1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনানীসমৃদ্ধ কস্টা রিকা

মানুয়েল ওসস্যারকেস/এসি১১ ফেব্রুয়ারি ২০১৬

প্রজাতি, প্রকৃতি বা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কস্টা রিকার কথা প্রথমে কারো মনে পড়বে না, অথচ সেখানে বেশ কয়েক দশক ধরে চলেছে পুনর্বনানীকরণ৷ ইতিমধ্যে দেশের পঞ্চাশ ভাগ বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনানীতে ঢেকেও গেছে৷

Artikelbild Costa Rica
ছবি: Manuel Özcerkes

বিপন্ন প্রজাতি হিসেবে পয়জন ডার্ট ফ্রগ-এর সুরক্ষার প্রয়োজন৷ জীববিজ্ঞানী ও পশুপ্রেমী হুয়ান কার্লোস ক্রুস বলেন, ‘‘এটা একটি এন্ডেমিক প্রজাতি, মানে এই ব্যাং শুধু কস্টা রিকায় পাওয়া যায়৷ শুধুমাত্র এখানে, আর ওসা উপদ্বীপে৷''

কাছেই সেই ব্যাঙের ডিমও খুঁজে পাওয়া গেল৷ বাঁদররা এগুলো খেতে খুব ভালোবাসে – তারা কাছাকাছি আছে নিশ্চয়৷ হুয়ান কার্লোস আর তার সতীর্থদের জন্য প্রমাণ যে, প্রজাতি সংরক্ষণে বিনিয়োগ করার উপযোগিতা আছে৷ কার্লোস জানালেন, ‘‘জঙ্গল বাঁচানোর জন্য আমরা মাঝেমধ্যে জমি কিনে নিই৷ গবেষণার কাজও বেশ খরচার৷ এই সব জীবজন্তুর উপর নজর রাখার সরঞ্জামও খুব দামি৷ ক্যামেরা ট্র্যাপ, রাডার, এ সবের খরচ খুব বেশি৷ কাজেই সংরক্ষণের কাজে আমাদের বিপুল অর্থের প্রয়োজন পড়ে৷''

কস্টা রিকার অপরূপ বনানী...ছবি: Mayela Lopez/AFP/Getty Images

ক্যাম্প থেকে রাজধানীতে

একটানা বৃষ্টির ফলে ঝর্ণাগুলো খরস্রোতা নদীতে পরিণত হয়েছে৷ বনের পথে যেতে প্রায়ই এই সব বাধার সম্মুখীন হতে হয়৷ তার চেয়ে ক্যাম্পে ফেরাই ভালো৷ ক্যাম্পে ফিরে হুয়ান কার্লোস গত সপ্তাহে তোলা সব ছবি দেখাচ্ছেন৷ জঙ্গলের মধ্যে কয়েকটা জায়গায় অটোম্যাটিক ক্যামেরা ট্র্যাপ লাগিয়েছেন বিজ্ঞানীরা৷ ক্যামেরার রেঞ্জের মধ্যে কেউ বা কোনো জীবজন্তু নড়াচড়া করলেই ছবি ওঠে – যেমন খাবারের খোঁজে পেকারির দল; অথবা একটা জাগুয়ার৷

রাজধানী সান হোসেতে পৌঁছে আরেক দৃশ্য৷ কস্টা রিকা বহু দশক ধরে পুনর্বনানীকরণ চালাচ্ছে৷ ইতিমধ্যে দেশের ৫০ ভাগ রেন ফরেস্টে ঢাকা৷ পুনর্বনানীকরণের জন্য নতুন বিনিয়োগকারীদের সন্ধানে আছেন সরকার৷ সরকারি কর্মকর্তারা বোঝালেন, তারা কীভাবে বেসরকারি বিনিয়োগকারীদের প্রজাতি সংরক্ষণ প্রকল্পে আগ্রহী করতে চান৷ কেননা প্রজাতি সংরক্ষণ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংস্থা আর সেই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থেও বটে৷

সহকারী পরিবেশমন্ত্রী পাত্রিসিয়া মাদ্রিগাল বললেন, ‘‘আজই কাগজে একটা লেখা বেরিয়েছে, ন্যাশনাল পার্কগুলো কীভাবে পার্কের চারপাশের মানুষদের উপকার করছে৷ কাজেই আমরা দেখছি যে, সংরক্ষণ দারিদ্র্য উপশমের একটা পন্থাও বটে৷ আমরা এখন বুঝতে পারছি যে, সংরক্ষণ আর উন্নয়ন একই ফর্মুলার দু'টি দিক৷ কথাটা বলা খুব সোজা, কিন্তু করাটা ততো সোজা নয়৷''

বায়োফিন প্রকল্প

সেই জন্যেই কস্টা রিকা আন্তর্জাতিক বায়োফিন প্রকল্পে শামিল৷ বিশেষজ্ঞরা সরকার ও বিনিয়োগকারীদের সঙ্গে একত্রে ভেবে দেখছেন, কীভাবে দীর্ঘমেয়াদি পরিবেশ প্রকল্পগুলির জন্য অর্থসংস্থান করা যায়৷ প্রকল্পের নানা দিক আছে৷ খামারচাষি উগো কামাচো প্রতিবছর কয়েক’শ ইউরো পরিমাণ টাকা পান, যাতে তিনি তাঁর অংশের চারণভূমিতে নতুন করে গাছ লাগান৷ বায়োফিন কস্টা রিকার সমন্বয়কারক গিয়ের্মো সুনিয়েগা নিয়মিত অতিথিদের নিয়ে আসেন প্রকল্প দেখাতে৷

খামারচাষি উগো কামাচো জানালেন, ‘‘এটা তো আমার আসল কাজ নয়৷ আমার গরুর পাল আছে, কাঠের জন্য গাছ আছে, আর সরকারের কাছ থেকে একটা ছোট পেনশন আছে৷'' বায়োফিন প্রকল্প না থাকলে উগো তাঁর গাছগুলো অনেক আগেই কাছের কোনো করাতকলকে বিক্রি করে দিতেন৷ এই তো কিছুদিন আগে কে যেন তাঁকে গাছ কাটার জন্য অনেক টাকা দিতে চেয়েছিল৷ কিন্তু উগো গাছ বেচতে পারেন না – এই হলো বায়োফিন-এর সঙ্গে তাঁর চুক্তি৷ সুনিয়েগা জানেন যে, উগোর মতো খামারচাষিদের পক্ষে পরিস্থিতি খুব সহজ নয়৷ তিনি উগোকে আরো বেশি টাকা জোগাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন৷

এই ধরনের জমি বাঁচানোর জন্য কস্টা রিকার বছরে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে সরকারের ধারণা – যা কিনা দেশের জিডিপি-র প্রায় এক শতাংশ৷ বায়োফিন কস্টা রিকার সমন্বয়ক গিয়ের্মো সুনিয়েগা বললেন, ‘‘ওটা খুব বেশি নয়৷ আর আমাদের মনে রাখতে হবে যে, এই টাকার অধিকাংশ আসবে খোলা অর্থবাজার থেকে, লোকে যখন বুঝবে, জীববৈচিত্র্যে বিনিয়োগ করা কতটা জরুরি৷'' সুনিয়েগা অশ্য মেনে নিচ্ছেন, যে তারা তাদের টাকা ফেরত পেতে চাইবে, কেননা এটা তো একটা বিনিয়োগ৷

স্কুইরেল মাঙ্কি নামধারী ছোট বাঁদরগুলোর জন্যই এই বিনিয়োগ করা চলে৷ কস্টা রিকার ওসা উপদ্বীপ ওদের আর একটা বাসস্থান কিনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ