1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক : মস্তিষ্কের রাসায়নিক দানব

মোহিত কামাল
৪ জুন ২০২১

মাদক ভয়াবহ ক্ষতি করে৷ ক্ষতি করে আসক্তের, আসক্তের পরিবারের, সমাজের, দেশের৷ এই দানবকে ‘না' বলতে হবে৷

Symbolfoto Kokain-Konsum
ছবি: Geisler-Fotopress/picture-alliance

১.বালাদেশে সাম্প্রতিক সময়ে হ্যালুসিনোজেনস ( Hallucinogens) গোত্রভুক্ত মাদকের আগ্রাসন দেখে চমকে উঠেছি৷ এ গ্রুপের মাদক এলএসডি (Lsergic acid diethylamide) আসক্ত  কতিপয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ভিডিও ফুটেজে দেখেছি তাদের৷ গ্রেপ্তারের কারণে কোনো ভয় কিংবা প্রতিক্রিয়া তাদের অভিব্যক্তিতে দেখা যায়নি৷ হাসিখুশি এই তরুণদলটাকে দেখে শুধুমাত্র জাতি চমকে ওঠেনি,পুলিশদলও হতবাক হয়ে গেছে৷ গ্রেপ্তার হওয়ার পরও কেন আসক্ত তরুণেরা ছিল প্রতিক্রিয়াহীন, নির্বিকার, কিংবা হাসিমুখে? এ প্রশ্নের উত্তর জানার আগে জেনে নিতে হবে হ্যালোসিনোজেনস শব্দের বুৎপত্তিগত অর্থ৷

এটি এসেছে ল্যাটিন শব্দ Allucinan থেকে৷ এর অর্থ dream to wonder in mind. চারপাশ প্রত্যক্ষ করার ক্ষমতা, আবেগ-অনুভূতি এবং তার প্রকাশসহ অন্যান্য মানসিক প্রক্রিয়াগুলো বদলে দেয়, কিংবা বিকৃত করে দেয় এ মাদক৷ যথাযথ চিন্তা করার ক্ষমতা লোপ পায়, ভেতরের শক্তি কিংবা তাগিদ: উৎসাহ-আকাঙ্ক্ষা -চাহিদা সব কিছু  দখলে নেয় মাদক৷

২. পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন যেসব তথ্য গ্রহণ করে তা প্রত্যক্ষণের মাধ্যমে আমাদের বোধ তৈরি করে, উপলব্ধি তৈরি করে ৷ এসব তথ্য যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ আবেগ-অনুভূতির জন্ম দেয়৷ স্মরণশক্তি কিংবা কগনিটিভ প্রসেস বা অবহিতিকরণ প্রক্রিয়ায়ও তা ব্যবহার করে ব্রেন৷ যথাযথ চিন্তা করার ক্ষমতা ,যুক্তি আরোপের ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কগনিটিভ প্রসেসের গুরুত্বপূর্ণ অনুষদ৷ মাদক তা বদলে দেয়, বিকৃত করে দেয়৷

মনের স্বাভাবিক গতি-প্রকৃতি বদলে যাওয়া কিংবা বিকৃত হওয়ার কারণে অভিব্যক্তি কিংবা আচরণেও তার প্রভাব পড়ে- যা আমরা দেখেছি ওই তরুণদলের আচরণ এবং প্রকাশভঙ্গিতে৷

এ মাদক কেবলই স্বপ্নময় জগতে আসক্তজনকে ছুটিয়ে নিয়ে যায় না, হ্যালুসিনেশন-ডিলিউশন সৃষ্টি করতে পারে৷ দুঃস্বপ্নে ডুবিয়ে দিতে পারে তাদের৷

হ্যালুসিনেশন অর্থ চারপাশে কোনো ধরনের সেনসরি উদ্দীপক না-থাকার পরও তা তারা দেখতে পায়, শুনতে পায়, তার স্পর্শ পায়, গন্ধ পায়, কিংবা স্বাদ পায়৷ বাস্তবে হ্যালুসিনেট করে এমন ব্যক্তির সঙ্গে কেউ কথা না-বললেও আজগুবি কারো কথা সে শুনতে পারে ৷ 

আর ডিলিউশন (Delusion) অর্থ ভ্রান্ত-অলীক অবিশ্বাস্য কোনো ঘটনাও সে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারে৷ কোনো যুক্তি দিয়ে সে-বিশ্বাস খন্ডানো যায় না, তার অবস্থান থেকে তাকে টলানো যায় না ৷ চারপাশ বা সমাজের অন্য কেউ তা বিশ্বাস করে না, সামাজিক প্রেক্ষাপট বা ধর্মীয় অনুশাসন দিয়েও তা মাপা যায় না৷ এভাবে আসক্তজন বদলে যায়৷ ব্রেইনের ভেতর থেকেই বদলে যায়৷ তার আবেগ ও মানবিক অনুভূতি যেমন শ্রদ্ধা-মায়া-মমতা-ভালোবাসা, বিশ্বাস-আস্থা সব ছারখার হয়ে যেতে থাকে৷ দিনে দিনে হিংস্র-নিষ্ঠুর-নির্মম-পাষণ্ড হয়ে ওঠে আসক্তজন৷ তাদের মস্তিষ্ক রাসায়নিক বোমায় পরিণত হয়৷ বোমা বিস্ফোরিত হলে যেমন চারপাশ লন্ডভন্ড হয়ে যায়. তেমনিভাবে তাদের হিংস্র আচরণ পুরো পরিবারকে তছনছ করে দেয়; প্রিয়জনের জীবন বিষিয়ে তোলে, নিঃশেষ করে দেয় পরিবার এবং স্বজনদের৷ জীবনের ট্রেক থেকে লক্ষ্যচ্যুত হয়ে যায় আসক্তজান৷

অধ্যাপক ডা. মোহিত কামাল, মনোবিদছবি: Privat

৩. মাদককে 'না' বলতে হবে ৷

‘না' বলার শিক্ষা গ্রহণ করতে হবে ৷

‘না' বলার জন্য আত্মবিশ্বাসী হতে হবে ৷

‘না' বলার শক্তি অর্জন করতে হলে নিজের দক্ষতাকে শাণিত করতে হবে৷

‘না' বলতে হলে অশুভ সঙ্গী ও অশুভ পরিবেশ থেকে দূরে থাকতে হবে৷

ভালো বন্ধু সার্কেল গড়ে তুলতে হবে৷  

নিজের যোগ্যতা অনুযায়ী ভালো ভালো কাজ করতে হবে; নিজের মেধা নিজের উন্নয়নে ব্যয় করতে হবে৷ তাহলে সমাজের উন্নয়ন ঘটবে, দেশের উন্নয়ন ঘটবে৷ 

৪.পারিবারিক ও নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে কাদামাটির বয়স থেকে শিশু লালন-পালনের সময় সন্তানের মনোজগতে এমন বৈশিষ্ট্যের বীজ রোপণ করতে হবে যেন সে বড় হয়ে আত্মবিশ্বাসী-আত্মপ্রত্যয়ী-আত্মমর্যাদাশীল হয়৷ বিষয়টি খেয়াল রাখতে হবে বাবা-মাকে৷

আর এ জীবনচর্চায় প্রধান রসায়ন হচ্ছে শিশুর বয়সের স্তরে নেমে শিশুকে বোঝা ৷ তার ভালো কাজের প্রশংসা করা ৷ তার সঙ্গে সৎ থাকা৷ আনন্দময় পরিবেশে খেলাধুলার নিশ্চয়তার ব্যবস্থা করা৷ তার নিরাপত্তাবোধ সুরক্ষা করা, ভুল কাজে তার উদ্দেশে শ্লেষাত্মক শব্দ ব্যবহার না-করা৷ উপযুক্ত সময়ে তা বুঝিয়ে বলা, সংশোধনের উদ্যোগ নেওয়া৷

ব্যতিক্রম থাকলেও বলা যায় আত্মবিশ্বাসী-আত্মপ্রত্যয়ী-আত্মমর্যাদাশীল সন্তানের পক্ষে মাদক থেকে  দূরে থাকা সহজ হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ