1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষ বাঁচাতে ‘মশার নগর'

৭ জুলাই ২০১৭

আফ্রিকায় প্রতি মিনিটে ম্যালেরিয়ায় ভুগেই মারা যায় অন্তত দু'জন শিশু৷ তাই মশার কামড় থেকে মানুষকে বাঁচাতে সারা দিনমান কাজ করছে তাঞ্জানিয়ার ছোট্ট শহর ‘সিটি অফ মসকিটো', অর্থাৎ ‘মশার নগর'৷

Tansania Menschlicher Köder unterm Moskitonetz
ছবি: Eliza Powell

তাঞ্জানিয়ার প্রত্যন্ত এক শহর ইফাকারা৷ ইফাকার শব্দের অর্থ ‘যেখানে আমি মৃত্যু বরণ করি'৷ নামেই বোঝা যায় বসবাসের জন্য শহরটি আসলে কেমন৷ মানুষ যেন সেখানে জীবন উপভোগের কথা, সুখে-স্বাচ্ছ্যন্দে কিছুদিন বাঁচার কথা ভাবতেই পারে না, জন্মের পর থেকে আসল কাজই যেন মশার কামড়ে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর অপেক্ষা করা৷

সেখানে মশার কবল থেকে মানুষ বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ করছে ইফাকারা হেল্থ ইন্সটিটিউট (আইএইচআই)৷ তাদের অক্লান্ত পরিশ্রমে মশা এবং মশাবাহিত রোগে মৃত্যুহার অনেক কমেছে৷ কতটা কমেছে তা জানানোর আগে শহরটিতে মশা কত বেশি ছিল সে সম্পর্কে একটু ধারণা নেয়া যাক৷ আইএইচআই-এর গবেষক বলছিলেন, ‘‘আমি যখন এখানে কাজ শুরু করি, তখন আলোর ফাঁদ পেতে যে মশাগুলো ধরা হতো, সেগুলো গুনে শেষ করা যেত না৷ প্রতিদিন ওজন করা হতো৷ কোনো কোনো রাতে মশা সংগ্রহের ব্যাগ ভরে মশা উপচে পড়তো৷''

তবে অবস্থার অনেক উন্নতি হয়েছে৷ গত ১৭ বছরে ম্যালেরিয়ায় মৃত্যুহার ৬০ ভাগ কমেছে৷ মশার কামড়ে সংক্রমণও কমেছে শতকরা তেত্রিশ ভাগ৷ আরেক হিসেব বলছে, ১৯৮০ সালে ইফাকারায় একজন মানুষের প্রতি বছর গড়ে যেখানে ২০০০ সংক্রামক মশা কামড়াতো, সেখানে এখন বছর কামড়ায় মাত্র ১৮টি সংক্রামক মশা৷

শুধু তাঞ্জানিয়ার ইফকারায় নয়, মশাবাহিত রোগ কমার লক্ষণ দেখা যাচ্ছে সারা বিশ্বেই৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র তথ্য অনুযায়ী, ২০০০ সালের তুলনায় বিশ্বে ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা এবং ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা অন্তত শতকরা ১৮ ভাগ কমেছে৷ কমলেও এখনো যা রয়েছে সেই সংখ্যাই অবশ্য রীতিমতো ভীতিকর৷ ২০১৬ সালে সারা বিশ্বে ম্যালেরিয়ার ঝুঁকিতে ছিল অন্তত ৩২০ কোটি মানুষ এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে কমপক্ষে ২১ কোটি ২০ লক্ষ মানুষ৷

এক মশা নগরের কথা

‘মশার নগর' ইফাকারায় মশানিধন কার্যক্রমের পাশাপাশি মশা এবং ম্যালেরিয়া নিয়ে গবেষণাও চলছে জোর কদমে৷ আইএইচআই-এর গবেষকরা তো রয়েছেনই, স্থানীয়রাও বাঁচার তাগিদে নানাভাবে সহায়তা করছেন তাঁদের৷

ইফাকারার অধিকাংশ মানুষই খুব গরিব৷ তাঁদের ঘরগুলোও খুব ছোট ছোট৷ বেশির ভাগ মানুষই বাস করেন এমন ঘরে যেখানে একটি বা দু'টি বিছানা পাতার পর আর জায়গা থাকে না৷ ফলে ঘুমানো ছাড়া বাকি সব কাজই করতে হয় ঘরের বাইরে৷

আইএইচআই তাই মশা ধরতেও মানুষকে কাজে লাগায়৷ অল্প পারিশ্রমিকে অনেকেই ঘরের বাইরে বিশেষ ধরনের মশারির নীচে বসে থাকেন৷ মশারির সঙ্গে এক ধরনের মশা ধরার ফাঁদের সংযোগ থাকে৷ ফলে মানুষের রক্তের লোভে মশারিতে বসতে গিয়েই ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে মশা৷

টাকার বিনিময়ে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা ঘরের বাইরে মশারির নীচে বসিয়ে রেখেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছিল না৷ তাই ঘরে ঘরে পৌঁছে দেয়া হলো বিষ মাখানো মশারি৷ এক সময় মশারি যে মরণফাঁদ তা-ও টের পেয়ে গেল মশা৷ তাই মানুষ যখন ঘুমাতে যায় তার ঠিক আগে এবং ভোরে যখন ঘুম থেকে ওঠে, তখন রক্তক্ষুধা মেটানোয় ব্যস্ত হয়ে পড়ল তারা৷ অবস্থা সামাল দিতে তাই এবার এসেছে  ‘মসকিটো ল্যান্ডিং বক্স' (এমএলবি)৷ কাঠের তৈরি কালো রঙের এ এমন এক বাক্স, যা আসলে মশা মারার নতুন ধরনের ফাঁদ৷ বাক্সে যাতে ঝাঁকে ঝাঁকে মশা এসে বসে, সে ব্যবস্থা করতে অভিনব উপায়ে বাতাসে ছড়নো হয় মানুষে ঘামের গন্ধ৷ সেই গন্ধ পেলেই মশারা ভাবে বুঝি যন্ত্রটির ভেতরেই রয়েছে তাদের ‘সুস্বাদু' খাবার৷ খাবারের লোভে উড়ে এসে বসলেই তাদের জীবনাবসান৷

ইউলিয়া গ্রস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ