1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানসিক চাপের পরিণতি হতে পারে হৃদরোগ

১৮ নভেম্বর ২০১০

কর্মক্ষেত্রে যেসব নারীকে অধিক মানসিক চাপের মধ্যে কাজ করতে হয়, তাদের মধ্যে হৃদরোগ হওয়ার আশঙ্কা বেশি৷ সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে৷

হৃদরোগের ঝুঁকি বাড়ছেছবি: Boehringer Ingelheim Pharma

শিকাগোতে ‘অ্যামেরিকান হার্ট ফাউন্ডেশন'এর আলোচনা সভায় এই গবেষণা পত্র উপস্থাপন করা হয়৷ সেখানে বলা হয়, যেসব কাজে সিদ্ধান্ত গ্রহণের মতো কিংবা সৃজনশীলতার মতো বিষয়গুলো থাকে সেইসব কাজের মানসিক চাপ এতটাই যে, একজনের চাকুরি হারালেও ততখানি চাপের মধ্যে পড়তে হয়না৷

বস্টনের ‘ব্রিগহ্যাম অ্যান্ড উইমেনস' হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মাইকেল আশা অ্যালবার্ট বলেন, ‘‘কর্মক্ষেত্রে মানসিক চাপের সঙ্গে পুরুষদের হৃদরোগের সম্পর্কের বিষয়টি অনেক আগে থেকেই জানা৷ কিন্তু নারীদের ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবে কাজ করে কিনা এর আগে তা পরিষ্কার ছিলনা৷''

কর্মক্ষেত্রে মানসিক চাপের শিকার হচ্ছেন নারীরাওছবি: picture-alliance / dpa

তিনি বলেন, ‘‘সাধারণত উচ্চ রক্তচাপ এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সঙ্গে ডাক্তাররা নারীদের হৃদরোগের ঝুঁকির কথা বলে থাকেন৷ কিন্তু নতুন এই গবেষণায় দেখা যাচ্ছে, মানসিক চাপ আমাদের এই ঝুঁকিগুলোকে আরও বাড়িয়ে দেয়৷''

এক দশকের বেশি সময় ধরে ডাক্তার অ্যালবার্ট সতেরো হাজারেরও বেশি নারী স্বাস্থ্য বিষয়ক পেশাজীবীদের উপর গবেষণা চালান৷ এতে দেখা গেছে, গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৩৪ জনই হৃদরোগে আক্রান্ত হয়েছেন৷ কর্মজীবী নারীদের মধ্যে যাদেরকে বেশি মানসিক চাপের মধ্যে কাজ করতে হয়, তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের চেয়ে ৮৮ শতাংশ বেশি৷

তাঁদের গবেষণায় বেরিয়ে আসে, চাকুরির অনিশ্চয়তা কিংবা চাকুরি হারানোর ভয়ের চেয়ে যেসব কাজে বেশি মানসিক চাপ পড়ে, সেই ধরনের কাজ যেসব নারী করেন তাদের হার্ট অ্যাটাক বেশি হয়৷ শরীর চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নারীরা মানসিক এই চাপ কমাতে পারেন বলে মনে করেন অ্যালবার্ট৷ তবে এটা শুধু নারীদের জন্যই নয় বরং প্রত্যেকের জন্যই দুশ্চিন্তার বিষয় বলে উল্লেখ করেন অ্যালবার্ট৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ