1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের উদ্যোগে ফের সেজে উঠছে কাবুলের জাতীয় জাদুঘর

২৯ সেপ্টেম্বর ২০১১

আফগানিস্তানের প্রাচীন ঐতিহ্যকে ফের নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে৷ যুদ্ধবিধ্বস্ত এই দেশটির সাধারণ মানুষ থেকে আমীর ওমরা, সকলেই এগিয়ে আসছেন সেই উদ্যোগে৷ কোন প্রশংসাই যার জন্য যথেষ্ট নয়৷

কাবুলের জাতীয় জাদুঘরছবি: DW

অতীতকে অস্বীকার করে ভবিষ্যতের ভিত নির্মাণ করা যায় না৷ এই চরম সত্যের সামনে এখন আফগানিস্তান৷ তালেবান আমলে যে দেশের সুপ্রাচীন ইতিহাসের সঞ্চয় আর উত্তরাধিকারকে সম্পূর্ণ অনৈতিক, ন্যক্কারজনক কারণে ধ্বংস করা হয়েছিল,  সেগুলিকে আবার ফিরিয়ে আনার চেষ্টায় মন দিয়েছেন গুণীজন থেকে সাধারণ মানুষ৷ ফের নতুন করে সেজে উঠতে শুরু করেছে আফগানিস্তানের জাতীয় জাদুঘর৷ প্রতিদিন তাতে নতুন নতুন সংযোজন ঘটছে৷

পৃথিবীর সব জাদুঘর বা সংগ্রহশালাই হয় স্থবির৷ যাতে নতুন সংযোজন হয় বটে, তবে খুব ধীরলয়ে৷ কিন্তু কাবুলের এই প্রাচীন জাদুঘরটি রোজ একটু একটু করে সমৃদ্ধ হয়ে চলেছে৷ মন্তব্যটি করেছেন এক ডাচ প্রত্নতত্ববিদ আনে ফিনস্ট্রা৷ কাবুলের জাতীয় জাদুঘরটির সংস্কার আর পুনর্নির্মাণের কাজে যিনি ব্যস্ত আরও অনেকেরই মত৷ আনে বলছেন, প্রতি সপ্তাহেই এই জাদুঘরে নতুন নতুন প্রত্নবস্তু এসে হাজির হচ্ছে৷ সেগুলিকে সাজিয়ে গুছিয়ে রাখছি আমরা সকলে মিলে৷

জাতীয় জাদুঘরে রাখা একটি মূর্তিছবি: DW

কেমন চেহারা ছিল এই জাদুঘরের৷ তার উদাহরণ রয়েছে জাদুঘরের প্রবেশপথে দুটি মস্ত আকারের ছবিতে৷ সে ছবি দেখিয়ে দিচ্ছে ইতিহাসের কী বিপুল সম্ভারে সাজানো ছিল এই জাদুঘরটি৷ তালেবান আমলে এই জাদুঘরের যতদূর সম্ভব ক্ষতি করা যায়, তা করা হয়েছিল৷ দুষ্প্রাপ্য, প্রাচীন সব প্রত্নবস্তু নির্বিচারে লুঠ হয়েছে, চালানো হয়েছে ভাঙচুর৷ ইতিহাসকে, ইতিহাসের সমৃদ্ধিকে যথাসম্ভব মুছে ফেলতে চেয়েছিল তালেবানরা৷ আর দুষ্কৃতকারীরা  যে যার মত সুযোগ নিয়েছিল সেইসব প্রত্নবস্তুকে বেচে কিছু পয়সা উপার্জন করার৷

ফলে কাবুলের সমৃদ্ধশালী জাতীয় জাদুঘর, যেখানে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাসের দেখা মিলত এককালে, তার চেহারা হয়েছিল বড় করুণ৷ হতশ্রী৷ কিন্তু নতুন এই উদ্যোগ ধীরে ধীরে ফিরিয়ে দিচ্ছে তার অতীত গরিমাকে৷ বিভিন্ন সময়ের অপরূপ সব বুদ্ধমূর্তি, কিংবা পুরুষপুরের শাসক মুন্ডহীন রাজা কণিষ্কের মূর্তি, সেসবের দেখা মিলছে একে একে৷ সাধারণ মানুষ থেকে ধনী সমাজের প্রতিনিধি, যাঁদের কাছে কোন না কোনভাবে গিয়ে পৌঁছেছিল জাদুঘরের সামগ্রী, তাঁরা সেগুলিকে ফিরিয়েও দিচ্ছেন অনেকে৷ আর প্রাচীন জাদুঘর ক্রমশ সেজে উঠছে৷ মূর্ত হয়ে উঠছে আফগানিস্তানের সুপ্রাচীন গৌরবময় অতীত৷ যে অতীতের দিকে তাকিয়ে যে কোন জাতি ভবিষ্যতের সমৃদ্ধির সংকল্প নিতে পারে৷ আর সেই কাজটাই করার চেষ্টা হচ্ছে আফগানিস্তানে৷

যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য এর চেয়ে ভালো উৎসাহব্যাঞ্জক উদ্যোগ আর কীই বা হতে পারে!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:   সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ