1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাদ্রাসার ব্যবস্থাপনা প্রাথমিক স্কুলের চেয়ে ভালো’

১৮ নভেম্বর ২০১৫

নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনের মন্তব্য এটি৷ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, কারণ ও তা দমন প্রসঙ্গে ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারের এক পর্যায়ে এই কথা বলেন তিনি৷

Bangladesch Universität Kaomi Madrasa in Dhaka
ছবি: DW/Harun Ur Rashid

[No title]

This browser does not support the audio element.

সাখাওয়াত হোসেন বলেন, মানুষের দেয়া দানের মাধ্যমে মাদ্রাসাগুলো চলে৷ সেখানে শিক্ষার্থীদের পড়াশোনা দেয়ার পাশাপাশি বিনামূল্যে খাবার দেয়া হয়৷ ফলে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষরা তাদের সন্তানদের সেখানে পাঠায়৷

এ ধরনের শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে ফেলা বেশ সহজ বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক৷ আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে যে জঙ্গি কার্যক্রম চলছে সেটা করার সামর্থ্য মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের না থাকলেও তাদেরকে এসব কাজে ব্যবহার করা সহজ বলে মনে করেন তিনি৷

তাই জঙ্গিবাদ দূর করতে চাইলে সরকারকে মাদ্রাসা শিক্ষার একটি বিকল্প খুঁজে বের করতে হবে, বলে জানান সাখাওয়াত হোসেন৷ ‘‘যে কারণে গ্রামের বাবা-মায়েরা তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠান, সেটা যদি প্রাথমিক স্কুলগুলোতে করা যায় তাহলে সেটা ফলপ্রসু হবে'', বলেন তিনি৷ বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে প্রাথমিক স্কুলগুলোতে টিফিন দেয়ার মতো কর্মসূচি চালু করলেও দুর্নীতির কারণে ঐ কর্মসূচির অর্থ অন্য খাতে ব্যয় হয়ে গেছে, বলেন সাখাওয়াত হোসেন৷

তাহলে কি মাদ্রাসার ব্যবস্থাপনা ভালো? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘হ্যাঁ, ডেফিনেটলি৷ এদের নেটওয়ার্কটা ভালো বলে আমি মনে করি৷''

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের পেছনে পাঁচটি কারণের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, স্কুল পর্যায়ে ধর্ম, ‘সেক্যুলারিজম' ইত্যাদি বিষয় নিয়ে খোলামেলা আলোচনা না হওয়ায় তরুণরা বিষয়গুলো ঠিক বুঝে উঠতে পারছে না৷ এছাড়া বিভিন্ন কারণে তরুণরা সমাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না৷ তাই তারা জঙ্গিবাদের মতো ‘অ্যাডভেঞ্চার'-এ জড়িয়ে পড়ছে বলে মনে করেন তিনি৷

বাংলাদেশে চলমান সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বও জঙ্গিবাদের উত্থানের পেছনে একটি কারণ বলে উল্লেখ করেন সাখাওয়াত হোসেন৷ তিনি বলেন, ‘‘আমাদের এখানে আমরা দুই ক্ষেত্রেই ‘এক্সট্রিম' কথাবার্তা বলি৷ এত ‘এক্সট্রিম সেকুলারিজম'-এর কথাবার্তা আমরা বলি যেটা অনেক শিক্ষার্থীকে এক ধরনের ‘এলিয়েনেট' করে৷ আবার ধর্ম নিয়েও অনেক এক্সট্রিম কথা বলা হয়৷ এরকম ‘সোশ্যাল কনট্রাস্ট'-এর কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে যায়৷''

আপনার কী কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ