1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের জেনোম সিকোয়েন্স থেকে রোগনির্ণয়

১৭ জুন ২০১১

এমনকি অতি বিরল রোগও৷ জেনোম সিকোয়েন্সিং করতে হয়তো আজ দশ-বিশ হাজার ডলার লাগে, কিন্তু ভবিষ্যতে তা কমবে৷ তখন ডাক্তাররা হয়তো অন্যান্য পরীক্ষার মতোই জেনোম সিকোয়েন্সিং ব্যবহার করবেন৷

ছবি: AP

যুক্তরাষ্ট্রের নোয়া আর অ্যালেক্সিস বিয়ারি'র কথাই ধরা যাক৷ যমজ ভাই-বোন৷ বছর তেরো আগে এদের সেরেব্রাল পলসি বা মস্তিষ্কের পক্ষাঘাত রোগ ধরা পড়ে৷ তাদের মা রেটা বিয়ারি এই রোগনির্ণয় কোনোদিনই ঠিক বিশ্বাস করে উঠতে পারেননি৷ তবে তিনি হালও ছাড়েননি৷ তাঁর নাছোড়বান্দা মনোভাবের ফলেই একদিন নোয়া-অ্যালেক্সিসের জেনোম সিকোয়েন্সিং হয় এবং আসল রোগও ধরা পড়ে৷ যে যমজদের এককালে যখন-তখন খিঁচুনি লাগতো, যাদের মধ্যে একজন হাঁটতে পর্যন্ত পারতো না, তারাই এখন স্কুলে, খেলার মাঠে হুল্লোড় করে বেড়ায়৷ কে বলবে এদের কোনো অসুখ আছে৷

অথচ তাদের অসুখটা হল ডিআরডি বা ডোপা-সেন্সিটিভ ডিস্টোনিয়া - এই রোগে ডোপামাইন নামের একটি নিউরোট্রান্সমিটার কমে যায়, ফলে হাঁটাচলা এবং শরীরের অন্যান্য গতিবিধিতে বিভিন্ন জটিল সমস্যা সৃষ্টি হয়৷ ডিস্টোনিয়ার রোগীদের পেশী নিজের থেকেই সঙ্কুচিত হয় এবং খিঁচুনি শুরু হয়৷ কিন্তু নোয়া-অ্যালেক্সিস'কে এল-ডোপা নামের একটি ওষুধ দেবার পর থেকে তারা ভালো হয়ে উঠতে থাকে৷

কিছু কিছু সমস্যা থেকেই যায়৷ বছর ছয়েক আগে অ্যালেক্সিসের একটা বাজে ধরনের কাশি হয়েছিল, যেটা পরে বিপুল শ্বাসকষ্টে পরিণত হয়৷ তখন আবার কাজে দেয় জেনোম সিকোয়েন্সিং৷ ডিএনএ সিকোয়েন্স তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডিআরডি রোগে সাধারণত যে দুটো জিন বদলে যায়, সেগুলি ঠিকই আছে৷ কিন্তু অপর একটি পরিবর্তিত জিনের ফলে তাদের শরীরে সেরোটোনিন উৎপাদন কমে গেছে, ফলে যমজ ভাই-বোনের শরীরে ডোপামাইন এবং সেরোটোনিন, দুই'এরই ঘাটতি৷

জেনোম সিকোয়েন্সিং'এর ঐ এ, সি, টি, জি ইত্যাদি দেখে এ্যাতো সব সহস্যের সন্ধান - এবং সমাধান৷ আর রোগী প্রতি দশ থেকে বিশ হাজার ডলারের খরচ নামিয়ে আনার কাজে নিযুক্ত রয়েছে ইলুমিনা, লাইফ টেকনোলজিস, রশ হোল্ডিং'এর মতো কোম্পানি৷ ইতিমধ্যেই নাকি প্রতি ছ'মাসে জেনোম সিকোয়েন্সিং'এর খরচ অর্ধেক হয়ে আসছে৷ বছর খানেকের মধ্যেই তা' নাকি সহজলব্ধ হয়ে পড়তে পারে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ