1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদুরোকে ‘অপহরণ করতে যুক্তরাষ্ট্রের’ ভাড়াটে গুণ্ডা

৭ মে ২০২০

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে সাবেক মার্কিন সেনা সদস্যরা ভেনিজুয়েলা এসেছিলেন৷ ‍কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয় এবং তারা ধরা পড়ে যান৷

ছবি: picture-alliance/AP Photo

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো এক ভিডিওতে একজন আমেরিকানকে দোষ স্বীকার করে নিতে দেখা গেছে৷ যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বিষয়ে কিছু না জানার দাবি করেছেন৷ তবে রাশিয়া বলছে, ট্রাম্পের বক্তব্যে তাদের আস্থা নেই৷ 

বুধবার ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা দুইজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে৷ যারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ধরা পড়েছেন৷ তাদের বিচারের আওতায় আনা হবে৷ 

এ বিষয়ে মাদুরো বলেন, ‘‘আসামিরা প্রমাণসহ ধরা পড়েছে, নিজেদের দোষ স্বীকার করেছে এবং ভেনিজুয়েলার ফৌজদারি আদালতে তাদের বিচার হবে৷ আইনের আওতায় তাদের বিচার প্রক্রিয়ার নিশ্চয়তা দেয়া হচ্ছে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে৷''

কারাকাস বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে বিচ্ছিন্ন উপকূলীয় শহর চুয়াও এ অভিযান চালিয়ে ওই দুই মার্কিনিকে গ্রেপ্তার করা হয়৷ এ ঘটনায় জড়িত সন্দেহভাজন আরা আটজন অভিযানে নিহত হয়েছেন৷ অভিযান শেষে কর্তৃপক্ষ দলটির ব্যবহার করা নৌকার কয়েকটি ছবি প্রকাশ করে৷ নৌকায় অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগের যন্ত্র পাওয়া যায়৷

আটক দুই মার্কিনি লুকা ডেনম্যান (৩৪) এবং আইরান বেরির (৪১) সঙ্গে ভালো এবং সম্মানজনক আচরণ করা হচ্ছে বলে জানান মাদুরো৷ বলেন, ‘‘তারা দুইজনই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সদস্য৷''

তবে যুক্তরাষ্ট্র সরকার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে৷ ট্রাম্প বলেন, ‘‘ব্যর্থ এ অভিযানের সঙ্গে ‘যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই৷''

ভেনিজুয়েলার অ্যাটর্নি জেনারেল অবশ্য এ পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদো জড়িত বলে অভিযোগ করেছেন৷

বুধবার টেলিভিশনে দেখানো ভিডিওতে ডেনম্যানকে বলতে শোনা যায়, তাকে কারাকাস বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দেওয়া হয়েছিল৷ যাতে মাদুরোকে ধরার পর সেখান থেকে প্লেনে করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া যায়৷

টেলিভিশনে ভিডিও দেখানো শেষ হলে মাদুরো বলেন, ‘‘ডনাল্ড ট্রাম্প এই অভিযানের প্রধান পরিচালক৷'' 

যৌনমিলনে কৃপণ হতে বাধ্য হচ্ছেন তারা

01:27

This browser does not support the video element.

ভিডিওটি অজানা কোনো স্থানে ধারন করা হয়েছে৷ যেখানে ক্যামেরার আড়ালে থাকা একজন ইংরেজিতে ডেনম্যানকে প্রশ্ন করেছেন৷ ডেনম্যান যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্সের সাবেক সদস্য৷ তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জর্ডান গুডরো এ কাজের জন্য তাকে নিয়োগ দিয়েছেন৷''

গুডরো ফ্লোরিডার সিকিউরিটি ফার্ম সিলভারকর্প ইউএসএ-র প্রধান৷ সিলভারকর্প বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোর সঙ্গে মাদুরোকে দেশ থেকে সরিয়ে দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলেও দাবি করেন ডেমম্যান৷ যদিও সিলভারকর্প এ অভিযোগ অস্বীকার করেছে৷

মাদুরোর সমর্থক দেশ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একই দিন এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে এ পরিকল্পনায় ওয়াশিংটন জড়িত না থাকার দাবি বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়েছে৷ বিশ্বজুড়ে করোনা মহামারীর এ সময়ে এ কাণ্ডের তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি৷ এসএনএল/কেএম (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ