1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকার এবং ফতোয়া

৭ জুলাই ২০১১

বাংলাদেশে মহিলাদের সাহায্য করতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না৷ এখনো তারা বিভিন্ন ধরণের ফতোয়াবাজির শিকার – জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন৷

নারীদের ওপর নির্যাতন বন্ধ হবে কি?ছবি: picture-alliance/Photoshot

বিভিন্ন ধরণের ফতোয়াকে অবৈধ ঘোষণা করে গত বছর আইন জারি করা হলেও বাস্তবে তার কোন প্রতিফলন নেই৷ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বাংলাদেশে মহিলাদের বিভিন্ন অধিকার আদায় করতে সরকারের আরো যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত৷ গত বছরের জুলাই মাসে ঢাকায় হাই কোর্ট বিভিন্ন ধরণের ফতোয়াকে অবৈধ ঘোষণা করলেও বাস্তবে এর কোন প্রতিফলন নেই৷

সবসময় মেয়েদেরই দোষী সাব্যস্ত করা হয়ছবি: fotolia

এর প্রমাণ মেলে এ বছরের শুরুতে শরিয়তপুরে হেনা আক্তারের ঘটনায়৷ তাকে অবৈধ প্রেমের অভিযোগে স্থানীয় ফতোয়াবাজরা দোররা মারার সিদ্ধান্ত নেয়৷ যদিও হেনা আক্তার সবসময়ই বলে আসছিল তাকে দিয়ে জোর করে সব করানো হয়েছে, সে নির্দোষ – কিন্তু কেউই তার কথা শোনেনি৷ ফলে জীবন দিতে হয়েছে হেনা আক্তারকে৷ হেনা আক্তারের মৃত্যুর পরপরই শরিয়তপুরে আরো তিনজন মেয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সাংবাদিকরা জানায়৷

আইন ও শালিশ কেন্দ্র, ব্লাস্ট, ব্র্যাক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ এবং নিজেরা করি – সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে৷ তারা সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করেছে৷ যেসব আইন বহির্ভূত বিচার কার্য বিভিন্ন গ্রামে চলছে তার যথার্থ জবাব দাবি করে সংস্থাগুলো৷ বলা প্রয়োজন বিভিন্ন গ্রামে স্থানীয় মোড়ল এবং মোল্লারা মিলে এসব সিদ্ধান্ত নেয়৷ এবং বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েদের দোষী সাব্যস্ত করা হয়েছে৷ ফলে বিভিন্ন ধরণের দোররা মারা সিদ্ধান্ত নেয় তারা৷ দোররা মারার মধ্যে বেত্রাঘাত, চাবুক, পাথর ছোঁড়া উল্লেখযোগ্য৷ কখনো চুল কেটে দেয়া হয় আবার কখনো মুখে কালি মেখে মেয়েটিকে সারা গ্রাম ঘোরানো হয়৷

বিশ্বের প্রতিটি প্রান্তরে চলছে অত্যাচারছবি: picture-alliance/dpa

গত বছর হাই কোর্ট সরকারের সমালোচনা করে এই বলে যে সরকার তার জনগণকে রক্ষা করছে না৷ বিশেষ করে অমানবিকভাবে অন্যায় এবং অত্যাচারের হাত থেকে গ্রামের অসহায় মেয়েদের রক্ষা করার ক্ষেত্রে সরকার সবসময়ই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ