1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকার যেন লঙ্ঘন না হয়: হাসিনা

৩ জানুয়ারি ২০১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে পুলিশকে যত্নবান হতে হবে৷ নারী ও শিশুদের প্রতি করতে হবে সদাচরণ৷ মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি৷

Police Bangladesh 2.jpg Uebertragung der Rechte dieses Bildes an DW-Online I, Abul Kalam Azad, took this pictures and am expressly allowing DW-online to use.
ফাইল ছবিছবি: DW

রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ, মহিলা পুলিশ আর ব়্যাবের কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা, রেশন বাড়িয়ে দেয়া হবে৷ ব্যবস্থা করা হবে আবাসনের৷ তিনি পুলিশের ইন্সেপক্টর পদকে প্রথম শ্রেণি এবং সাব ইন্সপেক্টর পদ কে ২য় শ্রেণির কর্মকর্তায় উন্নীত করার ঘোষণা দেন৷তিনি জানান, পুলিশের সচিব পদমর্যাদার কর্মকর্তা ২ জন থেকে ৫ জন করা হবে৷

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে সন্ত্রাস ও অপরাধ দমনে আরো দক্ষতার পরিচয় দিতে হবে৷ এজন্য তাদের ব্যবহার করতে হবে আধুনিক তথ্য প্রযুক্তি৷ প্রচলিত সোর্সের ওপর নির্ভরতা কমাতে হবে৷তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা যাতে মানবাধিকার লঙ্ঘন না করেন সেদিকে খেয়াল রাখতে হবে৷

শেখ হাসিনা বলেন, একটি মহল যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে সক্রিয় রয়েছে৷ সারা দেশের পুলিশকে এব্যাপারে সজাগ থাকতে হবে৷ এধরণের তৎপরতা জানার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷

সেবা ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী ব়্যাব-পুলিশের ৫৫ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পরিয়ে দেন৷ পদক প্রাপ্তদের মধ্যে পুলিশের কনষ্টেবল থেকে অতিরিক্ত আইজি রয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ