এর আগে যা ভাবা গিয়েছিল, দৃশ্যত ব্যাপারটা সেরকম নয়: মহিলাদের ক্ষেত্রে মানসিক দুঃখকষ্টের সঙ্গে অকালমৃত্যুর কোনো সম্পর্ক নেই৷ সাত লাখের বেশি ব্রিটিশ মহিলাদের একটি জরিপ থেকে তা-ই প্রমাণ হয়েছে৷
বিজ্ঞাপন
প্রখ্যাত ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যান্সেট'-এ প্রকাশিত বিবরণ অনুযায়ী সুখি হওয়া অথবা না হওয়ার সঙ্গে অকালে মৃত্যু ঘটার কোনো সম্পর্ক নেই, যদিও এর আগে দশকের পর দশক ধরে বলে আসা হয়েছে যে, মানসিক দুঃখকষ্ট ও চাপের ফলে স্বাস্থ্যের হানি ঘটতে পারে৷
গবেষক দলের প্রধান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ড. বেটে লিউ বলেন, ‘‘অসুস্থতা আপনাকে অসুখি করতে পারে, কিন্তু অসুখি হওয়া থেকে কেউ অসুস্থ হয়ে পড়ে না৷'' দৃশ্যত গবেষকরা মানসিক দুঃখকষ্ট বা চাপের সঙ্গে অকালমৃত্যুর কোনো কার্য্যকারণ সম্পর্ক খুঁজে পাননি৷
মেয়েদের গোপন সমস্যায় ঔষধি গাছ
প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মেয়েদের কিছু সমস্যা ঘুরে ঘুরে আসে প্রতিমাসেই৷ তখন শরীর যত না খারাপ থাকে, তার চেয়েও মেজাজ থাকে বেশি খারাপ৷ সে সময়ে সাহায্য করতে পারে এমন কিছু ঔষধি গাছের কথা জানিয়েছেন এক জার্মান বিশেষজ্ঞ৷
ছবি: Colourbox/L. Dolgachov
নানা সমস্যা
পিরিয়ড বা মাসিক হওয়ার আগে, পরে, চলাকালীন অবস্থায় এবং পিরিয়ড বন্ধ হওয়ার পরও অনেকের মাথা ব্যথা, মাইগ্রেন, কোমর ব্যথা, পা ব্যথা, বমিভাব, ওজন বাড়া, খিঁচুনি, মেজাজ খারাপ, ঘুমের ব্যঘাত, বার বার টয়লেটে যাওয়া, ত্বকের সমস্যা, নার্ভাসনেস – এ ধরণের নানা সমস্যা হয়ে থাকে, মূলত শরীরের হরমোনজনিত কারণে৷
ছবি: Fotolia/Picture-Factory
হরতকি বা ‘সেন্ট জন্স ওয়ার্ট’
পিরিয়ডের সময় অনেকেই বিষন্নতায় ভোগেন, যা বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত৷ তাই এক চামচ হরতকি বা হরিতকি, জার্মানে যা কিনা ‘ইয়োহানেস ক্রাউট’, ১৫০ মিলি লিটার ফুটন্ত পানিতে ঢেলে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখুন৷ এই চা সকালে ও রাতে এক-দুই কাপ পান করুন, দেখবেন শরীরকে কেমন ঝরঝরে হয়ে গেছে! এই ঔষধি পাতার তৈরি ট্যাবলেট, ক্যাপস্যুল এবং রস বাজারে পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa/A. Hummel
পা ব্যথা, খিঁচুনিতে ক্যামেলিয়া
মাসিকের সময় পা দুটোয় কেমন যেন ব্যথার ভাব বা খিঁচুনির মতো লাগে, প্রায় সকলেরই৷ পরিপাক নালিতেও অনেক সময় সমস্যা দেখা দেয়৷ এক্ষেত্রে ১৫০ মিলি লিটার ফুটন্ত পানিতে তিন চামচ ক্যামেলিয়া ফুল ছেড়ে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখুন৷ এমন ক্যামেলিয়া চা প্রতিদিন তিন-চার কাপ পান করলে খুব আরাম হয়৷ ক্যামেলিয়ার গুণের কথা অবশ্য অনেকেরই জানা৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
নিসিন্দা গাছ বা ‘চেইস্ট ট্রি’
অনিয়মিত ঋতুস্রাবের সময় কেমন যেন এক অস্থিরতা কাজ করে শরীর, স্তনে ও মনে৷ এ থেকে মুক্তি পেতে সেবন করুন নিসিন্দা গাছের নির্যাস থেকে তৈরি ট্যাবলেট, ক্যাপস্যুল বা ড্রপ৷ জার্মান ভাষায় একে বলে ‘ম্যোন্শফেফার’৷ তবে এটি কমপক্ষে তিন মাস নিয়মিত খেতে হবে৷ তবে যাঁদের সবসময়ই অনিয়মিত পিরিয়ড হয়, তাঁদের স্ত্রী বিশেষজ্ঞকে দেখানোই শ্রেয়৷
ছবি: imago/blickwinkel
মেনোপজে সালবাই বা ‘সেইজ’
যাঁদের বয়স ৩৫ বা তার বেশি, তাঁদের মেয়েলি সমস্যা বা মেনোপজ-এর সময় সালবাই পাতা বেশ উপকারী৷ সালবাই বা সেইজ পাতা, বাংলাদেশে যা বাবুই তুলসী বলে পরিচিত, অন্যান্য চায়ের মতোই ফুটন্ত পানিতে একটু বেশিক্ষণ, অর্থাৎ দশ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন এবং প্রতিদিন তিন থেকে চার কাপ পান করুন৷ এমনটা করলে উপকার হবেই, জানান ডা. ইয়োর্গ গ্রুনভাল্ড৷
ছবি: Fotolia/steheap
সয়াবিন বা সয়ার বিচি
মাসিক বা মেনোপজ-এর সমস্যায় সয়াবিন, সয়ার বিচি, বিভিন্ন ধরণের ডাল খুবই উপকারী৷ এশিয়ার দেশগুলোতে মুগের ডাল বা অন্যান্য ডালের বিচি নিয়মিত খাওয়া হয় বলে এশীয় নারীদের এ ধরণের সমস্যা ইউরোপীয় বা অ্যামেরিকানদের তুলনায় অনেক কম হয়ে থাকে৷ তাছাড়া ডালে রয়েছে প্রচুর প্রোটিন৷ তাই ডাল সকলের জন্যই উপকারী৷
ছবি: picture-alliance/dpa
আয়ত্বে রাখুন
মাসিকের আগে, পরে বা চলাকালীন মেয়েরা কিছুটা সচেতন থাকলে শরীর ও মন দুটোই ভালো রাখা সম্ভব৷ এর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা একটা বড় শর্ত৷ এছাড়া পিরিয়ড প্রতিমাসে হবেই৷ তাই মাসিকের কথা ভুলে গিয়ে মনকে নিজের আয়ত্বে রাখার চেষ্টা করতে হবে৷ এ কথা আয়ুর্বেদিক চিকিৎসার বিশেষজ্ঞ ও গবেষক ডা. ইয়োর্গ গ্রুনভাল্ড৷
ছবি: Christian Muth
7 ছবি1 | 7
তথ্য এসেছে ৭ লক্ষ ১৫ হাজারের বেশি ব্রিটিশ মহিলাকে নিয়ে করা একটি জরিপ থেকে৷ জরিপটি করা হয় ইউকে মিলিয়ন উইমেন প্রোজেক্ট-এর অঙ্গ হিসেবে৷ এই সব মহিলাদের বয়স ৫০ থেকে ৬৯-এর মধ্যে৷ নব্বই-এর দশকের শেষে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং-এর একটি জাতীয় প্রোগ্রামে অংশ নেন এরা৷
আসল কারণ
গবেষণা প্রকল্পে যোগদানের তিন বছর পরে মহিলাদের বলা হয়, নিজেদের স্বাস্থ্য, সুখ, মানসিক চাপ, বিহ্বল লাগা বা না লাগা, রিল্যাক্স করতে পারা বা না পারা ইত্যাদির মূল্যায়ন করতে৷ দৃশ্যত প্রতি ছ'জন মহিলার মধ্যে পাঁচজন বলেন, তাঁরা সাধারণত সুখি বোধ করেন; ষষ্ঠজন সাধারণত অসুখি বোধ করেন৷ পরের দশ বছরে ইলেকট্রনিক রেকর্ড লিংক-এর মাধ্যমে এই সব মহিলাদের খোঁজখবর রাখা হয়৷ ঐ সময়ের মধ্যে তাঁদের মধ্যে ৩০ হাজার মহিলা মারা যান৷
কিন্তু মজার কথা হলো, অসুখি মহিলাদের মধ্যে মৃত্যুর হার সুখি মহিলাদের চেয়ে বেশি নয় – তাঁদের স্বাস্থ্য অথবা জীবনধারা সংক্রান্ত তারতম্য বাদ দিলে৷ যাঁরা মানসিক বিষাদ বা শঙ্কা ইত্যাদি মানসিক রোগে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে আলাদা করে বিশ্লেষণ করেও একই সিদ্ধান্তে আসা গেছে৷ গবেষণাপত্রটির যুগ্ম রচয়িতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রিচার্ড পেটো বলেছেন, লোকে এবার ‘‘যে সব কারণে বাস্তবিক তাদের আয়ুক্ষয় হয়, যেমন ধূমপান অথবা মেদ, সেদিকে নজর দিতে পারবে''৷
নারীর মন বুঝতে যা যা করবেন
বলা হয়ে থাকে নারীর মনে কী ঘটে তা নাকি স্বয়ং দেবতাও জানেন না৷ তবে গবেষকরা কিন্তু বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়ে কিছু তথ্য বের করেছেন, যা পুরুষকে সহায়তা করতে পারে নারীকে খুশি করতে৷
ছবি: David Staron
রোম্যান্টিক সঙ্গী চান, পেট ভরে খাওয়ান!
কোনো নারীকে রোম্যান্টিক মুডে পেতে চাইলে তাকে রেস্টুরেন্টে আমন্ত্রণ জানান অথবা পিকনিকে নিয়ে যান কিংবা তার জন্য নিজে মজার কিছু রান্না করুন৷ পেট ভরা থাকলে নাকি নারীদের মস্তিস্ক সক্রিয় থাকে এবং তারা ভালোবাসার প্রকাশ ঘটায়৷ ‘অ্যাপেটাইট’ নামের এক ম্যাগাজিনে প্রকাশিত অ্যামেরিকায় করা এক গবেষণার ফলাফল থেকে জানা গেছে এই তথ্য৷
ছবি: imago/INSADCO
প্রিয়ার ওজন কমাতে...
ব্রিটেনের লিভারপুলে করা এক সমীক্ষায় দেখা গেছে, অতিরিক্ত ওজন কমাতে যাঁরা ১২ সপ্তাহ নিয়মিত একবেলার প্রধান খাবার বাদ রেখে শুধু শুকনো আলুবোখারা খেয়েছেন তাদের ওজন কমেছে, কারণ এই ফল তাড়াতাড়ি পেট ভরায়৷ কাজেই যে পুরুষ তার সঙ্গিনীকে সরাসরি ওজন কমানোর কথা বলতে পারছেন না, তারা মাঝে মাঝেই শুকনো আলুবোখারা কিনে আনুন আর একটু হাসির ছলে তাকে কারণটি বলুন, দেখবেন কিছুদিন পরেই কাঙ্খিত ওজনে এসে গেছে আপনার প্রিয়া৷
ছবি: imago/blickwinkel
সুন্দর মুখ কে না চায়?
আপনার বান্ধবী বা স্ত্রীর কি প্রায়শই মুখে ব্রণ বা একটা না একটা কিছু ওঠে তার সৌন্দর্য নষ্ট করে? যদি তাই হয় তাহলে তাকে কলিজা, মাছ এবং বিভিন্ন পনির খাওয়া থেকে দূরে থাকতে বলুন, আপনার মুখে একথা শুনে পছন্দ না করলেও কিন্তু মনে মনে সে খুশি হবে৷ এই খাবারগুলোতে যথেষ্ট ভিটামিন বি-১২ থাকলেও ত্বকের সংক্রমণ সারতে দেরি হয়৷ এই তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কাছ থেকে৷
ছবি: Dmitriy Melnikov - Fotolia
পছন্দের রং জানেন কি?
প্রিয়ার জন্য উপহার কিনবেন? ভালো কথা, কিন্তু তার প্রিয় রং কি জানেন? উপহার বা পোশাক কেনার আগেই কোনোভাবে তার পছন্দের রং অবশ্যই জেনে নিন৷ তা না হলে উপহার পেয়ে সে খুশির চেয়ে অখুশিই বেশি হবে৷ কারণ মেয়েদের কাছে কিন্তু রং-এর গুরুত্ব অনেক বেশি৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
গান গাইতে পারেন কি?
যে পুরুষ গান গাইতে জানেন তার কোনো অসুবিধা নেই, স্ত্রীর রাতে ঘুম আসতে অসুবিধা হলে গান গেয়ে সময়মতো স্ত্রীকে ঘুম পাড়িয়ে খুশি করতে পারেন৷ যাদের ঘুমের সমস্যা ছিলো সেরকম ৭০ জন সুস্থ তরুণীকে নিয়ে সুইজারল্যান্ডের গবেষকদের করা সমীক্ষার ফলাফলে জানা গেছে এ তথ্য৷ যারা ঘুমের আগে বই পড়েছেন তাদের চেয়ে যারা গান শুনেছেন তারা আগে ঘুমিয়ে পড়েছেন৷
ছবি: Fotolia/Gina Sanders
প্রথম নারী মা
যে কোনো পুরুষের জীবনে প্রথম নারী নিজের মা৷ আর মা’কে খুশি করতে ছেলের আসলে তেমন কিছুই করতে হয় না৷ তারপরও যদি ছেলে মা’কে ‘আমার মায়ের রান্নাই সবচেয়ে ভালো, তাঁর সর্ষে ইলিশের তুলনা হয় না’ বা এরকম কিছু বলে, তাহলে যতো আধুনিক মা’ই হোন না কেন ছেলের মুখে রান্নার প্রশংসায় পৃথিবীর সব নারীই খুশি হন৷ নারীদের নিয়ে করা এক সমীক্ষায় জানা গেছে এ তথ্য৷
ছবি: David Staron
6 ছবি1 | 6
নারীপুরুষ
গবেষণাটি শুধুমাত্র মাঝবয়সি মহিলাদের নিয়ে – তাহলে পুরুষদের কী হবে? বিভিন্ন জরিপ থেকে দেখা গিয়েছে যে, পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মহিলাদের চেয়ে বেশি৷ ফরাসি বিজ্ঞানীরা দেখিয়েছেন, নারীও পুরুষের সুখের সংজ্ঞাও আলাদা!
শেষমেষ বলা দরকার, ‘লনজিভিটি প্রোজেক্ট' নামের একটি প্রকল্প থেকে দেখা গেছে, যে সব মহিলারা অসুখি পুরুষদের সঙ্গে বিবাহিত, সেই ধরনের মহিলারা স্বাস্থ্যকর জীবনযাপন করেন না এবং অকালে মারা যান৷ পুরুষদের ক্ষেত্রে কিন্তু সে'কথা প্রযোজ্য নয়৷
আপনার দেখা নারীরা স্বাস্থ্যকর জীবনযাপন করছেন তো? আপনি তাঁকে কীভাবে সাহায্য করছেন?
নারীদের হার্ট সুস্থ রাখার ৯ উপায়
পুরুষদের চেয়ে নারীদের হার্ট অ্যাটাক হয় কিছুটা দেরিতে, আরো বেশি বয়সে৷ তবে নারীদের ক্ষেত্রে এমটা নাকি ঘটে নাটকীয়ভাবে, যে জন্য তা সহজে বোঝা যায় না৷ তাই নারীর হৃদপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষজ্ঞদের দেয়া কিছু উপায় থাকছে ছবিঘরে৷
ছবি: auremar - Fotolia
খাওয়া-দাওয়া
স্বাস্থ্যের কথা এলেই চলে আসে খাওয়া-দাওয়ার কথা৷ স্বাস্থ্যকর খাবার যে হৃদপিণ্ডকে সুস্থ রাখে, তা বলার অপেক্ষা রাখে না৷ যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের হৃদরোগ বিশেষেজ্ঞ ডা. বেথ অলিভার বলেন, ‘‘প্রতিদিন, প্রতিবেলায় বিভিন্ন রঙের ফল ও সবজি এবং যথেষ্ট পরিমাণে আঁশযুক্ত খাবার খান৷ মাংসের পরিবর্তে খান মাছ৷ তার সঙ্গে পানি, আপেল ও বিভিন্ন বাদাম বেশি করে খান আর কম খান চিনি, কফি বা চিনিযুক্ত পানীয়৷
ছবি: Fotolia/Robert Kneschke
ব্লাডপ্রেশার ও কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখা
প্রতিটি নারীর উচিত নিয়মিত ব্লাডপ্রেশার মাপা এবং কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে যাঁদের বয়স ৩৫ বছরের বেশি৷ এছাড়া প্রতি দু’বছর অন্তর শরীরের পুরো চেকআপ করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এর সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে, শরীরের ওজন যাতে ঠিক থাকে, এমনটাই বলেন বিশেষজ্ঞরা৷
ছবি: Fotolia/Andrei Tsalko
৩০ মিনিট ব্যায়াম বা হাঁটাচলা
হার্ট সুস্থ রাখার মূলমন্ত্র ব্যায়াম অথবা খেলাধুলা৷ তবে দেখা যায় চাকরি, সন্তান, সংসার – এ সব নানা কারণে মহিলাদের নিজের দিকে নজর দেবার সময় থাকে না৷ ফলে অবহেলিত হয় শরীরচর্চার দিকটা৷ অথচ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন ৩০ মিনিট জোড়ে জোড়ে হাঁটলেই যথেষ্ট উপকার হয়৷ এ কথা বলেন আরেক মার্কিন ‘কার্ডিওলজিস্ট’ ডা. আন মেকলাফলিন৷
ছবি: AP
পেটের চর্বি কমানো জরুরি
হার্টের অসুখের ক্ষেত্রে শরীরের অন্যান্য অংশের চর্বির তুলনায় পেটের চর্বি অনেক বেশি বিপজ্জনক হয়, বলেন বিশেষজ্ঞরা৷ মেয়েদের ক্ষেত্রে পেটের এই অতিরিক্ত চর্বি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়৷ তাই কোমরের মাপ ৮৯ সেমিটারের বেশি হলে তা হার্টে চাপ পড়ে বা হৃদপিণ্ডের জন্য বোঝা হয়ে দাঁড়ায়৷ তাই এক্ষেত্রে দিনে কয়েক মিনিট সময় বের করে শুধুমাত্র পেটের ব্যায়াম করলেও উপকার পেতে পারেন নারীরা৷
ছবি: picture alliance / dpa
ধূমপান এবং মদ্যপান
ধূমপান ও মদ্যপান পশ্চিমা বিশ্বের নারীদের ক্ষেত্রে স্বাভাবিক হলেও আমাদের দেশে মোটেই তা নয়৷ যদিও আধুনিক যুগের অনেক মেয়েই আজকাল ধূমপান করে থাকে৷ ধূমপান নারীদের হার্ট অ্যাটাকের জন্য বড় ঝুঁকি এবং ধমনি সংক্রান্ত অসুখের জন্যও বিপজ্জনক৷ দিনে এক গ্লাসের বেশি মদ্যপান করলে, তা নারীদের রক্তচাপ এবং হৃদপিণ্ডের রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়৷ কাজেই হৃদপিণ্ডকে সুস্থ রাখতে নারীদের ধূমপান ও মদ্যপান না করাই শ্রেয়৷
ছবি: Colourbox
পারিবারিক রোগ
যাঁদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, তাঁদের আরো বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন৷ কারণ তাঁদের হার্ট অ্যাটাকের আশঙ্কা অন্যদের তুলনায় অনেক বেশি থাকে৷ তাই নিয়মিত চেকআপের সময় আপনার ডাক্তারকে এ বিষয়টি অবশ্যই জানানো প্রয়োজন৷
ছবি: Fotolia/Robert Kneschke
শ্বাসকষ্ট এবং পা ফুলে যাওয়া
কোনো নারীর নিয়মিত শ্বাসকষ্ট বা পা ফুলে গেলে অবশ্যই তাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে৷ যাঁদের হৃদপিণ্ড দূর্বল, তাঁদের রক্তচাপ বেড়ে গেলে তা নারী-পুরুষ সকলের ক্ষেত্রেই হার্ট অ্যাটাক পর্যন্ত গড়াতে পারে৷ শ্বাসকষ্ট, কাশি, ক্লান্তি, পা ফুলে যাওয়া, হাঁটতে কষ্ট হওয়া, অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি হলে, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো উচিত৷
ছবি: Colourbox/absolutimages
সুস্থ হৃদপিণ্ড, সুস্থ পরিবার
আমাদের দেশের নারীরা স্বামী, সংসার আর সন্তানের মঙ্গল নিয়েই ব্যস্ত৷ নারী বা মা একটি সংসারের চালিকা শক্তি৷ তিনি অসুস্থ হলে সংসারে বিশৃঙ্খলা দেখা দেয়৷ তাই সংসারকে সচল রাখতে নারীদের নিজের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে হবে, নজর দিতে হবে নিজের দিকে৷ তবেই গড়ে উঠবে সুস্থ পরিবার, সুস্থ সমাজ৷
ছবি: picture-alliance/dpa/F. Gentsch
হার্ট সুস্থ রাখতে হাসির বিকল্প নেই!
হৃদপিণ্ড সুস্থ রাখতে হাসির বিকল্প নেই৷ তাই দিনে অন্তত একবার জোরে জোরে প্রাণ খুলে হাসুন – উপদেশ বিশেষজ্ঞদের৷ বিষণ্ণতা বিভিন্ন অসুখের জন্ম তো দেয়ই, এমনকি কোনো অসুখ সারতেও দেরি হয়৷ তাই হাসিখুসি আর আনন্দে থাকার চেষ্টা করুন৷