মানসিক স্বাস্থ্যে টিকটক লাইটের প্রভাব নিয়ে চিন্তিত ইইউ
২৪ এপ্রিল ২০২৪
টিকটক লাইট অ্যাপে ভিডিও দেখে পুরস্কার জেতার দিকটি ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলবে কি না, তা খতিয়ে দেখছে ইউরোপিয়ান কমিশন৷
বিজ্ঞাপন
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থা টিকটক তার ‘লাইট রিওয়ার্ডস' প্রকল্পের বিষয়ে একটি ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন ইউরোপিয়ান কমিশনের কাছে জমা দেয়৷ এই প্রতিবেদন জমা দেবার জন্য কমিশন টিকটককে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল৷
গত মাসে এই তথ্য জমা দিতে না পারায় কমিশন টিকটককে এমন নির্দেশ দেয়৷ কমিশনের এক মুখপাত্র বলেন, ‘‘এটা নিশ্চিত করছি যে আমরা টিকটকের উত্তর পেয়েছি৷''
ইউরোপিয়ান কমিশন এখন তাদের এই উত্তরের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে৷
টিকটক লাইটকে ঘিরে উদ্বেগে স্পেন ও ফ্রান্স
ফ্রান্সে ও স্পেনে চালু হওয়া টিকটক লাইট, যা মূল টিকটকের সীমিত সুবিধাযুক্ত অ্যাপ৷ ফোনে কম মেমোরি ব্যবহার করে ও ধীরগতির ইন্টারনেট সংযোগেও চলে এটি৷
অ্যাপে কাটানো সময়ের বিনিময়ে পাওয়া ‘রিওয়ার্ড' বা পুরস্কারমূলক পয়েন্ট দিয়ে বিভিন্ন দোকান বা অনলাইন ব্যবসার ভাউচার বা উপহার কার্ড কিনতে পারে ব্যবহারকারীরা৷
এই চীনা মালিকানায় থাকা অ্যাপটির রিওয়ার্ড ব্যবস্থাটি কীভাবে আসক্তিতে পরিণত হবে না বা মানসিক স্বাস্থ্যে এর কেমন ঝুঁকি রয়েছে, বিশেষ করে শিশুদের ওপর, তা অ্যাপ প্রকাশ হবার আগেই জানতে চায় ইউরোপিয়ান কমিশন৷
এই আইন অনুযায়ী, সকল বড়মাপের অনলাইন প্ল্যাটফর্মকে তাদের ‘সম্ভাব্য ঝুঁকি' খতিয়ে দেখতে হয়৷
ইউরোপিয়ান কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, ‘‘ছোট, দ্রুত ভিডিওর অনিঃশেষ ধারায় টিকটক মানুষকে নিজের পরিচিত গণ্ডীর বাইরের দুনিয়ার সাথে যুক্ত হবার একটি মজাদার উপায় দেয়৷ কিন্তু তার সাথে আসে ঝুঁকিও, বিশেষ করে আমাদের সন্তানদের জন্য৷ যেমন, আসক্তি, ভয়, অবসাদ, খাবারের অনিয়ম, মনযোগের অভাব৷''
একটি বিবৃতিতে টিকটক বলে যে অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে না টিকটক লাইটের ব্যবহার৷ এবং রিওয়ার্ড পাবার মতো ভিডিও যত খুশি দেখতে পারবেন না ব্যবহারকারী৷ তাতেও বেঁধে দেওয়া হচ্ছে দৈনিক সর্বোচ্চ ভিডিওর সংখ্যা৷
বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা এই সিদ্ধান্তে অখুশি, যেখানে বলা হচ্ছে যে ১৮ বছরের কম বয়েসিদের জন্য টিকটক লাইট রিওয়ার্ডস হাব চালু হচ্ছে না ও দিনের ভিডিও দেখার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হচ্ছে৷ আমরা কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাবো৷''
ডিজিটাল পরিষেবা আইনের আওতায় যদি দেখা যায় যে টিকটক ঝুঁকি মূল্যায়নে খামতি রেখেছে, তাহলে কমিশন তাদের গোটা বিশ্বে যত আয়, সেই আয়ের ছয় শতাংশের সমমূল্যের জরিমানা করতে পারে৷
এসএস/এসিবি (রয়টার্স, ডিপিএ)
টিকটকের মালিকানার বিস্তারিত
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক৷ দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভসের এক বিল পাসের পর টিকটিক নিষিদ্ধ হতে পারে এমন আলোচনা শুরু হয়৷
ছবি: Mike Blake/REUTERS
হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিল পাস
মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’ বুধবার একটি যুগান্তকারী বিল পাস করেছে, যার ফলে দেশটিতে টিকটক নিষিদ্ধ হতে পারে৷ এই বিল পাসের পর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছেড়ে দেয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেয়া হতে পারে৷
ছবি: Olivier Douliery/AFP/Getty Images
নিষিদ্ধ হতে পারে টিকটক
এই সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর করা না হলে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহার চিরতরে বন্ধ হয়ে যেতে পারে৷ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষে বিলটি বিপুল ভোটে পাস হয়েছে৷ এটি আইনে পরিণত করার জন্য এখন সিনেটের অনুমোদন পেতে হবে৷
ছবি: CFOTO/picture alliance
বাইটডান্স কী?
বাইটড্যান্স কোম্পানি লিমিটেড হলো একটি চাইনিজ ইন্টারনেট টেকনোলজি প্রতিষ্ঠান৷ বিভিন্ন সময়ে মোবাইল অ্যাপ্লিকেশন বাজারে আনার কারণে অনেকেই এটিকে অ্যাপ ফ্যাক্টরি নামে চেনে৷ চীনা প্রকৌশলী ঝাং ইমিং ২০১২ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন৷
ছবি: CFOTO/picture alliance
ফ্ল্যাগশিপ অ্যাপ
বাইটড্যান্সকে প্রায়ই অ্যালগরিদমে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান বলা হয়ে থাকে৷ বিশেষ করে এর তিন ফ্ল্যাগশিপ অ্যাপ টিকটক, ডোয়িন এবং টুইয়ুটিয়াও জন্য কোম্পানিটি বেশি পরিচিতি পায়৷
ছবি: Drew Angerer/Getty Images
একে একে সাফল্য
২০১২ সালে বাইটড্যান্স প্রথম বাজারে আনে টুইয়ুটিয়াও৷পার্সোনালাইজড কন্টেন্ট ফিডের জন্য এটি বেশ সাড়া জাগানিয়া হয়ে উঠে৷ ২০১৬ সালে বাজারে আসে ডোয়িন৷ পাঁচ বছরে একশ মিলিয়ন ব্যবহারকারী পায় অ্যাপটি৷ পরের বছর এর আন্তর্জাতিক সংস্করণ বাজারে আনে কোম্পানিটি৷ নাম দেয় টিকটক৷
ছবি: Greg Baker/AFP/Getty Images
বন্ধুর কাছে দায়িত্ব ছাড়লেন ঝাং
২০২১ সালে বাইটড্যান্সের সিইও’র দায়িত্ব থেকে অব্যাহতি নেন ঝাং৷ তার বিশ্ববিদ্যালয়ের রুমমেট লিয়াং রুবোর কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি৷ কারণ হিসেবে বলেন, প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতার ঘাটতি আছে বলে মনে করেন তিনি৷
ছবি: Shannon Stapleton/REUTERS
মালিকানার ভাগ কার কত
গত বছর টিকটিকের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাইটড্যান্সের শতকরা ৬০ ভাগ মালিকানায় রয়েছে কারলাইল গ্রুপ, জেনারেল আটলান্টিকসহ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান৷ ২০ ভাগের মালিকানা প্রতিষ্ঠানের কর্মীদের এবং বাকি ২০ ভাগ ঝাংয়ের হাতে৷
ছবি: HPIC/dpa/picture alliance
চীন সরকারের সাথে সম্পর্ক
বড় বড় চাইনিজ প্রতিষ্ঠানগুলোর মতোই দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ২০১৪ সালে বাইটড্যান্সে নিজেদের একটি শাখা গড়ে তোলে যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Economou
যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা বিক্রি করে দেয়ার নির্বাহী আদেশ দেয়া হয়েছিল৷ বিক্রি করা না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে এমন হুমকি দেয়া হয়৷ যদিও পরে দেশটির ফেডারেল কোর্ট এমন আদেশ বাতিল করে৷
ছবি: Petr Svancara/CTK/dpa/picture alliance
ব্যবহারকারীদের তথ্য নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি৷ ট্রাম্পের আমলে টিকটকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে যে অ্যাপটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য বেইজিংয়ের হাতে তুলে দিচ্ছে৷ বিষয়টি অস্বীকার করে টিকটক৷ পরে পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্রের ওরাকল প্রতিষ্ঠানের সাথে অ্যালায়েন্স গড়ে তোলে টিকটিক৷ ২০২০ সাল থেকে ওরাকলের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে ডেটা সংরক্ষণ শুরু করে টিকটক৷