1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের জিন বদলে দিয়ে জেলে

৩০ ডিসেম্বর ২০১৯

চীনে পৃথিবীর প্রথম সংশোধিত জিন নিয়ে জন্মিয়েছে দুই যমজ শিশু৷ ল্যাবরেটরিতে এই জিন সংশোধন করেছেন যে বিজ্ঞানী তাঁকে তিন বছরের জেল দিয়েছে আদালত৷

China Forschung l He Jiankui - Drei Jahre Gefängnis für Genforscher
ছবি: picture-alliance/dpa/AP/M. Schiefelbein

হে জিয়ানকুই নামের ঐ বিজ্ঞানীর বিরুদ্ধে অবৈধ চিকিৎসা পদ্ধতি প্রয়োগের অভিযোগ আনা হয়েছে৷ তিনি কিছুদিন আগে দাবি করেছিলেন, এইডস-সুরক্ষিত জিন নিয়ে জন্মেছে ঐ যমজ শিশুরা৷ তিনি বিতর্কিত উপায় অবলম্বন করে তাদের জিন সংশোধন করে এমনটা ঘটিয়েছেন৷

সোমবার চীনের আদালত গবেষক হে জিয়ানকুইকে তিন বছরের জেল দেয়৷ তাঁর গবেষণা দলের দুই সহকারীকেও কম মেয়াদে সাজা দেয়া হয়েছে৷

‘‘এই তিনজনের এমন ঔষধ দেয়ার এখতিয়ার ছিল না৷ তাঁরা খ্যাতি ও অর্থের জন্য বৈজ্ঞানিক গবেষণা ও চিকিৎসাসংক্রান্ত রাষ্ট্রীয় নিয়ম-নীতি লঙ্ঘন করেছেন,'' রায়ে বলা হয়েছে বলে জানিয়েছে চীনের জিনহুয়া নিউজ এজেন্সি৷

রায়ে আরো বলা হয়, ‘‘তাঁরা বৈজ্ঞানিক গবেষণা ও চিকিৎসাসেবার নৈতিক সীমা লঙ্ঘন করেছেন৷''

বিজ্ঞানী জিয়ানকুই ২০১৮ সালে তাঁর এই গবেষণা নিয়ে একটি ইউটিউব ভিডিও প্রকাশ করেন৷ সেই ভিডিওতে তিনি বলেন যে, ‘সিআরআইএসপিআর' নামের একটি জিন সিকোয়েন্স ব্যবহার করে তিনি বাচ্চা দুটির জিন সংশোধন করেন৷ কারণ, তাদের বাবার শরীরে এই ভাইরাস রয়েছে৷ 

‘‘তাদের বাবা-মা ‘ডিজাইনার' শিশু চান না,'' ভিডিওতে বলেন তিনি৷ ‘‘তাঁরা এমন শিশু চান যে কিনা কোনো অসুখে ভুগবে না, যা চিকিৎসাবিজ্ঞান করতে পারে৷ আমি জানি, আমার কাজ বিতর্কিত হবে৷ কিন্তু আমি জানি, পরিবারগুলোর এই প্রযুক্তি দরকার এবং আমি সেজন্য সমালোচনা শুনতে রাজি আছি৷''

বিশ্বের বিজ্ঞানীরা এখনো জিন সংশোধন বা পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করেননি৷

জেডএ/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ