আলীমের রায়ের প্রতিক্রিয়া
৯ অক্টোবর ২০১৩একাত্তরে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর অভিযোগে বিএনপি নেতা আবদুল আলীমকে মৃত্যুবরণ না করা পর্যন্ত কারাজীবন যাপনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২৷ হত্যা, গণহত্যা ও লুটতরাজের মতো অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডই দেয়া হতো, কিন্তু স্বাধীনতাবিরোধী দল মুসলিম লীগের এই সাবেক নেতার বেশি বয়স এবং পঙ্গু বলে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়৷ ৮৩ বছর বয়সি এই যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়ায় ব্লগার আরিফ জেবতিক ফেসবুক অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করেছেন এভাবে, ‘‘আলীমের আজীবন কারাবাসের রায়ে হতাশ হলাম৷ শহীদদের আত্মার প্রতি ন্যায়বিচারের স্বার্থে অবিলম্বে এই খুনি হায়েনার ফাঁসির যৌক্তিকতা প্রমাণ করে আপিল করা হোক৷''
ব্লগার অমি রহমান পিয়ালও নীরব থাকেননি৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘রাজাকার নেতা আলীমের আমৃত্যু কারাদণ্ড...আমি ক্ষুব্ধ, অপরাধীদের বয়স বিবেচনায় আনেন, অপরাধের গুরুত্ব না?'' গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও এ রায় শুনে হতাশ৷ ফেসবুক অ্যাকাউন্টে আগের দিন শুধু রায় ঘোষণার পরের কর্মসূচি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখলেও বুধবার তাঁর লেখায় আইনের যথার্থতা নিয়েও প্রশ্ন উঠে এসেছে৷ আব্দুল আলীমকে মানবিক কারণে মৃত্যুদণ্ড না দেয়ায় ক্ষুব্ধ, হতাশ ইমরান এইচ সরকারের প্রশ্ন, ‘‘মানবাধিকার তুমি কার? গণহত্যার মাস্টারমাইন্ডের, না দেশপ্রেমিকের?'' শেষ বাক্যে একটি মন্তব্য, ‘‘কী বিচিত্র মানুষের আইন!''
সংকলন : আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা : জাহিদুল হক