1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক কারবারিদের ধরতে গিয়ে ৩ র‌্যাব সদস্য ধরা

১০ অক্টোবর ২০১৯

মাদক কারবারিদের ধাওয়া দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে র‌্যাবের তিন সদস্য ও তাদের দুই সোর্স ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন৷

Rapid Action Battalion (RAB) in Bangladesh
ছবি: DW

এই ঘটনাকে বিএসএফের সঙ্গে ভুল বোঝাবুঝি জানিয়ে র‌্যাব বলছে, এটা বড় কিছু নয়৷

ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকালে দুই নারী সোর্সকে সঙ্গে নিয়ে র‌্যাব সদস্যরা মাদক কারবারিদের ধরতে যান৷

ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে তারা হয়ত সীমান্ত রেখা অতিক্রম করেছিলেন৷ র‌্যাব ১১-এর সদস্য রিগান বড়ুয়া, আবদুল মতিন, আবদুল ওয়াহেদ ও দুই নারী সোর্সকে স্থানীয়রা আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে৷

খবর পেয়ে র‌্যাব, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন৷ বিএসএফের হাতে আটকদের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন৷

র‌্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম বলেন, "র‌্যাব সদস্যরা মাদক কারবারিদের ধরতে গেলে বিএসএফের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়, সমাধানের চেষ্টা চলছে, এটা বড় কিছু না৷''

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ