1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মূত্র থেকে ইউরিয়া তৈরির প্রস্তাব মন্ত্রীর

৫ মার্চ ২০১৯

কেউ বলছেন মূত্র বিশেষজ্ঞ, কেউ বলছেন মূত্র সংরক্ষক৷ কেউ আবার বলছেন, উনি মূত্র ব্যবসায়ী৷ একের পর এক বিশেষণ যাঁর উদ্দেশ্যে, তিনি ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজমন্ত্রী নীতিন গডকড়ি৷

Symbolbild Stehpinkler
ছবি: picture-alliance/dpa/F. Gabbert

গোমূত্র থেকে কী কী হতে পারে, তা নিয়ে ভারতীয় জনতা পার্টির শীর্ষস্থানীয় নেতা এবং যোগগুরু রামদেবের নানা তত্ত্বের কথা কারও অজানা নয়৷ এবার মানুষের মূত্র সংরক্ষণ করার প্রস্তাব দিলেন আরেক বিজেপি নেতা৷ তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজমন্ত্রী নীতিন গডকড়ি৷

সম্প্রতি নাগপুর পৌর কর্পোরেশনের এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি৷ সেখানে ‘‌অভিনব বিজ্ঞান ভাবনা'‌র জন্য তরুণ গবেষকদের পুরস্কৃত করার অনুষ্ঠান ছিল৷ সেখানে ভাষণ দিতে গিয়ে গডকড়ি বলেন, ‘‌‘‌কৃষির জন্য ভারতকে দুবাই থেকে ইউরিয়া আমদানি করতে হয়৷ কিন্তু, এক্ষেত্রে খুব ভালো একটা সমাধান আছে৷ তা হলো, আমাদের দেশে যদি মূত্র সংরক্ষণ শুরু করা যায়, তা হলে অন্য দেশ থেকে ইউরিয়া আমদানি করতে হবে না৷ কারণ, ইউরিয়া আসে ইউরিন থেকে৷ আমাদের উচিত মূত্র সংরক্ষণ করে রাখা৷ দেশের সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে  মানব মূত্র সংরক্ষণ করতে বলেছি৷ সমগ্র দেশবাসীর মূত্র সংরক্ষণ করতে পারলে ইউরিয়ার জোগান নিয়ে আর ভাবতে হবে না৷’’

এর আগে নিজের প্রস্রাব সংরক্ষণ করার কথাও জানিয়েছিলেন গডকড়ি৷ শুধু তাই নয়, রীতিমতো দাবি করেছিলেন, দিল্লিতে তাঁর সরকারি বাংলোর বাগানের জৈব সার হিসেবে ব্যবহার করেন নিজের সংরক্ষিত মূত্র৷

কী বলছেন বিজ্ঞানীরা?

কেউ চিরাচরিত প্রথার বাইরে কিছু বলতে গেলেই দেশের শাসক দলের নেতারা তেড়ে আসেন:অরুনাভ মিশ্র

This browser does not support the audio element.

গড়কড়ির ‘‌অভিনব উদ্ভাবনী ধারণা’ প্রসঙ্গে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য অরুনাভ মিশ্র বলেছেন, ‘‘‌ইউরিনের মধ্যে সামান্য ইউরিয়া আছে, এটা সত্যি৷ তবে, ৯৬ শতাংশই জল৷ দেশব্যাপী মূত্র সংগ্রহ করা এবং তা থেকে ইউরিয়া প্রস্তুত করার ধারণা বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত কিনা তা বলা মুশকিল৷ দেশে-‌বিদেশে বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করলেও তা নিয়ে আর এগোননি৷ কারণ, সম্ভবত ব্যাপারটা অত্যধিক ব্যয় সাপেক্ষ৷ বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানও আজ অবধি মূত্র থেকে ইউরিয়া তৈরির পদ্ধতি চালু করেনি৷ যে-কোনো বস্তুর অনেক সোর্স থাকতেই পারে৷ সবসময় যে প্রতিটি সোর্স থেকে সেই নির্দিষ্ট বস্তু প্রস্তুত করতে হবে, এমন বক্তব্যের গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে৷’’

তাঁর কথায়, ‘‌‘‌দেশের শাসক দলের নেতারা প্রায়শই এমন কথা বলে থাকেন৷ নতুন আইডিয়া দেন দেশকে৷ কিন্তু, আশ্চর্যজনকভাবে অন্য কেউ চিরাচরিত প্রথার বাইরে কিছু বলতে গেলেই ওঁরা রে রে করে তেড়ে আসেন৷’’

এমনিতে মানুষের মূত্রে ইউরিয়ার স্বাভাবিক পরিমাণ দুই শতাংশ৷ ৯১ থেকে ৯৬ শতাংশ জল৷ তার সঙ্গে থাকে ইউরিয়া, সোডিয়াম, সালফেট, পটাসিয়ামসহ নানা উপাদান৷

 

গডকড়ির আরও আলোচিত বক্তব্য

নাগপুরের ঐ অনুষ্ঠানে গডকড়ি মূত্র ছাড়াও মানুষের চুলের বর্জ্য থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিডের কথাও বলেছেন, যা জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি৷

এর আগে গডকড়ি জানিয়েছিলেন, তিনি নাগপুরে থাকেন৷ কিন্তু নাগপুরে পর্যাপ্ত চুল না পাওয়ায় প্রতিমাসে দক্ষিণের তিরুপতি মন্দির থেকে ৫ ট্রাক চুল আনেন৷ নিজে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত৷ ওই সংস্থাটি বিদেশে অ্যামাইনো অ্যাসিড বিক্রি রপ্তানি করে৷ দুবাই সরকার নাকি তাঁদের ১৮০ কন্টেনার এমন জৈব সার তৈরির অর্ডার দিয়েছে৷

গত নভেম্বরের মাঝামাঝি গডকড়ি জানিয়েছিলেন, ‘‌‘‌গরিব কৃষকের স্বার্থে দেশে ‘‌মূত্র ব্যাংক’ তৈরির পরিকল্পনা চলছে৷ প্রাথমিকভাবে কয়েকজন সুইডিশ বিজ্ঞানীর সঙ্গে শলাপরামর্শ চলছে৷’’ নাগপুরের ধাপেওয়াড়া এলাকার এক পরীক্ষাগারে এই বিষয়ে পরীক্ষা চলছে বলেও জানিয়েছিলেন তিনি৷

এছাড়া দিল্লির সরকারি বাড়িতে চুল দিয়ে জৈব সার তৈরি করে বাগানের গাছে ব্যবহার করার কথাও জানিয়েছেন গডকড়ি৷ তাঁর দাবি, এই ভাবে তিনি ২৫ শতাংশ ফলন বৃদ্ধি করেছেন৷

গডকড়ির উপলব্ধি

তাঁর উদ্ভাবনী প্রস্তাব যে সবাই ভালোভাবে নেয় না তা জানেন গডকড়ি৷ এ নিয়ে আক্ষেপও করেছেন তিনি৷ বলেছেন, ‘‌‘‌আমার ভাবনাগুলো এতটাই অভিনব যে গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে সেগুলো কেউ প্রয়োগ করতে চায় না৷’’

এরপর বলেন, ‘‌‘‌নাগপুর পৌর কর্পোরেশনও তাঁকে সাহায্য করবে না৷ কারণ সরকারি ব্যবস্থাপনায় মানুষকে চারদিকে না তাকিয়ে গবাদি পশুর মতো হাঁটতেই শেখানো হয়৷’’ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ