1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মানবাধিকারের ব্যাপারে সরকার উদাসীন’

সমীর কুমার দে, ঢাকা১৭ এপ্রিল ২০১৩

দেশে মানবাধিকার পরিস্থিতির উত্তরণে সরকারের কোন ভ্রূক্ষেপ নেই৷ রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নে সরকার অনেক বেশি ব্যস্ত৷ কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় যাবে, তা নিয়ে রাজনীতিবিদরা সময় পার করছেন৷

ছবি: Reuters

মানবাধিকারের দিকে কারো কোনো নজর নেই৷ একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে, গুম হচ্ছে – তাদের উদ্ধারে কোন চেষ্টাই করছে না আইন শৃঙ্খলা বাহিনী৷ একটা সভ্য রাষ্ট্রে এভাবে চলতে পারে না৷ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের-রাষ্ট্রের৷ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মানবাধিকারের ব্যাপারে সরকার চরম উদাসীন৷ ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান৷

এলিনা খান বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন এক বছর৷ বুধবার তার নিখোঁজ হওয়ার এক বছর পূর্ণ হল৷ কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের ব্যাপারে আন্তরিক কোন পদক্ষেপ এখনও চোখে পড়েনি৷ আইন শৃঙ্খলা বাহিনী দায়সারা ভাবে কিছু লোক দেখানো অভিযান চালিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে৷ এর আগেও রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও নিখোঁজ হয়েছেন৷ কিন্তু একজনকেও সরকার খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দিতে পারেনি৷ এমনকি নিখোঁজ কোন ব্যক্তির লাশও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী৷ নদী-খাল-বিলে যে দু'একটি মানুষের কঙ্কাল মিলেছে, তাও সনাক্ত হয়নি৷ আসলে সভ্য সমাজে খালবিলে মানুষের কঙ্কাল মিলবে – তা মেনে নেয়া যায় না৷

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হন ২০১২ সালের ১৭ এপ্রিল৷ তাঁর ড্রাইভার আনসার আলীও সেই থেকে নিখোঁজ৷ বুধবার তাদের নিখোঁজ হওয়ার এক বছর পূর্ণ হল৷ ইলিয়াস আলীর স্ত্রী ও অবুঝ সন্তানদের অবিশ্রান্ত খোঁজাখুঁজির পরও মেলেনি তার সন্ধান৷ স্বজনদের ধারণা – এখনও ইলিয়াস আলী জীবিত আছেন? সরকারের কোনো সংস্থা তাকে লুকিয়ে রেখেছে? যে কোন মূল্যে সরকারের কাছে স্বামীকে ফেরত চান তাহমিনা রুশদীর লুনা৷ জীবিত না হলেও অন্তত স্বামীর লাশটি চান তিনি৷

নিখোঁজ হওয়ার এক বছর পরও ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারেনি পুলিশছবি: Reuters

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম বলেন, পুলিশ ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য সব রকম প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে৷ তবে এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি৷ তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে নেয়নি৷ বরং রাজনৈতিক ও পারিবারিক কোন কারণে প্রতিপক্ষের লোকজন তাকে গুম করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ ইলিয়াস আলীকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার কোনো অভাব নেই বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা৷ মানবাধিকার পরিস্থিতির দিকে আইন শৃঙ্খলা বাহিনীর নজর নেই – এমন কথাও মানতে রাজি নন গোয়েন্দা পুলিশের এই কর্তা৷

সর্বশেষ রাজধানীর মাজার রোড থেকে গত ৪ এপ্রিল ডিবি পুলিশ পরিচয়ে মফিজুল ইসলাম রাশেদ নামে একজন ছাত্রদল নেতাকে অপহরণ করা হয়েছে৷ তিনি দারুস সালাম থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি৷ গত ১৩ দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না৷ এ ঘটনায় নিখোঁজ রাশেদের স্বজনরা দারুস সালাম থানায় জিডি করেছেন৷ স্বজনরা জানান, থানা ও ডিবি পুলিশের কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করলেও গ্রেফতারের কথা স্বীকার করেনি তারা৷ রাশেদ মিরপুর মাজার রোডে দ্বিতীয় কলোনির ৬৩ বি/এ নম্বর বাসার মরহুম শহিদুল ইসলামের ছেলে৷

রাশেদের স্ত্রী রুমা বেগম ডয়চে ভেলেকে বলেন, গত ৪ এপ্রিল রাত ৯টার দিকে মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনির ডায়মন্ড গার্মেন্টের সামনের রাস্তা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৫/৬ জন রাশেদকে একটি কালো রঙের নোয়া গাড়িতে তুলে নিয়ে যায়৷ ওই ব্যক্তিদের পরনে ডিবি পুলিশ লেখা জ্যাকেট ছিল৷ রাশেদের বড় ভাই জাফর আহমেদ বলেন, গত ১৩ দিন ধরে দারুস সালাম থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন খবর মেলেনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ