1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবতাবিরোধী অপরাধে তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১১ ফেব্রুয়ারি ২০২১

স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী নানা অপরাধে জড়িত থাকায় গফরগাঁও ও ভালুকার তিন আসামিকে আমৃত্যু এবং পাঁচ আসামিকে ২০ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করে যুদ্ধাপরাধ আদালত৷

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ছবি: bdnews24.com

নয় আসামির মধ্যে এই মামলায় একজনকে খালাস দেওয়া হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৪২টি মামলার ১১৪ জন আসামির মধ্যে এই প্রথম কেউ বেকসুর খালাস পেলেন৷

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়৷ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার৷

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আসামিরা রাজাকার বাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মিলে ময়মনসিংহের বিভিন্ন গ্রামে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মত অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে এ মামলা করা হয়৷

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, জাহিদ ইমাম, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন৷ আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৪২টি মামলার ১১১৪ জন আসামির মধ্যে আটজন বিচারাধীন অবস্থায় মারা গেছেন৷ মোট ১০৩ জনের সাজা হয়েছে, যাদের মধ্যে ৬৮ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় এসেছে৷

আসামিদের কার কী রায়

কারাগারে থাকা আসামিদের মধ্যে মো. শামসুজ্জামান ওরফে আবুল কালামকে ১ ও ৪ নম্বর অভিযোগে এবং পলাতক এ এফ এম ফয়জুল্লাহ ও আব্দুর রাজ্জাক মণ্ডলকে চারটি অভিযোগের সবগুলোতেই আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে৷

আর কারাগারে থাকা মো. খলিলুর রহমান মীরকে ১ ও ৪ নম্বর অভিযোগে; মো. আব্দুল্লাহকে ১ নম্বর অভিযোগে, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলীকে ১, ২ ও ৪ নম্বর অভিযোগে এবং পলাতক সিরাজুল ইসলাম তোতাকে ৩ ও ৪ নম্বর অভিযোগে; আলিম উদ্দিন খানকে ১, ২ ও ৩ নম্বরে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল৷

এ মামলায় অভিযুক্ত আসামি আব্দুল লতিফের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ