1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানব উন্নয়নে এগোচ্ছে বাংলাদেশ: মোরশেদ

৪ নভেম্বর ২০১১

জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করল ইউএনডিপি৷ সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বাংলাদেশের৷ ইউএনডিপি-র বাংলাদেশ দপ্তরের সহকারী প্রধান কে এ এম মোরশেদ এ বিষয়ে বিশদ জানিয়েছেন তথ্য উপাত্ত সহ৷

UNDP is the UN's global development network, advocating for change and connecting countries to knowledge, experience and resources to help people build a better life.
জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করল ইউএনডিপি

মানব উন্নয়ন প্রতিবেদন বা ইউএনডিপি-র বার্ষিক রিপোর্টে সচরাচর গোটা বিশ্বের বিভিন্ন দেশের মানব উন্নয়ন পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়ে থাকে৷ এবারের রিপোর্টে বাংলাদেশের মানব উন্নয়নের সূচকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রতিবেদনটি দু'টো তিনটে দিক একসঙ্গে দেখাচ্ছে৷ দেখা যাচ্ছে মানব উন্নয়নের সূচকে বাংলাদেশ গত এক বছরে এক শতাংশ এগিয়েছে৷ গত বছরে যেটা ছিল, দশমিক চার নয় ছয় বা ০.৪৯৬, এবার সেই সূচক বেড়ে হয়েছে ০.০৫৷

রিপোর্টে আরও বলা হয়েছে, ১৯৮০ সাল থেকে পরিসংখ্যান নিয়ে দেখা যাচ্ছে, গত ত্রিশ বছরে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক বেড়েছে ৬৫ ভাগ৷ যা কিনা, গোটা বিশ্বেই মানব উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটি নজির৷

মানব উন্নয়নের সূচকে বাংলাদেশ গত এক বছরে এক শতাংশ এগিয়েছেছবি: AP

মানব উন্নয়নের সঙ্গে আর যেটার মাপজোক নিয়ে ইউএনডিপি কাজ করে থাকে, তাহল বৈষম্যের পরিমাণ৷ ধনী দরিদ্রের অসাম্যের এই পরিমাণ কমাতেও বাংলাদেশ বেশ ভালো নজির তৈরি করেছে৷ গত বছরের হিসেবে এই অসাম্যের মাপ ছিল ২৯.৪ শতাংশ৷ সেটা এবার কমে দাঁড়িয়েছে ২৭.৪ মাত্রায়৷ যার অর্থ বৈষম্য কমছে সমাজে৷

লিঙ্গসমতা ভিত্তিক উন্নয়নের সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশ বেশ চোখে পড়ার মত উন্নতি করেছে এই ক্ষেত্রে৷ কারণ, মাতৃমৃত্যুর হার অনেকখানি কমেছে বাংলাদেশে৷ তার প্রভাবেই লিঙ্গসমতা ভিত্তিক উন্নয়ন সম্ভবপর হয়েছে ২৫ শতাংশের মত৷

দারিদ্র্য কমানোর ক্ষেত্রে এবারের ইউএনডিপি-র প্রতিবেদন বলছে, দারিদ্র্যের পরিমাণ ৪৯ শতাংশ থেকে কমে ৩১.৫ শতাংশ হয়েছে বাংলাদেশে৷ মোরশেদ ২০০৫ সালের পরিসংখ্যান দিয়ে জানাচ্ছেন, সে সময়ে পদ্মানদীর একপাশে রংপুর, দিনাজপুর থেকে শুরু করে অন্যান্য অতি দরিদ্র জেলাগুলি ছিল৷ আর পদ্মার অন্য পারে ঢাকা, সিলেট, চট্টগ্রামের মত ধনী জেলাগুলির অবস্থান ছিল৷ এখন কিন্তু দেখা যাচ্ছে, উন্নয়নের প্রভাব যেহেতু কার্যকর ছাপ ফেলেছে, সুতরাং সেই জেলাভিত্তিক দারিদ্র্য এখন আর নেই৷ মোরশেদ জানাচ্ছেন, উন্নয়নের পরিভাষায় লেপার্ড স্কিন বা চিতাবাঘের চামড়ার কালো ছোপের মত দারিদ্র্যের কিছু ছোপ রয়ে গেছে দেশের বিভিন্ন অংশে৷ কিন্তু সামগ্রিকভাবে দারিদ্র্যের পরিমাণ কমছে যে তার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ