1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৫ মার্চ ২০২২

বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র ১০০ জনকে পাচার করে আট কোটি টাকা হাতিয়ে নিয়েছে৷ সেই মানবপাচার চক্রের  দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Marvin Recinos/AFP/Getty Images

সোমবার রাতে ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বছর বয়সি ইফতাফ শাহীন ও ৩২ বছর বয়সি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর কর্মকর্তা এএসপি মো. খায়রুল কবীর জানান৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এই চক্রের ‘হোতা’ মো. সজিবুল ইসলাম (৩৫) বর্তমানে তুরস্কে রয়েছেন৷

র‌্যাবের কাছে অভিযোগ আসে, এই চক্র ৬ লাখ টাকার বিনিময়ে নানা প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে সার্বিয়াতে পাঠায় গত বছরের ১৭ নভেম্বর৷ ওই ব্যক্তিকে বলা হয়, ওই দেশে তিনি বছরে দুটি বোনাসসহ ৬০ হাজার টাকা বেতনের চাকরি পাবেন এবং সেখানে তার থাকা-খাওয়ার জন্য নিজের অর্থ খরচ করতে হবে না৷ সার্বিয়ায় কোনো সমস্যা হলে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তাকে আশ্বাস দেওয়া হয়৷ 

ওই ব্যক্তি গত বছর ১৭ নভেম্বর সার্বিয়া যেতে দেশ ছাড়েন এবং সেখানে পৌঁছনোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করতে থাকেন৷এক পর্যায়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷

র‌্যাব জানায়, ওই অবস্থায় মানবপাচার চক্র তাকে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রস্তাব দেয়; এবং মার্চের ৭ তারিখে ভুক্তভোগীর স্ত্রী জানতে পারেন যে, তার স্বামী সার্বিয়াতে মারা গেছেন৷
খায়রুল কবীর বলেন,  ‘‘এ চক্র দীর্ঘদিন যাবত সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষকে থাকা-খাওয়াসহ উচ্চ বেতনে উন্নত জীবন-যাপনের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দেশি-বিদেশি পাচারকারীদের সহায়তায় মানবপাচার অপরাধ করে আসছে৷’’

র্যাব কর্মকর্তা জানান,  মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার শাহীন ও মিজানুরের বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়েছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ