1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যেভাবে মানসিক রোগের শুরু

৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশে সাড়ে তিন কোটির বেশি মানসিক রোগী৷ দরিদ্রতা, পারিবারিক অশান্তি , কর্মসংস্থান ও ধমীয় শাসনের অভাবের মতো আরো বিষয়কে মনের অসুখ হওয়ার নানা কারণ হিসেবে উল্লেখ করেছেন ফেসবুক পাতায় আমাদের পাঠকরা৷

Eltern Streit Kind Familienstreit
ছবি: Fotolia

ডয়চে ভেলের ফেসবুক বন্ধু আবদুল্লাহহেল ফরিদের মতে, এই বিশ্বের সবাই নাকি পাগল, কেউ কম আর কেউ বেশি৷ তবে তিনি মানসিক রোগীদের পাগল না বলে মানসিক ভারসাম্যহীন বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন৷ রাশেদ মোশারফ মনে করেন, মানসিক রোগ হওয়ার পেছনে পারিবারিক অশান্তি ও ধমীয় শাসনের অভাব মূলত দায়ী৷ তবে মাহবুবুর রহমান দরিদ্রতাকেই মানসিক রোগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ফেসবুকে৷

পাঠক আবদুল্লাহেল ফরিদ আরো লিখেছেন ‘‘চিকিত্‍সকদের সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশে যারা মানসিক রোগে আক্রান্ত হন, তাদের একটি অংশ আক্রান্ত হন বায়োলজিক্যাল এবং জেনেটিক কারণে৷ কিন্তু বড় একটি অংশ আক্রান্ত হন পারিবারিক এবং সামাজিক কারণে৷ নানা চাপ, দারিদ্র্য, সামাজিক এবং পারিবারিক অসঙ্গতি এর অন্যতম কারণ৷''

পাঠক নাসির উদ্দিন একটু ভিন্নভাবে দেখছেন৷ তাঁর মতে,‘‘আমরা ভাবি মানসিক রোগী মানেই পাগল৷ আসলে আমরা জানিনা কত ধরনের মানসিক রোগ আছে৷ যার কারণে অনেকে চিকিৎসা করান না বা সবার কাছ থেকে সেই সাহায্য পাননা৷ নাসির উদ্দিনের মতে, সবকিছুর আগে আগে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার৷''

আমাদের ফেসবুক বন্ধু তানভির আহমেদ এ প্রসঙ্গে বাংলাদেশের একটি চিকিৎসা কেন্দ্রের পরিস্থিতির কথা আমাদের সাথে শেয়ার করেছেন৷ তাঁর ভাষায়, ‘‘আমি ডয়চে ভেলেকে বাংলাদেশের একটি ডিজিটাল নির্যাতনের কথা জানাতে চাই৷ মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্র রিহ্যাব প্রতিষ্ঠানের কিছু নির্মমতার কথা বলছি৷ পারিবারিক কারণে একটি ছেলেকে রিহ্যাবে দিয়েছিল৷ সেই ছেলেটি রিহ্যাবে গিয়ে অন্যায়ভাবে চরম কারেন্টে শক্ এবং চরম মারধরের নির্যাতনের শিকার হয়েছিল৷ একদিন আমি নিজে ছেলেটিকে দেখতে গেলে রিহ্যাব কর্তৃপক্ষ ছেলেটি/আমার বন্ধুর সাথে দেখা করতে দেয়নি৷ তারপরে রিহ্যাব থেকে ফিরে আসা আর একটি ছেলের কাছে জানতে পারি বিনা কারণে রিহ্যাবে অনেক ছেলেকেই আটকে রেখেছে৷

ওমর ফারুক কিন্তু মানসিক রোগের কারণ হিসেবে কর্মসংস্থানের অভাব, মাদকাসক্তি, আতঙ্ক, দারিদ্র, নিরাপত্তার অভাবকেই দায়ী করেছেন৷

রেজাউল করিম বলছেন, মানসিক রোগ হওয়ার পেছনে ওপরের বিষয়গুলো কোনো না কোনোভাবে দায়ী৷

‘‘ইসলামের রীতিনীতি না মানার কারণেই নাকি মানসিক রোগে আক্রান্ত হয়৷'' এই মন্তব্য আবু জাফর৷

আমাদের ফেসবুকের নিয়মিত বন্ধু জলিলুর রহমান কিন্তু মানসিক রোগের কারণ হিসেবে পুরোপুরি পরিবারকেই দায়ী করছেন৷ তিনি লিখেছেন এভাবে, ‘‘পারিবারিক সচেতনতার অভাবেই মানসিক রোগের শুরু৷ পরিবারে মা-বাবারা প্রয়োজনে অপ্রয়োজনে শিশুদের সামনে ঝগড়া বিবাদ করে৷ অহেতুক গালাগাল, দোষারোপ, দুর্ব্যবহার করে, যা শিশুদের ছোট মনে ছোট ছোট বিষণ্ণতার জন্ম দেয়, আর শিশুরা বড় হবার সাথে সাথে এই বিষণ্ণতা ধীরে ধীরে মানসিক চাপে পরিণত হয়৷ এই মানসিক চাপ কেউ সহ্য করতে পারে আর কেউ না পেরে হয়ে যায় রোগী৷''

মেহেদি আসিফের মতে সবাই কম বেশি এতে আক্রান্ত, কিন্তু অনেকেই নাকি তা বুঝতে পারে না৷

হাফসা বলছেন, যথেষ্ট ভালোবাসার অভাবেই মানুষ পাগল হয়৷ উইলিয়াম সুজনও হাফসার সাথে একমত৷

‘মানসিক রোগীকে পাগল বলা সামাজিক অপরাধ' জাহাঙ্গীর আলম তাঁর এই মন্তব্য সবাইকে সতর্ক করে দিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ