1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানহাইমে উগ্র-ডানপন্থি দল এএফডির প্রার্থীর ওপর হামলা

৫ জুন ২০২৪

জার্মানির মানহাইম শহরে উগ্র-ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড বা এএফডির এক প্রার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে৷ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

এএফডির লোগো
মানহাইম সিটি কাউন্সিল নির্বাচনে এএফডির প্রার্থী হাইনরিশ কখকে ছুরি দিয়ে হামলা করা হয়ছবি: Michael Bihlmayer/CHROMORANGE/picture alliance

পুলিশ ও বিচারকেরা বুধবার জানান, মানহাইম সিটি কাউন্সিল নির্বাচনে এএফডির প্রার্থী হাইনরিশ কখকে ছুরি দিয়ে হামলা করা হয়৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আটক হওয়া ব্যক্তির মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা গেছে বলে জানা গেছে৷

সর্বশেষ এ ঘটনাটি জার্মানিতে রাজনীতিবিদদের উপর ধারাবাহিক হামলার ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে৷

এখন পর্যন্ত যা জানা গেছে

দায়িত্বশীল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার একটি নির্বাচনি পোস্টার সরিয়ে ফেলার সময় হামলাকারীর মুখোমুখি হন কখ৷ এই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়৷ তবে তা প্রাণঘাতী নয়৷

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ঘটনাটি মঙ্গলবার আনুমানিক রাত ১০.৪৫র দিকে সংগঠিত হয়৷

মানহাইমে এএফডি-র কাউন্সিলর ইয়োর্গ ফিঙ্কলার জানিয়েছেন, ৬২ বছর বয়সি তার বন্ধু ও সহকর্মীর কান ও পেটে আঘাত লেগেছে৷

এএফডির রাজ্য সভাপতি মার্কাস ফ্রনমাইয়ার এ ঘটনা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘আমরা হতবাক ও হতাশ৷''

পুলিশের হাতে আটক হওয়া ২৫ বছর বয়সি ব্যক্তি আক্রমণের পরপরই পালানোর চেষ্টা করছিল৷ তবে পুলিশ জানিয়েছে সে সময় তার মধ্যে মানসিক রোগের লক্ষণ দেখা গেছে৷

এ ঘটনার অল্প কয়েকদিন আগেই মানহাইমে ছুরির আঘাতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে৷ ইসলামবিরোধী দল প্যাক্স ইউরোপা আয়োজিত একটি সমাবেশে ঘটনাটি ঘটে৷

একের পর এক রাজনৈতিক হামলা 

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে জার্মানিতে রাজনীতিবিদদের প্রচারণার সময়ে তাদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে৷

গত মাসে জার্মানিতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটসের ইউরোপীয় পার্লামেন্টের একজন আইনপ্রণেতা ম্যাথিয়াস একে ড্রেসডেন শহরে নির্বাচনি পোস্টার লাগানোর সময় একদল যুবকের আক্রমণের শিকার হন৷

তার কয়েকদিন পরেই বার্লিনে একটি গ্রন্থাগার পরিদর্শন করার সময় শহরটির সাবেক মেয়র ফ্রান্সিস্কা গিফির মাথায় ও ঘাড়ে আঘাত করা হয়৷

এসএইচ/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ