1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের বিচার

৭ ফেব্রুয়ারি ২০১২

রাজধানী ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ২০ কি.মি. দীর্ঘ মানব বন্ধনে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি উঠেছে৷ আর শুধু মাত্র চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধী নয়, সব যুদ্ধাপরাধীরই বিচারের দাবি জানান হয়েছে৷

ছবি: DW

মানব বন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগ সহ ১৪ দলের নেতারা বলেছেন, দেশের মানুষ আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মাঠে নেমেছে৷ কোন ষড়যন্ত্রই তাদের রক্ষা করতে পাবেনা৷

মঙ্গলবার বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের মানব বন্ধন গাবতলী থেকে সায়েদাবাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ দীর্ঘ পথের দু'ধারে শ্যামলী, আসাদ গেট, কারওয়ান বাজার , শাহবাগ, পল্টন, মতিঝিলসহ সব এলাকায় সাধারণ মানুষ, তরুণ, যুবা, বৃদ্ধ সবাই হাতে ব্যানার আর ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে পড়েন৷ তাদের একটিই দাবি, যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে৷ আর তারা চান এই বিচার দ্রুত শেষ হোক৷ কোন যুদ্ধাপরাধী যেন বিচার থেকে রেহাই না পায়৷

কয়েক জায়গায় প্রতীকী ভাবে যুদ্ধাপরাধীদের কুশ পুত্তলিকাও দাহ করা হয়ছবি: DW

মানব বন্ধনে অংশ নেয়া ১৪ দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ মনে করেন, যারা যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করেন তারা দেশের ক্ষতি করছেন৷

আওমী লীগসহ ১৪ দলের নেতারা ঘুরে ঘুরে মানববন্ধনে অংশ নেয়া মানুষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন৷ কারওয়ান বাজার এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন কথা বলেন ডয়চে ভেলের সঙ্গে৷ তিনি বলেন, সাধারণ মানুষের এই দাবির সঙ্গে সরকার একমত বলেই যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে৷

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এই মানব বন্ধন প্রধান বিরোধী দল বিএনপি'র পাল্টা কর্মসূচি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকোচ করে দেন৷ তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, তাই জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছে৷

মানব বন্ধনে দেখা গেছে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে নানা ধরনের প্লাকার্ড আর ব্যঙ্গ চিত্র৷ ছিল প্রতীকী ফাঁসির চিত্র৷ কয়েক জায়গায় প্রতীকী ভাবে যুদ্ধাপরাধীদের কুশ পুত্তলিকাও দাহ করা হয়৷ হাজার হাজার মানুষ হাতে হাত রেখে তাদের ঘৃণা প্রকাশ করেন যুদ্ধাপরাধীদের প্রতি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ