২২ মে ২০২৫
বিজ্ঞাপন
বাংলাদেশের দক্ষিণে নদীপ্রধান অঞ্চল বরিশালে মান্তা সম্প্রদায়ের মানুষরা ভাসমান গ্রামে থাকেন৷ মান্তা শব্দটি বার্মিজ মান্তাং থেকে এসেছে৷ মিয়ানমারে এই নামে নদীতে বাস করা একটি উপজাতি গোষ্ঠী রয়েছে৷
তবে বাংলাদেশের মান্তারা সেই সম্প্রদায়ের নয়, বরং নিজেদেরকে ভূমিহীন বলেন৷ কোনো স্থায়ী ঠিকানা বা কারো কারো পরিচয়পত্র না থাকলেও তাদের নাগরিকত্ব রয়েছে৷