একদিকে মিউনিখের অলিম্পিয়া শপিং মলে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় যখন আতঙ্কে পুরো নগরবাসী, তখন তারাই শহরে আটকে পড়া মানুষদের আমন্ত্রণ জানাচ্ছেন নিজের বাড়িতে থাকার৷ এ যেন মানবতার অনন্য এক দৃষ্টান্ত৷
বিজ্ঞাপন
হামলার ঘটনার পর মিউনিখে ট্রেন, বাস সার্ভিস বন্ধ করে দেয়ার পর শহরে আটকে পড়েছেন অনেকে৷ আর তাদের জন্য টুইটারে ‘#offenetuer #opendoor' হ্যাশট্যাগ চালু করেছেন মিউনিখবাসী৷ নির্দ্বিধায় নিজেদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা৷
বিভিন্ন গণমাধ্যমও এই নিয়ে প্রতিবেদন করেছেন, যাতে যারা রাস্তায় অবস্থান করছেন তারা রাতটা কাটানোর ঠাঁই পান৷
অ্যানজি ডিয়াল টুইটারে লিখেছেন মিউনিখে প্রার্থনা আর শুভ উদ্যোগ চলছে৷
নিকোলাসের মত অনেকেই টুইটারে লিখেছেন সরাসরি যোগাযোগ করতে৷
অন্য একজন লিখেছেন, এমন অন্ধকার এক পরিস্থিতিতে মানবতার এক আলো৷ যারা নিজেদের বাড়ির দুয়ার খুলে দিচ্ছেন তাদের জন্য অনেক শ্রদ্ধা৷
মেহমেত নামে এক ব্যক্তি এই হ্যাশট্যাগ ব্যবহার করে আশ্রয়ের আবেদন জানিয়েছেন৷
এপিবি/এসবি
মিউনিখ হামলার কিছু ছবি
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় সন্দেহভাজন সন্ত্রাসীরা৷ শুরু করে গুলিবর্ষণ৷ ছবিঘরে থাকছে হামলার বিশেষ কিছু ছবি৷
ছবি: Reuters/dedinac/M. Müller
ঘটনার শুরু
বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Widmann
হেলিকপ্টার টহল
অলিম্পিয়া শপিং সেন্টারে সম্ভবত এখনো অনেক কর্মী আটকা পড়ে আছে৷ তবে পুলিশ জানিয়েছে, যে মিউনিখের আকাশে একটি মহড়ার আওতায় অনেক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
ছবি: picture-alliance/dpa/M. Balk
সবাইকে ঘরে থাকার ডাক
ঘটনার পরপরই মিউনিখ কর্তৃপক্ষ শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার ডাক দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo
আহত ও নিহত
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানির অনেক গণমাধ্যম জানিয়েছে, অনেকে নিহত ও আহত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ
অলিম্পিয়া শপিং সেন্টারের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ৷ আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ এই এলাকায় যাতে জনসাধারণ না আসে সেজন্য বার বার অনুরোধ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
বন্ধ রেল ও বাস সার্ভিস
ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷ এতে ট্রেন স্টেশনে আটকা পড়েছে অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
লাইভ ফুটেজ না দেখানোর অনুরোধ
পুলিশের অভিযানের কোন লাইভ ভিডিও ফুটেজ না দেখাতে গণমাধ্যমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
আততায়ী তিন জন
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী তিনজনকে গুলি চালাতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
নিখোঁজদের জন্য বিশেষ ব্যবস্থা
মিউনিখ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নোটিস জারি করা হয়েছে৷ কারো স্বজনের খোঁজ পাওয়া না গেলে +৪৯৮০০৭৭৬৬৩৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
ব্রিটেনের সতর্কতা
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷