1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধইকুয়েডর

মাদক পাচার রুখতে ইকুয়েডর ও বেলজিয়ামের চুক্তি

২৮ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াবে ইকুয়েডর এবং বেলজিয়াম। ইকুয়েডরে প্রায় নয় টন কোকেন জব্দ করার একদিন পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

ইউরোপ ও অ্যামেরিকায় মাদক পাচারের জন্য ইকুয়েডরকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হয়।
ইউরোপ ও অ্যামেরিকায় মাদক পাচারের জন্য ইকুয়েডরকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হয়ছবি: Joe Raedle/Getty Images

মাদকের বিরুদ্ধে এক সাথে লড়াই করার লক্ষ্যে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীগণ সোমবার কুইটোতে এক চুক্তি স্বাক্ষর করেছেন। তথ্য ও অভিজ্ঞতা আদান প্রদানের পাশাপাশি তারা প্রযুক্তি ব্যবহারের কৌশলও বিনিময় করবে।

রবিবার ইকুয়েডরের পুলিশ ৮.৭৮ টন কোকেন উদ্ধার করে। একটি কন্টেইনারে কলার মধ্যে তা লুকানো ছিল। প্রায় ৩৩০ মিলিয়ন ডলার মূল্যের এই মাদক ইকুয়েডরের উপকূলীয় অঞ্চল হয়ে বেলজিয়ামে প্রবেশের কথা ছিল। এরপর তা ইউরোপের বিভিন্ন দেশে এবং অ্যামেরিকায় পাচার করা হতো বলে জানিয়েছে দুই দেশের পুলিশ।

ইউরোপ ও অ্যামেরিকায় মাদক পাচারের জন্য ইকুয়েডরকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হয়।

বড় অংকের মাদক উদ্ধারের পর বেলজিয়াম সরকারের সাথে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করেন ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান জাপাটা।

তিনি জানান, গত বছর ইকুয়েডরে জব্দ করা ২০১ টন মাদকের মধ্যে প্রায় ১৮ শতাংশ বেলজিয়ামে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

"সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাই আমাদের নতুন করে সরাসরি পদক্ষেপ নেয়া প্রয়োজন," সাংবাদিকদের বলছিলেন জাপাটা।

একেএ/এসিবি (রয়টার্স)

টাকা নয়, অস্ত্র দিয়ে কোকেন কেনা

01:15

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ