1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদুরো'র দিন শেষ হয়ে এসেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলায় মাদুরো সরকারের উপর আরও অবরোধ আরোপের অঙ্গীকার করেছেন৷ ত্রাণ সরবরাহের পথ বন্ধ করায় মাদুরোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশগুলো৷

Venezuela, Caracas - Amtsantritt: Nicolas Maduro
ছবি: picture-alliance/A. Romero

শনিবার ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে সীমান্তে বিদেশি ত্রাণ বহর আটকে দিতে সেনা মোতায়েন করেভেনেজুয়েলা সরকার৷ সীমান্ত বন্ধ করে দেয়ায় সেনা ও ত্রাণকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং তিনশ' জন আহত হন৷

রবিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ এই ঘটনার পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানালেন, ওয়াশিংটন মাদুরোর উপর চাপ অব্যাহত রাখবে, যতদিন না তিনি বুঝতে পারছেন যে তাঁর দিন শেষ হয়ে এসেছে৷ ভেনেজুয়েলাবাসীর কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর অন্যান্য উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি৷

গুয়াইদো: জরুরিভিত্তিতে ত্রাণ প্রয়োজন

এক মাস আগে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীনেতা হুয়ান গুয়াইদো৷ ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে৷ কিন্তু আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকে মার্কিন আগ্রাসনের অংশ, বলে মনে করছেন মাদুরো৷ তাঁর ধারণা, বিদেশি ত্রাণ সংস্থাগুলোর প্রবেশের মাধ্যমে পশ্চিমাদেশগুলো গুয়াইদোকে ক্ষমতায় বসাবে৷

ভয়াবহ পরিস্থিতি

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বাচেলেট জানিয়েছেন, ভেনেজুয়েলার পরিস্থিতি ভয়াবহ৷ এ অবস্থায় সরকারের উচিত সাধারণ বিক্ষোভকারী ও নাগরিকদের উপর কোনো ধরণের বল প্রয়োগ না করা৷ জাতিসংঘ মহাসচিব দু'পক্ষকে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি মাদুরোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ঐ এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের অবিলম্বে পদক্ষেপ নেয়া উচিত৷

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী শনিবারের সহিংসতাকে মাদুরো সরকারের অপরাধমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন৷ কলম্বিয়ার প্রেসিডেন্টও শনিবারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ সোমবার বোগোটায় আয়োজিত আঞ্চলিক এক সম্মেলনে মাদুরোর স্বৈরশাসনকে অচল করার ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি৷

মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গুয়াইদো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সবধরণের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন৷

শনিবার খাবার ও ওষুধভর্তি ত্রাণের ট্রাকগুলো যখন  ভেনেজুয়েলায় প্রবেশের চেষ্টা করছিলো, তখন ভেনেজুয়েলার সেনারা তাদের কলম্বিয়া সীমান্তের দিকে ফিরিয়ে দিতে থাকে৷ এক পর্যায়ে ত্রাণকর্মীরা প্রতিবাদ জানালে সেনাবাহিনী কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে৷ এতে দু'টি ত্রাণবাহী ট্রাকে আগুন ধরে যায়৷

এপিবি/জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ