজ পাওয়া যায় না। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সৃজিত সহ অনেকের নাম এসেছে তাঁর কথায়। তার জবাব দিয়েছেন স্বস্তিকা। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন অন্যরাও। ফলে বলিউডের মতো টলিউডও এখন বিতর্কের কেন্দ্রে।
ছবি: UNI
9 ছবি1 | 9
গত সোমবার ২০১৭ সালের একটি হোয়াটস অ্যাপ চ্যাট নিয়ে হইচই শুরু হয়। সেখানে 'ডি' ও 'কে' নামে দুই জনের মধ্যে কথা চালাচালি হয়েছে গাঁজা নিয়ে। বলিউডের তারকাদের একটি পার্টির জন্যই না কি গাঁজার খোঁজ হচ্ছিল। অভিযোগ, এই 'ডি' হলেন দীপিকা এবং 'কে' হলেন তাঁর ম্যানেজার করিশমা।
দীপিকা একটি শুটিং-এর কাজে গোয়ায়। করিশমাও তাঁর সঙ্গে থাকতে পারেন। করিশমাকেও ডেকে পাঠিয়েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। কিন্তু তিনি অসুস্থতার কারণে সময় চেয়েছেন।
সূত্র জানাচ্ছে, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর নজরে আরো কয়েকজন নায়ক-নায়িকার নাম রয়েছে। পরে তাঁদেরও ডাকা হতে পারে।
সুশান্ত মৃত্যু-কাণ্ড: গ্রেফতার রিয়া
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জল অনেকদূর গড়়াল। তদন্তে নেমে তাঁর বন্ধু রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে তাঁদের বিরুদ্ধেও রাজনৈতিক চাপে ব্যবস্থা নেয়ার অভিযোগ উঠেছে।
ছবি: IANS
সুশান্তকে মাদক দেয়ার অভিযোগ
সিবিআই, ইডি, নারকোটিক্স ব্যুরোর দীর্ঘ জেরার পর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হলো। সুশান্তকে মাদক সরবরাহের অভিযোগে। অর্থাৎ, সুশান্তকে হত্যা করা হয়েছে এমন কথা সিবিআই এখনো বলছে না। রিয়া সুশান্তকে হত্যা করেছে, এমন অভিযোগ এখনো করা হয়নি। ৫৯ গ্রাম মারিজুয়ানা ও অন্য মাদক রাখা এবং সুশান্তকে দেয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ছবি: AFP/S. Jaiswal
রিয়া মুম্বইয়ের জেলে
গ্রেফতারের পর রিয়াকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে রাখা হয়। রাত কাটাতে হয় সেখানে। তারপর রিয়া চক্রবর্তীকে মুম্বইয়ের বাইকুল্লা জেলে রাখা হয়েছে। সেখানেই মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ভিমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত সুধা ভরদ্বাজ এই জেলেই বন্দি।
ছবি: picture-alliance/NurPhoto/H. Bhatt
রিয়ার ভাইও গ্রেফতার
রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ হলো তিনি মাদক চক্রের সঙ্গে জড়িত। তিনি নাকি সুশান্তের দুই সহযোগী স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্তের সঙ্গে জোট বেঁধে সুশান্তকে মাদক সরবরাহ করতেন। এই অভিযোগ সত্যি হলে তো সুশান্তের ঘাড়েও মাদক সেবনের অভিযোগ চাপবে।
ছবি: AFP/B. Koyande
বলিউড ও মাদক
বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের বিরুদ্ধে মাদক নেয়ার অভিযোগ আজকের নয়, অনেক পুরনো। অনেকের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। অতীতের দুই খ্যাতনামা অভিনেত্রীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল। হাল আমলের অনেকের বিরুদ্ধে আছে। তবে একমাত্র মাদক নেয়ার কথা প্রকাশ্যে এসেছিল সঞ্জয় দত্তের ক্ষেত্রে। তাঁর বাবা সুনীল দত্ত অনেক চেষ্টা করে তাঁকে মাদকের নেশা থেকে বের করে আনেন।
ছবি: IANS
কৃতিত্ব দাবি বিজেপি-র
রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পরেই তার কৃতিত্ব দাবি করল বিজেপি। দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, মহারাষ্ট্র সরকার ৬৫ দিন তদন্ত করেও কোনো পদক্ষেপ নিতে পারেনি। সিবিআই ১৯ দিনেই রিয়াকে গ্রেফতার করল। উদ্ধব ঠাকরে সরকার রিয়াকে বাঁচাবার চেষ্টা করছিল। বিরোধীদের অভিযোগ, রিয়াকে বলির পাঁঠা করা হলো।
ছবি: IANS
কঙ্গনার বিস্ফোরক অভিযোগ
গত ১৪ জুন সুশান্তের দেহ উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। তার পরের দিন থেকেই কঙ্গনার টুইটার-বোমা চালু আছে। তিনি একের পর এক বলিউডের অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। তাঁরাই সুশান্তকে বিশাদগ্রস্ত করেছেন। খারাপ ব্যবহার করেছেন। তাঁর দাবি, সুশান্ত আত্মহত্যা করেননি।
ছবি: STRDEL/AFP/Getty Images
কঙ্গনার মুখে রামমন্দির
কঙ্গনাকে ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কঙ্গনার সঙ্গে এখন শিবসেনার সরাসরি সংঘাত লেগেছে। তাঁর মণিকর্ণিকা ফিল্মসের অফিস বেআইনি বলে তা ভাঙতে শুরু করেছে পুরসভা। কঙ্গনার অভিযোগ, আবার বাবর এসেছে এবং রামমন্দির ভাঙা হচ্ছে। কারণ, তিনি অযোধ্যা নিয়ে সিনেমা করছিলেন।
ছবি: Getty Images
বিতর্কের ছোঁয়া পশ্চিমবঙ্গ রাজনীতিতে
প্রথমে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটার-ব্যস্ত অভিনেত্রীকে কেন ওয়াই প্লাস নিরাপত্তা দেয়া হলো? এরপর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কম্যান্ডো নিরাপত্তা কেন দেয়া হয়? বাবুল সুপ্রিয়কে তৃণমূলের তারকা সাংসদ নুসরতের প্রশ্ন, ''রোজ ভ্যালি চিট ফান্ডকে তুলে ধরা ছাড়া আপনার উল্লেখযোগ্য অবদান কী, যার জন্য আপনি ‘জেড’ নিরাপত্তা পাচ্ছেন?''
ছবি: cc-by/www.bollywoodhungama.com
রিয়ার পাশে বলিউডের তারকারা
গ্রেফতার হওয়ার সময় রিয়া একটা টি শার্ট পরেছিলেন, যাতে লেখা, 'আমি আর আপনি মিলে পিতৃতান্ত্রিকতা ভাঙি।' এরপর করিনা কাপুর খান, বিদ্যা বালান, সোনম কাপুর, অনুরাগ কাশ্যপ, শাবানা আজমি, জোয়া আখতার, অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা সহ বলিউডের একাধিক তারকা সেই লেখা তুলে ধরে টুইট করেছেন। করিনা বলেছেন, অন্যের বিষয় হলে সকলে উইচ হান্ট করতে ভালোবাসে। অনেকে জাস্টিস ফর রিয়া হ্যাশট্যাগও শেয়ার করছেন।
ছবি: DW/P. Tewari
মিডিয়া ট্রায়াল
সুশান্ত সিং রাজপুতকে নিয়ে শুরু হয়েছে মিডিয়া ট্রায়াল। কিছু মিডিয়ার বিচারে রিয়াকে পুরোপুরি কঠগড়ায় তুলে দেয়া হয়েছে। কিছু চ্যানেলের দৈনিক বিচারসভায় সুশান্তের মৃত্যুকে হত্যা এবং রিয়াকে অপরাধী করে বিচারপর্বও শেষ। সামাজিক মাধ্যমেও রিয়াকে জাদুকরী, বাঙালি ব্ল্যাক ম্যাজিশিয়ান বলে কতরকম পোস্ট করা হয়েছে। রিয়ার বাবাও টুইট করে বলেছেন, একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করার জন্য ভারতকে অভিনন্দন।
ছবি: Reuters/F. Mascarenhas
বিহার ও মহারাষ্ট্রের জন্য?
বিরোধী নেতাদের দাবি, সুশান্তকে নিয়ে এই আলোড়নের কারণ রাজনৈতিক। বিহারে ভোট আসছে। সুশান্ত আদতে বিহারের ছেলে। তাই তাঁকে সামনে রেখে সহানুভূতি পাওয়ার লড়াইয়ে নেমেছে বিজেপি তথা এনডিএ। আর মহারাষ্ট্রে তাঁরা যে কোনো ভাবে সরকার ফেলতে চায়। বিজেপি অবশ্য বলছে, তাঁরা সুশান্তকে ন্যায় দেয়ার চেষ্টা করছে মাত্র।
ছবি: AFP/S. Jaiswal
11 ছবি1 | 11
কিছু বিশেষজ্ঞের মতে, সিনেমা হিট বা ফ্লপ হওয়ার অনিশ্চয়তা, কাজের চাপ, সফল হওয়ার তীব্র আকাঙ্খা, ভালো ছবি পাওয়া বা না পাওয়ার চাপ-- এই সব মিলিয়ে বলিউডের নায়ক-নায়িকারা মাদকের দিকে ঢলে পড়েন। তাছাড়া সফল নায়ক-নায়িকাদের মধ্যে একটা বেপরোয়া ভাবও চলে আসে। এমনিতে রুপোলি পর্দার জগৎটাই অতিবাস্তব। তবে এই সব কারণ সত্ত্বেও তাঁদের মাদক নেয়ার প্রবণতা কখনোই সমর্থযোগ্য নয় এবং ভারতে গাঁজা সহ অন্য মাদক নেয়া অপরাধ।
দীপিকা অবশ্য এর আগে জেএনইউ-তে সিএএ বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে বিজেপির বিরাগভাজন হয়েছিলেন। তবে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর ডাক পাওয়া বাকি নায়িকারা সেরকম কিছু করেননি। মাদক নেন বা নিতেন এমন অভিযোগ অনেক নায়কের বিরুদ্ধেই শোনা যায়। তাঁরা এখনো ডাক পাননি।