1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাফিয়া-শিকারী

২৫ মে ২০১২

ফালকোনে ছিলেন ইটালির প্রখ্যাততম ‘মাফিয়া-শিকারী’৷ ১৯৯২ সালে ফালকোনের হত্যাকাণ্ড সিসিলি’তে নাইন-ইলেভেনের মতো প্রভাব ফেলে৷ সিসিলি বিগত বিশ বছরে অনেক বদলে গেছে৷

ছবি: Anonymous/AP/dapd

ফালকোনে হত্যাকাণ্ডের বিশ বছর পূর্ণ হল গত ২৩শে মে৷ এর মাত্র ক'দিন আগে ব্রিন্দিসি'তে ফালকোনে ও তাঁর স্ত্রীর নামাঙ্কিত একটি স্কুলের সামনে একটি বোমা ফাটে ও এক ১৬ বছরের কিশোরী নিহত হয়৷ সঙ্গে সঙ্গে ইটালির বিভিন্ন শহরে মাফিয়া বিরোধী মিছিল বেরোয় – যদিও পুলিশি তদন্তে সেই বিস্ফোরণের সঙ্গে মাফিয়ার কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়নি৷ কিন্তু নিহত ফালকোনের স্মৃতি সম্পর্কে ইটালির মানুষ যে আজও কতোটা সচেতন, কতোটা স্পর্শকাতর, সেটা প্রমাণ হয়েছে৷

তারিখটা ২৩শে মে, ১৯৯২৷ পালার্মোর কেন্দ্র থেকে বিমানবন্দর পর্যন্ত যে মোটরওয়ে, তার ওপর প্রায় ৫০০ কিলোগ্রাম বিস্ফোরক রাখা ছিল, মোটরওয়ের নীচে একটি ময়লা জলের পাইপে৷ বোমাটি ফাটে সন্ধ্যা ছ'টার কয়েক মিনিট আগে৷ দু'টি গাড়ি বিধ্বস্ত হয়৷ প্রাণ হারান বিচারক জোভান্নি ফালকোনে ও তাঁর স্ত্রী, সেই সঙ্গে তিনজন দেহরক্ষী৷

প্রশ্ন হল: মাফিয়া-শিকারী ফালকোনে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, এ'সব তথ্য অতি গোপন রাখা হতো৷ তখন আবার মাফিয়া দমনের জন্য একটি নতুন পুলিশ বিভাগ সৃষ্টি হবার কথা চলেছে এবং ফালকোনে'র সেই বিভাগের প্রধান হওয়ার কথা৷ তা'হলে মাফিয়া ফালকোনে'র গতিবিধির খবর পেলো কোথা থেকে? পালার্মোর বহুদিনের মেয়র লিওলুকা অর্লান্ডো বলেন, ‘‘মাফিয়া ঐ হত্যাকাণ্ডের পিছনে ছিল৷ কিন্তু মাফিয়া যখন ফালকোনে'র মতো উচ্চপদস্থ একজন বিচারককে হত্যা করে, তখন তারা জানে যে, রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যে এমন কেউ আছে, যে তাদের রক্ষা করবে৷ মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে বটে, আবার রাষ্ট্রের ভিতরেও সিঁধিয়ে আছে৷''

ফালকোনেছবি: picture-alliance/dpa

ফালকোনে'র পর সে'বছরই আরেক বিচারক পাওলো বোর্সেলিনো মাফিয়ার হাতে নিহত হন৷ এই দু'টি হত্যাকাণ্ড যেন ইটালিকে তার মাফিয়া-সংক্রান্ত নির্লিপ্ততা থেকে জাগিয়ে দেয়৷ কোসা নস্ত্রা, অর্থাৎ মাফিয়া একটি জাতীয় সমস্যা হিসেবে গণ্য হতে শুরু করে৷ গণ-আন্দোলনের মুখে সরকার মাফিয়া রুখতে সৈন্য পাঠাতে বাধ্য হয়৷ সিসিলি দ্বীপে প্রায় ১২ হাজার সৈন্য পাঠানো হয়, সেখানকার পুলিশকে সাহায্য করার জন্য৷ সৈন্য পাঠানো হয় একমাস দু'মাস নয়, গোটা ছ'বছরের জন্য৷ ফালকোনে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত এগোতে থাকে৷ এক বছরের মধ্যে মূল ষড়যন্ত্রকারী তোতো রিনো'কে ধরা সম্ভব হয়৷ রিনো ছিল কর্লিওনে'র এক মাফিয়া ডন৷

ফালকোনে'কে যখন হত্যা করা হয়, কিয়ারা কাপ্রি'র বয়স তখন পাঁচ৷ ইত্যবসরে তিনি তাঁর ডাক্তারি পড়াশুনা প্রায় শেষ করেছেন: ফরেন্সিক সাইকিয়াট্রি, অর্থাৎ আইনঘটিত মনস্তত্ত্ব তাঁর বিষয়৷ মাফিয়ার উপর একাধিক বই লিখেছেন৷ কাপ্রি বলেন, ‘‘ঐ বছরগুলোয় যে সব হত্যাকাণ্ড ঘটে, তা গোটা শহরে এক ধরণের যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে৷ যেন কাবুল কিংবা অন্য কোনো যুদ্ধের এলাকায় বোমা ফেটেছে এবং পরে সকলেই মনে করতে পারে, বোমা ফাটার মুহূর্তে তারা কোথায় ছিল এবং কি করছিল৷''

ফালকোনে'র মৃত্যু ব্যর্থ হয়নি৷ স্বয়ং সিসিলি'তেও বহু পরিবর্তন এসেছে: গির্জার মনোবৃত্তিতে, ব্যবসায়ীদের ব্যবসা করার পদ্ধতিতে৷ সবচেয়ে বড় পরিবর্তন: একটি গোটা প্রজন্মের কিশোর-কিশোরী, তরণ-তরুণীরা অন্যভাবে ভাবতে শিখেছে৷ তা বলে কি মাফিয়া সিসিলি থেকে, জগৎ থেকে অন্তর্হিত হয়েছে? পালার্মোর মেয়র অর্লান্ডো বলেন, ‘‘সংগঠিত অপরাধবৃত্তি আর আগের মাফিয়ার মতো নেই৷ তারা আর গুলি চালায় না, মানুষ খুন করে না৷ তারা আজ স্যুট-টাই পরা মাফিয়ায় পরিণত হয়েছে, যারা অর্থবাজারের সীমাহীন জগতে সক্রিয়৷ আজ মাফিয়ার বিরুদ্ধে সংগ্রাম আর অতোটা বিপজ্জনক নয়, কিন্তু ঠিক সেই পরিমাণে বেশি সমস্যাকর৷''

প্রতিবেদন: স্টেফান ট্র্যোন্ডলে/অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ