1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মানবপাচারকারী’ হাজী কামাল কারাগারে

৩ জুন ২০২০

জামিন আবেদন নাকচ হয়ে যাওয়ায় লিবিয়ায় খুন হওয়া বাংলাদেশিদের পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কামাল হোসেন ওরফে হাজী কামাল এখন কারাগারে৷

ছবি: bdnews24.com

ঢাকার একটি আদালত মঙ্গলবার হাজী কামালের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

লিবিয়ায় খুন হওয়া ২৬ বাংলাদেশির মধ্যে অন্তত দুই জনকে পাচার করার অভিযোগে সোমবার ভোরে ব়্যাব-৩ এর একটি দল গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারের সময় কামালের কাছে অবৈধ ৩১টি পাসপোর্ট পাওয়া গেছে৷তিনি কুষ্টিয়া জেলা সদরের জামাত আলী মণ্ডলের ছেলে৷

ওই দিন রাতেই ব়্যাব বাদী হয়ে ভাটারা থানায় হাজী কামালের বিরুদ্ধে পাসপোর্ট আইনের ১১ (৩) ধারায় একটি মামলা করে৷

আদালতের কাছে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কামালকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম৷ কামালের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন৷

গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা৷ ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন৷

এরপর নিহতদের আত্মীয়স্বজন মাদারীপুর সদর ও রাজৈর থানায় তিনটি এবং কিশোরগঞ্জের ভৈরব থানায় একটি মামলা করেন স্থানীয় ‘দালালদের’ বিরুদ্ধে৷

ওই হত্যাকাণ্ড নিয়ে ছায়া তদন্ত করতে গিয়ে ব়্যাব কর্মকর্তারা লিবিয়ার একটি ‘সূত্র’ থেকে হাজী কামাল সম্পর্কে জানতে পারে৷ কামাল শুধু লিবিয়া নয় বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোতও অবৈধভাবে লোক পাঠায়৷ প্রায় ১০ বছর ধরে তিনি মানবপাচারের সঙ্গে জড়িত৷

এ ঘটনায় কামাল ছাড়াও মাদারীপুরের তিন পরিবারের করা মামলায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার হয়েছেন৷ তারা হলেন, রাজৈর উপজেলার জুলহাস সরদার এবং মাদারীপুর সদর উপজেলার দিনা বেগম৷ তাদের মধ্যে জুলহাসের করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাকে পুলিশি হেফাজতে মাদারীপুর সদর হাসাপাতালে আইসোলেশনে রাখা হয়েছে৷

এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৬ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ