1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবিক পরিস্থিতি

৭ মার্চ ২০১২

সিরিয়ায় বিরোধীদের ঘাঁটি হোমস শহরের উপর সারা রাত ধরে হামলা চালিয়েছে সেনাবাহিনী৷ দামেস্কে জাতিসংঘের মানবিক সাহায্যের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজ সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়েছেন৷

In this Tuesday, Feb. 21, 2012 citizen journalism image provided by the Local Coordination Committees in Syria and accessed on Wednesday, Feb. 22, 2012, black smoke rises into the air from Syrian government shelling, at Baba Amr neighborhood in Homs province, Syria. An opposition group says several people have been killed in heavy shelling of a district in central Syria a day after the army sent reinforcements ahead of a possible ground assault. (Foto:Local Coordination Committees in Syria/AP/dapd) THE ASSOCIATED PRESS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS HANDOUT PHOTO
Kämpfe in Homs Syrienছবি: AP

জাতিসংঘের ত্রাণতৎপরতা

এই নিয়ে ছয় দিন ধরে শহরের বাবা আমর এলাকায় প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে রেড ক্রস৷ জাতিসংঘের মানবিক সাহায্যের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভ্যালেরি অ্যামোস আজ দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে আলোচনা করেছেন৷ উল্লেখ্য, গত সপ্তাহে তিনি সিরিয়া সফরের চেষ্টা করেও ব্যর্থ হন৷ মুয়াল্লেম বলেন, তাঁর সরকার ত্রাণ তৎপরতার ক্ষেত্রে সব রকম সহযোগিতার জন্য প্রস্তুত৷ তবে তা হতে হবে সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের কাঠামোর মধ্যে৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া হবে৷ অ্যামোস জানান, তিনি মানবিক পরিস্থিতি খতিয়ে দেখতে সিরিয়ায় এসেছেন৷ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে কীভাবে আরও সাহায্য পৌঁছানো যায়, সেবিষয়ে তিনি প্রত্যক্ষ ধারণা পেতে চান৷

হোমস শহরের পরিস্থিতি

হোমস শহরের বাবা আমর এলাকা আসাদ-বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে৷ দীর্ঘ প্রায় চার সপ্তাহ ধরে অবরোধের পর সেনাবাহিনী গত শুক্রবার শহরটি দখল করে৷ বাবা আমর এলাকায় আটকে পড়া আনুমানিক প্রায় ৪,০০০ নিরীহ মানুষের অবস্থা সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না৷ কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক সেখানে প্রবেশের সুযোগ পাচ্ছে না৷ সংবাদ মাধ্যমের উপর কড়া নিষেধাজ্ঞার ফলেও প্রকৃত চিত্র স্পষ্ট হচ্ছে না৷ তবে স্থানীয় বিরোধী নেতাদের দাবি, আসাদপন্থী মিলিশিয়া সেখানে তাণ্ডব চালিয়ে যাচ্ছে৷ মঙ্গলবারই তারা এক দশ বছরের শিশু সহ মোট সাত জন পুরুষকে হত্যা করেছে বলে তাদের অভিযোগ৷ গত শুক্রবার থেকে ত্রাণ বোঝাই ট্রাক নিয়ে বাবা আমর’এ প্রবেশ করার জন্য অপেক্ষা করছে রেড ক্রস'এর গাড়ি বহর৷ কিন্তু কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যাচ্ছে না৷

ছবি: picture-alliance/dpa

আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া

শনিবার জাতিসংঘের বিশেষ দূত হিসেবে সিরিয়া যাচ্ছেন প্রাক্তন মহাসচিব কোফি আন্নান৷ এই প্রসঙ্গে প্রেসিডেন্ট আসাদের সম্মানজনক প্রস্থানের একটা ফর্মুলার কথা শোনা যাচ্ছে৷ তবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পর রাশিয়ার নেতা ভ্লাদিমির পুটিন বলেছেন, আসাদকে রাশিয়ায় আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার আবার নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে৷ পাঁচ স্থায়ী সদস্য ও মরক্কো নতুন একটি প্রস্তাবের খসড়া নিয়ে আলোচনা করেছে, যাতে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন নীতি বন্ধ করার আর্জি জানানো হয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রেসিডেন্ট আসাদের প্রস্থান এখন শুধু সময়ের প্রশ্ন৷ তবে মার্কিন সেনেটর জন ম্যাককেইন যেভাবে সামরিক শক্তি প্রয়োগ করে আসাদের অপসারণের প্রস্তাব দিয়েছেন, ওবামা তাকে গুরুত্ব দেন নি৷ মূলত রাশিয়া ও চীনের আপত্তির কারণে সিরিয়ার বিরুদ্ধে কোনো জোরালো প্রস্তাব অনুমোদন করা যাচ্ছে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ