সোমবার জার্মানির মানহাইম শহরে কার্নিভালের অনুষ্ঠান চলছিল। তখনই এই ঘটনা ঘটে। ধৃত ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
মানহাইমে কার্নিভালে গাড়ি হামলাছবি: Thomas Lohnes/AFP/Getty Images
বিজ্ঞাপন
বুধবার অ্যাশ ওয়েডনেস ডে। তার আগে জার্মানির বিভিন্ন শহরে একাধিক দিন ধরে উদযাপিত হচ্ছে কার্নিভাল। মানহাইমে কার্নিভালের মূল অনুষ্ঠান রোববার হয়ে গেলেও সোমবারও তার রেশ ছিল। শহরের প্রাণকেন্দ্রে এখন রাস্তার ধারে দাঁড় করানো নানারকম দোকান। রয়েছে ছোটদের খেলাধুলো করার সরঞ্জাম। রোববারের মতো না হলেও সোমবারও সেখানে ভিড় হয়েছিল যথেষ্ট। মঙ্গলবারও নানা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সোমবারের ঘটনার পর পুরো শহর স্তব্ধ হয়ে গেছে।
সোমবার দুপুরে যখন বহু মানুষ কার্নিভালের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তখন আচমকাই সেখানে দ্রুত গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি একের পর এক মানুষকে চাপা দিয়ে ফুটপাথে উঠে পড়ে। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরো অন্তত পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ৪০ বছরের ওই জার্মান নাগরিক কেন একাজ করলো তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
কার্নেভাল: জার্মানির সবচেয়ে রাজনৈতিক যে উৎসব
সোমবার রোজেনমোনটাগে, জার্মানির কার্নেভাল উৎসব তার পুরো রূপ নেয়৷ রাস্তাজুড়ে মানুষের হট্টগোল, অফুরান পানীয়-হুল্লোড় ও ফাঁকফোকর দিয়ে গলে আসা মুচকি রাজনৈতিক হাসি৷ ছাড় পেলেন কোন রাজনীতিক, কে বা পেলেন না, জানুন ছবিঘরে...
ছবি: Federico Gambarini/dpa/picture alliance
ট্রাম্প ছাঁটের চুল
ড্যুসেলডর্ফের মানুষ ডনাল্ড ট্রাম্পকে নিয়ে কেমন ধারণা পোষণ করেন, তাই ধরা আছে এই কার্নেভাল ফ্লোটে৷ ট্রাম্পের হাতে ধরা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা, যা তার হাতে ধরা কাঁচি দিয়ে কাটার পর আকার নিয়েছে নাৎসি স্বস্তিকা চিহ্নের৷
ছবি: Federico Gambarini/picture alliance/dpa
ইউক্রেনকে সমর্থন
ট্রাম্প-সমর্থকদের আরো একটু উসকে দিতে এই ফ্লোটে দেখা যাচ্ছে ট্রাম্পকে৷ তবে এবার তার হাতে ছুরি৷ পেছন থেকে এক ইউক্রেনিয়ান সৈনিককে ছুরিকাঘাত করছেন তিনি৷ দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য কমাবেন ট্রাম্প, এমনটাই বলে এসেছেন তিনি৷ এমন হলে রাশিয়াকে ঠেকাতে বেগ পেতে হবে ইউক্রেনকে৷
ছবি: Thilo Schmuelgen/REUTERS
ন্যাটো সদস্যপদ প্রার্থী...
কোলন শহরের এই কার্নেভাল ফ্লোটে দেখা যাচ্ছে যুদ্ধে ক্লান্ত ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির শৈল্পিক রূপ৷ তার হাতে ধরা ন্যাটোর হেলমেট, পাশে লেখা ‘টু বি অর ন্যাটো বি!’... ইশারা ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়া বিষয়ক জটিলতার দিকে৷
ছবি: Rolf Vennenbernd/dpa/picture alliance
ইউক্রেন আটকে গলায়
জার্মান পাপিয়েরমাশে শিল্পী জাক টিলির এই কার্নেভাল প্লোটটি এই নিয়ে দ্বিতীয়বার প্রদর্শিত হলো৷ এই ফ্লোটে দেখা যাচ্ছে বিস্ফোরিত চোখের পুটিনকে৷ মুখের তুলনায় বড় মাপের ইউক্রেনকে গিলতে গিয়ে হাবুডুবু খাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন, শিল্পীর চোখে এভাবেই তুলে ধরা হয়েছে৷
ছবি: Federico Gambarini/dpa/picture alliance
চীনা দোকানে যে হাতি
বিভিন্ন সমস্যা মোকাবিলায় ব্যস্ত রাজনৈতিক নেতৃত্ব৷ জার্মানির তরফে তাবড় সভায় উপস্থিত থেকে আলোচিত হন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ এই ফ্লোটে শিল্পীর চোখে তিনি ধরা পড়েন দামি অথচ পলকা চীনা বাসনের দোকানে একটি হাতির আদলে৷ এই উপস্থাপন একটি ইংরেজি প্রচলিত রূপক অর্থে৷ নীতিশুদ্ধ পররাষ্ট্র নীতির পক্ষে সাফাই গাওয়া বেয়ারবক আসলে যেখানেই যান, সেখানেই হইচই ফেলে দেন, নেতিবাচকভাবে, এটাই বোঝাতে চাইছে ফ্লোটটি৷
ছবি: Oliver Berg/dpa/picture alliance
মুখোশের পেছনে...
এবারের কার্নেভালের রাজনীতি ছাড় দেয়নি জার্মান রাজনৈতিক দল, এএফডিকে, যারা পরিচিত চরম ডানপন্থি চিন্তাধারার জন্য৷ গত কয়েক বছরে এই দলটি জার্মানিত দ্বিতীয় জনপ্রিয় দলের স্থান এসেছে, বিশেষ করে দেশটির পূর্বোত্তরের রাজ্যগুলিতে৷ এই ফ্লোটটি ড্যুসেলডর্ফ শহরের৷ এক ভাঁড় তার সামনে থাকা হাসিমুখো এএফডির মুখোশ খুলে দিচ্ছে৷ কিন্তু মুখোশের পেছনে লুকিয়ে এডলফ হিটলারের ভৌতিক চেহারা৷
ছবি: THILO SCHMUELGEN/REUTERS
অভিযোগের আঙুল
কোলন শহরের এই ফ্লোটটি জার্মানির রাজনীতির বর্তমান জটিলতার জন্য দায়ী করছে দেশটির ক্ষমতাসীন সরকারকে৷ ফ্লোটে দেখা যাচ্ছে ক্ষমতসীন জোটে থাকা দল এসপিডি, এফডিপি ও গ্রিন পার্টির দলীয় রঙ৷ এই তিন দলের রঙের পুতুলদের দেখা যাচ্ছে এএফডি নেত্রী আরিস ভাইডেলের আকারের বেলুনে হাওয়া ভরতে৷
ছবি: Rolf Vennenbernd/dpa/picture alliance
গণমাধ্যমের যে দিকে নজর নেই
গোটা বিশ্বজুড়ে যত সমস্যা, তার সবকিছুই কমবেশি আলোচিত হলেও সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে জলবায়ু পরিবর্তন, এমনটাই মনে করছেন এই ফ্লোটের শিল্পী৷ ড্যুসেলডর্ফের এই ফ্লোটে গণমাধ্যমকে দেখানো হচ্ছে তাদের ক্যামেরা যুদ্ধের দিকে তাক করে রাখতে৷ পেছন থেকে পিঠে টোকা দিচ্ছে বিরাট আগুনের হলকা, যার গায়ে লেখা ‘২০২৩: ইতিহাসের উষ্ণতম বছর’৷
ছবি: Federico Gambarini/dpa/picture alliance
বৈচিত্র্যের কার্নেভাল
জনগণের সাথে সংযোগ স্থাপনে কার্নেভালের সময় বেছে নেন বহু রাজনীতিক৷ নর্থ রাইন ভেস্টফালেন রাজ্যের প্রধান হেনড্রিক ভ্যুস্ট কোলন শহরের কার্নেভালের মিছিলে পায়ে হেঁটে অংশ নেন৷ কার্নেভালকে বৈচিত্র্যের উদযাপন হিসাবে ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘এই সময় খুব সহজ নয়, ফলে একটু হাসি, একটু আনন্দ করা ভালো৷’’
ছবি: Rolf Vennenbernd/dpa/picture alliance
9 ছবি1 | 9
ঘটনাস্থল বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। শহরে লাল সংকেতও জারি করা হয়েছিল।
''ঘটনার সময় আমার ভাই ওখানে ছিলেন। খবর পেয়েই ওকে ফোন করি। এখনো ভয় করছে।'' ডিডাব্লিউকে একথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা গাব্রিয়েল। তিনি জানান, তার ভাই ওই সময় রাস্তাতেই ছিলেন। গাব্রিয়েলের কথায়, ''খবরটি পেয়েই তাই ভয়ে ছটফট করতে শুরু করি। এমন ঘটনা অবশ্য জার্মানিতে এখন প্রায় প্রতিদিনই ঘটছে।''
গত বছর মে মাসে এই মানহাইমেই এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালিয়েছিল। সেই ঘটনায় এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছিল। ওই অফিসার অভিযুক্তের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
গত বছর ডিসেম্বরে মিউনিখে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা হয়েছিল। ওই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।