1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক লিন্ডসের জামিনের দাম তিন লাখ ডলার

২৬ সেপ্টেম্বর ২০১০

তিন লক্ষ ডলার জামিন দিয়ে হাজতবাস থেকে ছাড়া পেলেন হলিউডের ‘মিন মাদক গার্ল’ লিন্ডসে লোহান৷ আবার সেই একই সমস্যা৷ সেই অ্যালকোহল আর সেই মাদক৷ লিন্ডসেকে অবশ্যি এখন অ্যালকোহল মাপার গয়না পরে থাকতে হবে৷

হলিউডের ‘মিন মাদক গার্ল’ লিন্ডসে লোহানছবি: AP

প্রথমে জামিন দেয়নি আদালত৷ বলেছিল জেলেই থাকতে হবে লিন্ডসেকে৷ কারণ বারেবার তিনবার৷ তিনবার একই অপরাধে পুলিশের জালে এবং শেষে আদালত হয়ে জেলখানায় কাটিয়ে এসেছেন হলিউডের সবচেয়ে কুখ্যাত স্টার লিন্ডসে লোহান৷ চারদিকে গালি আর ছিছিক্বার৷ ধিক্বার৷ লিন্ডসের ভ্রুক্ষেপ নেই৷ চোদ্দোদিন জেলে থাকার অভিজ্ঞতা হয়েছিল একবার৷ আরেকবার প্রায় ঘন্টা দুয়েক৷ তারমধ্যে গারদের ওপারে মোট ৮৪ মিনিট৷

ছবি: AP

মিনিট থেকে ঘন্টা পার হয়েছিল এবারেও৷ ধরা পড়েছিলেন মারিয়ুআনা সঙ্গে থাকায়৷ গাঁজা থেকে তৈরি এই মাদকটি নিষিদ্ধ লস অ্যাঞ্জেলেসে৷ এর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এবং মাদক রাখার অপরাধে ধরা পড়ার অভিজ্ঞতা থাকায় প্রথমেই জামিনের জন্য আপিল করে দেন লিন্ডসে৷ বিচারক বলেন, মিলবে না৷ তারপর বিচারপতির মন গলে গিয়ে থাকতে পারে৷ অতএব তিন লাখ ডলার বা ১৯০ হাজার পাউন্ডের জামিন নিয়ে তড়িঘড়ি বেরিয়ে গেছেন লিন্ডসে লোহান৷

তবে মদ্যপান তো দূরস্থান, মদ কেনাও বারণ৷ সোইসব সুপারমার্কেটে ঢোকার ওপর নিষেধাজ্ঞা, যারা কিনা অ্যালকোহল জাতীয় কিছু বেচে৷ তাছাড়া পায়ের গোছে এবার আবার গয়নার ব্যবস্থাও করেছে আদালত জামিনের শর্ত হিসেবে৷ গয়না সেই অ্যালকোহল মাপার জন্য৷ রক্তে অ্যালকোহলের মাত্রা বেশি হলেই থানায় আর আদালতে ঘন্টি বাজবে৷ সঙ্গে সঙ্গে জামিন নাকচ৷ লিন্ডসে কারাগারের অন্ধকূপে৷

এই ব্যবস্থা চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত৷ সেদিন আবার আদালতে হাজিরা দিতে হবে গয়নাগাঁটি সহকারে৷ তখন আবার নতুন করে মাদক পরীক্ষা৷ এবং প্রতিটি পরীক্ষায় ফেল মারার মানে হবে একমাস করে জেল৷ লিন্ডসে ইতিমধ্যে এক পরীক্ষায় ফেল মেরে বসে আছেন৷ এরপর আরও ফেল মারলে সব মিলিয়ে সে এক ভয়াবহ কান্ড হবে৷

তো, এই হল অবস্থা৷ লিন্ডসে লোহানের ফাঁড়ার পর ফাঁড়া৷ সে নিজেকে শোধরাতে ব্যর্থ৷ কী হবে বেচারার গতি! কে বলতে পারে? কার কাছে আছে এর উত্তর? খুব সম্ভব লিন্ডসের কাছেও নেই৷ থাকলে বারবার একই কলার খোসায় সে আছাড় খেত কী?

তাই বলতেই হচ্ছে, আহা! বেচারা!

প্রতিবেদনঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনাঃ জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ