1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদ্রাসায় বাদ্যযন্ত্র নিয়ে দ্বন্দ্বে সরকার ও হেফাজত

২৫ জুলাই ২০১৯

মূলধারার পাশাপাশি দেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কাজে যুক্ত করতে চায় সরকার৷ এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে মাদ্রাসাগুলোতে দেয়া হবে বাদ্যযন্ত্রসহ নানা সাংস্কৃতিক উপকরণ৷

Indien - Kinder - Lesen
ছবি: picture alliance/NurPhoto/Creative Touch Imaging Ltd

 কিন্তু সরকারের এই উদ্যোগকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলছে হেফাজত ইসলাম৷ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন আর জঙ্গিবাদকে সমূলে দূর করার লক্ষ্য নিয়েই এমন উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়৷

এ প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, মাদ্রাসা পড়ুয়া লাখো শিক্ষার্থী দেশের সংস্কৃতির বাইরে চলে যাচ্ছে৷ মঙ্গলবার পাঁচটি মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে একটি সাংস্কৃতিক আয়োজন করা হয়৷ ওই অনুষ্ঠানেই তাঁদের কিছু সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী৷

মাদ্রাসা পড়ুয়া লাখো শিক্ষার্থী দেশের সংস্কৃতির বাইরে চলে যাচ্ছে:প্রতিমন্ত্রী কে এম খালিদ

This browser does not support the audio element.

মাদ্রাসা বিপুল সংখ্যক শিক্ষার্থী সম্পর্কে কে এম খালিদ বলেন,  ‘‘ইসলামিক কালচার নিয়েও তাঁরা চিন্তা ভাবনা করে না, দেশের কালচারও নিয়েও  ভাবে না৷ রাষ্ট্রীয় ইতিহাস তাঁরা সঠিকভাবে জানতে পারে না৷ এই উদ্যোগের মধ্য দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচার, রাষ্ট্রীয় সংস্কৃতি, স্বাধীনতার সঠিক ইতিহাস, মুসলিম কালচার—সবই তাঁদের কাছে পৌঁছে দিতে চাই৷''

তিনি বলেন, ‘‘শুরু করেছি৷ দেখি, কতদূর যেতে পারি?'' প্রতিমন্ত্রী আরো বলেন, ‘‘এই মূহূর্তে সরঞ্জাম বলতে, আর্থিক অনুদানের কথা ঘোষণা দিয়েছি৷ তাঁরা তাঁদের প্রয়োজন মতো সেটি কিনে নেবে৷ যেটি ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক না হয়৷''

তবে সংস্কৃতি প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত আছে হেফাজত ইসলামের৷ সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ফখরুল জানান, ‘‘এটা কোনোক্রমে মেনে নেয়া যায় না, বাদ্যযন্ত্র ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক৷'' 

বাদ্যযন্ত্র শরীয়তে ইসলামে সম্পূর্ণ হারাম: ফখরুল

This browser does not support the audio element.

ফখরুল জানান, ‘‘বাদ্যযন্ত্র শরীয়তে ইসলামে সম্পূর্ণ হারাম৷ হারাম কার্যক্রম কোনো মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত করবে এটা কোনোক্রমে মেনে নেয়া যায় না৷'' তিনি বলেন, বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন৷ বৈঠকের পর তাঁরা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন৷

সরকারের এই উদ্যোগ প্রত্যাহারে জোর দাবি ও প্রতিবাদ জানানো হবে বলেও জানান হেফাজতে ইসলামের মিডিয়া সমন্বয়ক৷

বিষয়টি প্রতিমন্ত্রী কে এম খালিদের নজরে আনা হলে তিনি জানান, ‘‘আমরা তো কেবল শুরু করলাম৷ এ ধরনের কিছু আসেনি আমার কাছে৷''

এই উদ্যোগ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘তাঁরাই সিদ্ধান্ত নেবেন, তাঁরা কিভাবে করবেন৷ এ দেশের ইতিহাসকে ধরে রাখা, মুসলিম ঐতিহ্যকে ধরে রাখার জন্য যদি কোনো কালচারাল অনুষ্ঠান করে, সেখানে তো সাংঘর্ষিক কিছু নাই৷''

এটা সমন্বয় করেই করতে হবে, মাদ্রাসা বিভিন্ন প্রকারের আছে: শেখ মো. আব্দুল্লাহ

This browser does not support the audio element.

‘‘জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো অনুষ্ঠান বা দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যদি তাঁরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে—সেটা সাংঘর্ষিক হবে কেন?''—জানান প্রতিমন্ত্রী৷

 

তিনি আরো বলেন, ‘‘সুফি মাদ্রাসাতে যাঁরা আছেন, কওমি মাদ্রাসাতে যাঁরা আছেন, তাঁরাই সিদ্ধান্ত নেবেন কিভাবে করবেন৷ তাঁদের ওপর ছেড়ে দিয়েছি, ছেড়ে দিতে চাইছি৷ চিন্তা-ভাবনা শুরু করেছি, দেখা যাক কি হয়৷ যেখানে বাধা আসবে সেখানে নিশ্চয় আমরা ক্লিয়ার করবো, এভাবে করা উচিত৷ তাঁরাও পরামর্শ দেবেন, কিভাবে করা উচিত৷'' 

এটি ফতোয়ার বিষয়: ইসলামিক ফাউন্ডেশনের একান্ত সচিব

This browser does not support the audio element.

এদিকে, সংস্কৃতির এই উদ্যোগ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ৷ ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, ‘‘আলোচনা করে দেখি৷ এটা সমন্বয় করেই করতে হবে৷ মাদ্রাসাও তো বিভিন্ন প্রকারের আছে৷ মাদ্রাসা বলতে আজকাল একরকম বুঝায় না, অনেক রকম আছে৷'' 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তাঁকে পাওয়া যায়নি৷ তবে তাঁর একান্ত সচিব বলেছেন, এটি ফতোয়ার বিষয়৷ তাই বিষয়টি ফাউন্ডেশনটির ফতোয়া বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে৷ এ বিষয়ে মতামত জানতে লিখিত আবেদনের পরামর্শ দেন তিনি৷ বলেন, ‘‘হাদিস কোরানের উদ্ধৃতি দিয়ে কোথায় জায়েজ আছে, কোথায় জায়েজ নাই—এ বিষয়ে আপনাকে জানিয়ে দেবে৷'' 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ