1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানসিক স্বাস্থ্য পরীক্ষা করালেন জিটা-জোন্স

১৪ এপ্রিল ২০১১

অভিনেত্রী ক্যাথরিন জিটা-জোন্স সম্প্রতি তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন৷ স্বামী হলিউড অভিনেতা মাইকেল ডগলাস ক্যান্সারে আক্রান্ত হবার পরে, স্বামীর সুস্থতা ফিরিয়ে আনতে তাঁকে গত বছর সহায়তা করেন জোন্স৷

অভিনেত্রী ক্যাথরিন জিটা-জোন্স ও স্বামী মাইকেল ডগলাসছবি: AP

জিটা-জোন্স-এর প্রতিনিধি সিস ইয়র্ক এক বিবৃতিতে বলেন, ‘‘গত বছর অত্যন্ত চাপের মধ্যে থাকার পরে ক্যাথরিনের ‘বাইপোলার টু' নামের এক সমস্যা দেখা দেয়, আর এরপরে তিনি তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন৷''

মানসিক অবসাদগ্রস্ত রোগীর জন্যে বাইপোলার ডিসঅর্ডার একটা বড় সমস্যা৷ তবে বাইপোলার টু সমস্যার মাত্রা তার চেয়ে কম মারাত্মক৷ মায়ো ক্লিনিকের সূত্র অনুযায়ী, এই অবস্থায় রোগীরা আপাতদৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে গেলেও কখনো তাদের মন খুব ভালো থাকে, কখনো বা সামান্য কারণেও বিরক্ত হয়ে পড়ে৷ একবার অবসাদ দেখা দিলে চট করে তা দূর হয় না৷ হাইপোম্যানিয়ার চেয়েও দীর্ঘ সময় তাদের অবসাদ থাকে৷

জিটা-জোন্সের বয়স এখন ৪১ বছর৷ গলার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অস্কার বিজয়ী স্বামীর পাশে থেকে শেষ পর্যন্ত তাঁকে সুস্থ করে তুলেছেন জিটা-জোন্স৷ ইয়র্ক বলেন, ‘‘তিনি অত্যন্ত ভালো বোধ করছেন এবং এই সপ্তাহেই দুটি ছবির ব্যাপারে কাজ শুরু করার কথা ভাবছেন তিনি৷''

২০০২ সালে ‘শিকাগো' ছবিতে অভিনয়ের জন্যে জিটা-জোন্স অস্কার পান৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ