1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষকে দীর্ঘজীবী করবে ‘ব্যানাসিন’

৩০ জুলাই ২০১৩

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মানুষ সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেস৷ তাঁর ১১২ বছর পর্যন্ত বেঁচে থাকার মূল কারণ নাকি কলা আর ব্যথারোধক ট্যাবলেট৷ তাই বাজারে আসছে ‘ব্যানাসিন’৷

An elderly Bangladeshi street vendor sells bananas in Dhaka on April 10, 2012. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/GettyImages)
ফাইল ফটোছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

জাপানের জিরোয়েমোন কিমুরা ১১৬ বছর বয়সে মারা যাওয়ায় সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেস-কে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মানুষের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস৷ জন্ম স্পেনে, কিন্তু সানচেস-ব্লাসকেস এখন আর সেখানে থাকেননা৷ মাত্র ১৭ বছর বয়সে আখ শ্রমিক হিসেবে কাজ করতে চলে গিয়েছিলেন কিউবায়৷ সেখান থেকে যুক্তরাষ্ট্রে৷ সেখানে যাবার পর বেছে নেন খনি শ্রমিকের জীবন৷ কায়িক পরিশ্রম খুব বেশি৷ তারপরও স্বাস্থ্য ঠিক রেখেছেন৷ এক সাক্ষাৎকারে স্পেনে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রের এই নাগরিক জানিয়েছেন, তাঁর ধারণা, প্রতিদিন সকালে একটি কলার সঙ্গে ছয়টি অ্যানাসিন ট্যাবলেট খেতেন বলেই ১১২ বছর বয়সেও বেশ সুস্থ আছেন তিনি৷

সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেস-এর কথা শুনে অ্যানাসিনের উৎপাদক প্রতিষ্ঠান ইনসাইট ফার্মাসিউটিক্যালস খুব খুশি৷ কলা তো আর বিক্রি করতে পারবেনা, তাই কলার গন্ধ মিশিয়ে নতুন ধরনের অ্যানাসিন বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে তারা৷ ইনসাইট ফার্মাসিউটিক্যালসের মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট জেনিফার ময়্যার জানিয়েছেন, বিশ্বের সর্বজ্যেষ্ঠ মানুষটির কথায় অনুপ্রাণিত হয়ে অ্যানাসিন নিয়ে নতুন করে ভাবছেন তাঁরা৷ বিজ্ঞানীরা বলতেন সুস্থ জীবনের জন্য আপেল খুব উপকারী৷ কিন্তু মানুষকে শতায়ু করায় কলার ভূমিকা দেখে নতুন অ্যানাসিন বাজারে নিয়ে আসছে ইনসাইট ফার্মাসিউটিক্যালস৷ কলা, অর্থাৎ ব্যানানার গন্ধ থাকবে বলে ওষুধটির নাম দেয়া হবে ‘ব্যানাসিন'৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ