1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রস্রাব করার প্রতিযোগিতা!

ডেভ কিটিং/এসিবি২৩ এপ্রিল ২০১৬

প্রস্রাব করার প্রতিযোগিতা শুরু হয়েছে ইউরোপে৷ ইউরোপীয় পার্লামেন্টের সম্মানিত সদস্যরাই অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়৷ এমন অভিনব প্রতিযোগিতার মূল উদ্দেশ্য মানুষ বাঁচানো৷

প্রতীকী ছবি
ছবি: picture-alliance/dpa/F. Gabbert

প্রতিযোগিতাটির আহ্বায়ক, আয়োজক, প্রচারক সবই আসলে ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্যরা৷ গত কয়েকদিন ধরে তাঁরা প্রস্রাব করে টেস্ট টিউবে ভরছেন, অন্যদেরও উদ্বুদ্ধ করছেন এবং টেস্ট টিউব প্রস্রাবে পূর্ণ হলেই তা পাঠিয়ে দিচ্ছেন পরীক্ষাগারে৷ ইউরোপীয় পার্লামেন্টে গ্রিন পার্টির ১৪০ জন সদস্যের প্রত্যেকেই বিপুল উৎসাহে অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়৷

কারণ গ্লাইফসেট

হ্যাঁ, গ্লাইফসেট নামের একটি ওষুধের কারণেই প্রস্রাব করে সেই প্রস্রাবের নমুনা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাগারে পাঠানোর প্রতিযোগিতায় নেমেছেন গ্রিন পার্টির সংসদ সদস্যরা৷ গ্লাইফসেট মূলত আগাছা মারার ওষুধ৷ বিশ্বের অনেক দেশের কৃষকই ফসলকে আগাছামুক্ত করতে এই ওষুধ ব্যবহার করেন৷

কিন্তু এ ওষুধ শুধু আগাছা মারে না, মানুষকেও ঠেলে দেয় মৃত্যুর দিকে৷ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও-র এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লাইফসেট কোনোভাবে মানুষের দেহে গেলে ক্যানসারও হতে পারে৷



প্রস্রাব করে গ্লাইফসেট ঠেকাও

ইউরোপীয় পার্লামেন্টে গ্রিন পার্টির সদস্যরা ঠিক এই কথা বলছেন না৷ তবে গ্লাইফসেট ঠেকানোর জন্য যে উদ্যোগটা নিয়েছেন তার ভেতরের কথা এটাই৷ প্রস্রাবের নমুনা পরীক্ষাগারে পাঠিয়ে তাঁরা দেখতে চান, তাঁদের শরীরে কী পরিমাণ গ্লাইফসেট আছে৷ পরীক্ষাগার রিপোর্ট এলে সে তথ্য ইউরোপের অধিবাসীদেরও জানিয়ে সবার প্রতি গ্লাইফসেট বর্জনের আহ্বান জানাতে চান তাঁরা৷

নির্বাচন

ইউরোপে ইতিমধ্যে গ্লাইফসেট বর্জনের দাবি উঠেছে৷ তবে আগামী জুনে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে গ্লাইফসেট ব্যবহার আরো ১৫ বছর রাখার প্রস্তাব নিয়ে ভোট হবে ইউরোপীয় পার্লামেন্টে৷ ‘না’ ভোট বেশি পড়লে বিষাক্ত ওষুধটির ব্যবহার বন্ধ করার পথ কিছুটা সুগম হবে৷ ভোটের আগে জনমত গড়ার জন্যই প্রস্রাবের নমুনায় গ্লাইফসেটের মাত্রা জানতে মরিয়া হয়ে উঠেছেন গ্রিন পার্টির সাংসদরা৷

ইউরোপীয় পার্লামেন্টেের সদস্যদের প্রস্রাবের নমুনা পরীক্ষাগারে পাঠানো হচ্ছেছবি: DW/D.Keating

দ্বিধাবিভক্ত ইউরোপ

সমালোচকরা বলছেন, স্রেফ প্রচারমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্যই বিচিত্র এই কর্মসূচি পালন করছে গ্রিন পার্টি৷ তবে গ্লাইফসেটের বিরুদ্ধে জনমত গড়ার যে প্রয়োজন রয়েছে, তা অস্বীকার করছেন না তাঁরা৷

গ্লাইফসেট ব্যবহার রোধের প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এখন দ্বিধাবিভক্ত৷ ফ্রান্স আর ইটালি যত তাড়াতাড়ি সম্ভব এ ওষুধের প্রয়োগ বন্ধ করার পক্ষে৷ জার্মানি এখনো দ্বিধাগ্রস্থ৷ বিশ্লেষকরা মনে করেন, গ্লাইফসেট প্রয়োগ বন্ধে সম্মত নয় বলেই এখনো এ বিষয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জার্মানি৷

এমন প্রতিযোগিতার কথা কি আগে কখনও শুনেছেন? প্রতিবেদনটি কেমন লাগলো জানান আমাদের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ