1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মামলার হুমকি গোলাম আরিফ টিপুর

সমীর কুমার দে ঢাকা
১৭ ডিসেম্বর ২০১৯

রাজাকারের তালিকায় এসেছে অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকের নাম৷ এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে৷ তালিকায় নাম রয়েছে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নামও৷

ছবি: bdnews24.com

ডয়চে ভেলেকে জনাব টিপু বলেছেন, ‘‘তারা এটা ঠিক না করলে আমি মামলা করব৷ একটা ভালো উদ্যোগকে নষ্ট করতে এটা ষড়যন্ত্র৷'‘

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি৷ এই তালিকাটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছি৷ যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তালিকাটি করেনি৷ ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছিল, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল৷ আমরা শুধু তা প্রকাশ করেছি৷ সেখানে কার নাম আছে, আর কার নাম নেই সেটা আমরা বলতে পারব না৷'‘ তিনি বলেন, ‘‘একই নামে তো অনেক মানুষ থাকতে পারে৷ আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা হতে পারে না৷ আর যদি আসেও সেটা পাক বাহিনীর ভুল৷ যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই করে দেখব৷ কেউ আমাদের কাছে এলে আমরা দেখব৷'‘

রোববার প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও তালিকা প্রকাশ করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী৷

আ ক ম মোজাম্মেল হক

This browser does not support the audio element.

সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের মুক্তিযোদ্ধা বাবার নাম এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী৷ সোমবার মনীষা চক্রবর্তী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ৷ ধন্যবাদ আওয়ামী লীগকে৷ সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার নাম প্রকাশিত হয়েছে৷ আমার বাবা এডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং-১১২ পৃষ্ঠা-৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার৷'‘

তিনি আরো লিখেছেন, ‘আমার ঠাকুরদা এডভোকেট সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে৷ তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত৷ তার সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে৷'‘

গোলাম আরিফ টিপু

This browser does not support the audio element.

প্রকাশিত ওই তালিকায় রাজশাহীর মুক্তিযুদ্ধের পাঁচ সংগঠকের নাম রয়েছে৷ এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধের সংগঠকের পরিবারের সদস্যরা৷ প্রকাশিত তালিকার ১৩৬ নম্বর পৃষ্ঠায় রাজশাহীর পাঁচজন মুক্তিযুদ্ধের সংগঠক নাম রয়েছে৷ এরা হলেন, ১. আহমেদ আব্দুর রউফ, ২. মো. মহসিন, ৩. আব্দুস সালাম, ৪. গোলাম আরিফ টিপু ও ৫. এসএস আবু তালেব৷ গোলাম আরিফ টিপু বলেন, ‘‘যারা এই তালিকাটি করেছেন, তাদের এ নিয়ে কোন জ্ঞান নেই৷ তালিকাটি যখন তারা প্রকাশ করেছে দায়দায়িত্ব তাদের নিতে হবে৷ এ নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে৷‘'

তালিকায় উঠে এসেছে বরগুনার পাথরঘাটার মুজিবুল হকের (নয়া ভাই) নাম৷ বরিশাল বিভাগের ১৩৫ নম্বরে রয়েছে তার নাম৷ তিনি মারা গেছেন৷ তার ছেলে এডভোকেট রেজাউল হক শাহীন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার বাবা ১৯৬৯ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাথরঘাটা আওয়ামী লীগের সভাপতি ছিলেন৷ মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর বিরুদ্ধে যে সংগ্রাম কমিটি হয়েছিল, আমার বাবা ছিলেন সেই কমিটির সভাপতি৷ তিনি মুক্তিযুদ্ধে একজন সংগঠক৷ ১৯৮৬ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনও করেছেন৷‘' হঠাৎ করে তার নাম রাজাকারের তালিকায় কিভাবে এল? জানতে চাইলে জনাব শাহীন বলেন, ‘‘একটি ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য এটা করা হয়েছে৷ এটা চক্রান্তের অংশ বলেই আমি মনে করি৷'‘

জানা গেছে, প্রকাশিত তালিকায় বগুড়ার আদমদীঘিতে মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ একডজনের বেশী শীর্ষ আওয়ামীলীগ নেতাদের নাম ছাপা হয়েছে৷ এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ বিভ্রান্তিকর তালিকা তৈরীর সাথে জড়িতদের বিচার দাবি করেছেন তারা৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ