মানহাইমে উগ্র-ডানপন্থি দল এএফডির প্রার্থীর ওপর হামলা
৫ জুন ২০২৪পুলিশ ও বিচারকেরা বুধবার জানান, মানহাইম সিটি কাউন্সিল নির্বাচনে এএফডির প্রার্থী হাইনরিশ কখকে ছুরি দিয়ে হামলা করা হয়৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আটক হওয়া ব্যক্তির মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা গেছে বলে জানা গেছে৷
সর্বশেষ এ ঘটনাটি জার্মানিতে রাজনীতিবিদদের উপর ধারাবাহিক হামলার ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে৷
এখন পর্যন্ত যা জানা গেছে
দায়িত্বশীল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার একটি নির্বাচনি পোস্টার সরিয়ে ফেলার সময় হামলাকারীর মুখোমুখি হন কখ৷ এই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়৷ তবে তা প্রাণঘাতী নয়৷
জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ঘটনাটি মঙ্গলবার আনুমানিক রাত ১০.৪৫র দিকে সংগঠিত হয়৷
মানহাইমে এএফডি-র কাউন্সিলর ইয়োর্গ ফিঙ্কলার জানিয়েছেন, ৬২ বছর বয়সি তার বন্ধু ও সহকর্মীর কান ও পেটে আঘাত লেগেছে৷
এএফডির রাজ্য সভাপতি মার্কাস ফ্রনমাইয়ার এ ঘটনা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘আমরা হতবাক ও হতাশ৷''
পুলিশের হাতে আটক হওয়া ২৫ বছর বয়সি ব্যক্তি আক্রমণের পরপরই পালানোর চেষ্টা করছিল৷ তবে পুলিশ জানিয়েছে সে সময় তার মধ্যে মানসিক রোগের লক্ষণ দেখা গেছে৷
এ ঘটনার অল্প কয়েকদিন আগেই মানহাইমে ছুরির আঘাতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে৷ ইসলামবিরোধী দল প্যাক্স ইউরোপা আয়োজিত একটি সমাবেশে ঘটনাটি ঘটে৷
একের পর এক রাজনৈতিক হামলা
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে জার্মানিতে রাজনীতিবিদদের প্রচারণার সময়ে তাদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে৷
গত মাসে জার্মানিতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটসের ইউরোপীয় পার্লামেন্টের একজন আইনপ্রণেতা ম্যাথিয়াস একে ড্রেসডেন শহরে নির্বাচনি পোস্টার লাগানোর সময় একদল যুবকের আক্রমণের শিকার হন৷
তার কয়েকদিন পরেই বার্লিনে একটি গ্রন্থাগার পরিদর্শন করার সময় শহরটির সাবেক মেয়র ফ্রান্সিস্কা গিফির মাথায় ও ঘাড়ে আঘাত করা হয়৷
এসএইচ/জেডএইচ (এএফপি, ডিপিএ)