1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানসিকভাবে সুস্থ ছিল বেলজিয়ান হামলাকারী: পুলিশ

১৪ ডিসেম্বর ২০১১

বেলজিয়ামের লিজ শহরের কেন্দ্রস্থালে মঙ্গলবার যে বন্দুকধারী হামলা করেছিল, সে আত্মহত্যা করেছে৷ পুলিশ জানায়, ৩৩ বছর বয়সি ঐ হামলাকারীর নাম নোরদিন আমরানি৷ হামলার উদ্দেশ্য সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায় নি৷

আজ নিহতদের স্মরণে অর্পণ করা হয় পুষ্পস্তবকছবি: dapd

মঙ্গলবার লিজ'এর ব্যাস্ততম বড়দিনের বাজারে হামলা চালায় নোরদিন আমরানি৷ প্রথমে গ্রেনেড নিক্ষেপ এবং পরে একটি একে-৪৭ রাইফেল বের করে চারদিকে গুলি ছুঁড়তে থাকে সে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ঐ ঘটনায় চারজন নিহত এবং অন্তত ১২৫ জন আহত হয়৷ নিহতদের মধ্যে একটি ২৩ মাসের শিশু এবং ১৫ ও ১৭ বছরের দু'জন ছাত্রও ছিল৷ এরপরই অবশ্য আমরানি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে, জানান লিজ শহরের সরকারি আইনজীবী ডানিয়েল রেন্ডার্স৷

জানা যায়, ঐ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ লিজ'এর ‘সেইন্ট ল্যামব্যার্ট স্কয়ার'-এর অদূরে একটি বাসস্টপের কাছে আমরানি তার তাণ্ডব শুরু করে৷ লিজ'এর প্রধান বিপণী বিতানগুলোর অবস্থান এ জায়গাটিতেই৷ সেসময় সেখানে বড়দিনের কেনাকাটায় ব্যস্ত ছিল মানুষজন৷ গুলির শব্দে তারা আতঙ্কে এদিক-সেদিক দৌড়াদৌড়ি শুরু করে৷ এক প্রত্যক্ষদর্শী জানান, ‘‘আমরানি একটা ভ্যান গাড়িতে করে ঘটনাস্থলে উপস্থিত হয়৷ তার সঙ্গে একটা ব্যাগ ছিল৷ মুহূর্তের মধ্যে সে একটি রুটির দোকানের ছাদে লাফিয়ে ওঠে এবং ব্যাগটি থেকে একটা গ্রেনেড বের করে বাসস্টপের দিকে ছুঁড়ে মারে৷''

হামলাকারীর উদ্দেশ্য পরিষ্কার না হলেও, ঐ ঘটনা কোনো সন্ত্রাসী হামলা নয়:পুলিশছবি: dapd

হামলার পর আহতদের আর্তনাদে এলাকাটিতে করুণ পরিবেশের সৃষ্টি হয়৷ কাঁধে ও হাতে গুলি লাগা অনেককেই দেখা যায় ঘটনাস্থলে পড়ে থাকতে৷ লিজ'এর এক বাসিন্দা বলেন, ‘‘ঘটনাস্থলে আবারো যাওয়ার কথা ভাবলে এখনো আমার ভয় করছে৷ অথচ ওখানে আমি হামেশাই যেতাম৷ গতকালের ঐ ঘটনা যে কিরকম মারাত্মক ছিল এখানকার মানুষদের জন্য – তা বুঝিয়ে বলতে পারবো না৷''

ঘটনায় ৭৫ বছর বয়স্ক এক বৃদ্ধা নিহত হয়েছেন – প্রথমে এ কথা বলা হলেও, বুধবার তিনি ভালো আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ আহত হওয়ার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷

স্থবির হয়ে পড়েছে বেলজিয়ামের পঞ্চম বৃহত্তম শহরটির কেন্দ্রস্থল...ছবি: dapd

এদিকে, হামলাকারীর উদ্দেশ্য পরিষ্কার না হলেও, ঐ ঘটনা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে নিশ্চিত করেছে বেলজিয়ান পুলিশ৷ তাদের কথায়, অস্ত্র ও মাদক মামলায় দোষী সাব্যস্ত আমরানি এক বছর আগে জেল থেকে ছাড়া পায়৷ তবে তার মানসিক ভারসাম্যতা ছিল বলে জানায় পুলিশ৷ ঘটনার দিনও নাকি তার হাজিরা দেওয়ার কথা ছিল৷

ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জোলি মিলকুয়েত এবং প্রধানমন্ত্রী এলিও দি রুপো৷

এ মুহূর্তে হামলাস্থলটিতে সর্বসাধারণের প্রবেশ নিধিদ্ধ করে দিয়েছে পুলিশ৷ ‘সেইন্ট ল্যামব্যার্ট স্কয়ার'-এ আজ নিহতদের স্মরণে কয়েক মিনিট নিরবতা পালন করা হয়৷ অর্পণ করা হয় পুষ্পস্তবকও৷ আর এতে করে স্থবির হয়ে পড়েছে বেলজিয়ামের পঞ্চম বৃহত্তম শহরটির কেন্দ্রস্থল৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ