ভারতীয় পেসার মহম্মদ শামির সময় ভালো যাচ্ছে না। সোমবার মামলায় হারলেন, মঙ্গলবার প্রথম একাদশ থেকে বাদ।
বিজ্ঞাপন
সোমবার মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ নিয়ে রায় দিয়েছে কলকাতার আলিপুর আদালত। আদালতের নির্দেশ, শামিকে প্রতি মাসে স্ত্রী হাসিন জাহানকে ৫০ হাজার টাকা করে খোরপোশ দিতে হবে।
আদালতের এই রায় বেরোনোর পরের দিনই ভারতীয় দল থেকে বাদ পড়লেন শামি। প্রশ্ন উঠেছে, এটা কি নেহাতই কাকতালীয় ঘটনা? নাকি এটা শামিকে শাস্তি দিল বোর্ড।
তবে একা শামি নন, মহম্মদ সিরাজকেও বাদ দেয়া হয়েছে। দুজনেই গত ম্যাচে খুবই ভালো বল করেছেন।
ঘটনা হলো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ভারত প্রথম দুটিতে জিতেছে। সিরিজ পকেটে পুরে ফেলার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরীক্ষা করতেই পারেন। অন্যদের সুযোগ করে দিতেই পারেন।
ট্রোলড শামির পাশে শচিন-শেহবাগ-রাহুল গান্ধী
পাকিস্তানের সঙ্গে হারের পরই শুরু হয়েছে ভারতীয় পেসার মহম্মদ শমির বিরুদ্ধে ট্রোলিং। তবে তার পাশে শচিন থেকে রাহুল গান্ধী।
ছবি: Reuters/Action Images/P. Childs
শামির বিরুদ্ধে
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শামি ভালো বল করতে পারেননি। তিন দশমিক পাঁচ ওভার বল করে ৪৩ রান দিয়েছেন। সেদিন কোনো ভারতীয় বোলারই ভালো বল করতে পারেননি। পাকিস্তানের একটা উইকেটও নিতে পারেননি ভারতীয় বোলাররা। বুমরা, ভুবনেশ্বর, জাদেজা, বরুণ সকলেই ব্যর্থ। কিন্তু সামাজিক মাধ্যমে নিশানা করা হচ্ছে শামিকে।
ছবি: Getty Images/A. Davidson
কেন শামিকে আক্রমণ?
অতীতে বল হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন শামি। দুরন্ত বল করেছেন। উইকেট নিয়েছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েই লাগামছাড়া আক্রমণের মুখে পড়েছেন। সেই আক্রমণের সময় অবাঞ্ছিত ও কুৎসিতভাবে টেনে আনা হয়েছে ক্রিকেট মাঠের বাইরের প্রসঙ্গ। বলা হয়েছে, তিনি পাকিস্তান চলে যান। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টা দেখা হয়েছে এবং সেইমতো আক্রমণ করা হয়েছে ভারতীয় দলের এই পেসারকে।
ছবি: Reuters/Action Images/P. Childs
শচিনের প্রতিবাদ
শামির পাশ দাঁড়িয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দাঁড়িয়েছেন শচিন টেন্ডুলকর। তিনি টুইট করে বলেছেন, ''আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন ভারতের প্রতিনিধি হিসাবে থাকা প্রতিটি প্লেয়ারকে সমর্থন করি। মহম্মদ শামি একজন নিবেদিতপ্রাণ বিশ্বমানের বোলার। বিশ্বের সব ক্রীড়াবিদের একেকটা দিন অফ ডে থাকে। শামিরও তাই ছিল। আমি শামি ও টিম ইন্ডিয়ার পাশে আছি।''
অত্যন্ত কড়াভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন শেহবাগ। তিনিও টুইট করে বলেছেন, ''মহম্মদ শামির বিরুদ্ধে যে অনলাইন আক্রমণ হচ্ছে, তা ভয়াবহ। শামি একজন চ্যাম্পিয়ন। আর যে প্লেয়াররা ভারতের প্রতিনিধিত্ব করেন, তারা ওই অনলাইন মবের তুলনায় অনেক বেশি ভারতীয়। শামি, আমরা তোমার সঙ্গে আছি। পরের ম্যাচে দেখাও তোমার জাদু।''
ছবি: AP
পাশে রাহুল গান্ধীও
কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও শামির পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনিও টুইট করে বলেছেন, ''মহম্মদ শামি, আমরা সবাই আপনার পাশে আছি। আপনাকে যারা আক্রমণ করেছে, তাদের অন্তরে শুধু ঘৃণা আছে, কারণ, কেউ তাদের কখনো ভালোবাসা দেয়নি। ওদের আপনি ক্ষমা করুন।''
ছবি: Ians
ক্ষুব্ধ ভিভিএস
সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও শামির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিষোদ্গারে ক্ষুব্ধ। তিনি টুইট করে বলেছেন, ''গত আট বছর ধরে শামি অনেক নজরকাড়া পারফরমেন্স উপহার দিয়েছেন। ভারতকে জিততে সাহায্য করেছেন। একটা পারফরম্যান্স দিয়ে তার বিচার হয় না। আমার শুভকামনা তার প্রতি রয়েছে। আমি সব ক্রিকেটভক্তের কাছে অনুরোধ করছি, শামির পাশে দাঁড়ান। ভারতীয় দলের পাশে দাঁড়ান।''
ছবি: Getty Images/AFP
পাশে বর্তমান ক্রিকেটাররাও
লেগ স্পিনার চাহাল সংক্ষিপ্ত একলাইনের টুইট করে বলেছেন, ''আমরা তোমার পাশে আছি, শামি ভাইয়া।'' অফ স্পিনার হরভজন সিংয়েরও সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ''আমরা তোমাকে ভালোবাসি শামি।'' উপরের ছবিটি চাহালের।
ছবি: AFP/J. Samad
প্রীতি জিন্টার প্রতিবাদ
ক্রিকেট মাঠে এখন হামেশাই দেখা যায় বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাকে। আইপিএলে পাঞ্জাব টিমের সঙ্গে তিনি যুক্ত। প্রীতি বলেছেন, ''ভারত হারায় আমি হতাশ। কিন্তু তার থেকেও বেশি হতাশ যেভাবে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের আক্রমণ করা হচ্ছে, তা নিয়ে। এটা খেলা। আর সব ক্রিকেটার মানুষ। তাদের কেন এই গালগালি শুনতে হবে এবং নেতিবাচক মনোভাবের শিকার হতে হবে?''
ছবি: AP
আজহারউদ্দিনের প্রতিক্রিয়া
সাবেক ভারতীয় ক্যাপ্টেন আজহারউদ্দিন বলেছেন, ''খেলায় হার-জিত আছে। শামির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ একেবারেই কাম্য নয়। আমি শামির পাশে দাঁড়াচ্ছি।''
ছবি: AP
ইরফান পাঠানের মতে
ইরফান পাঠান টুইট করে বলেছেন, ''আমিও ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছি। ম্যাচ হেরেছি। কিন্তু আমায় কেউ পাকিস্তান চলে যেতে বলেনি। এই কুৎসা অবিলম্বে বন্ধ হোক।'' তাকে সমর্থন করেছেন আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।
ছবি: AP
শামির সমর্থনে
শামির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আক্রমণ একতরফা হয়নি। অনেক সাধারণ মানুষ শামির পক্ষে টুইট করেছেন। তারা এই পেসারের পাশে দাঁড়িয়েছেন। শামির বিরুদ্ধে যারা আক্রমণ শানিয়েছে তাদের কঠোর সমালোচনা করেছেন তারা।
ছবি: Getty Images/C. Mason
11 ছবি1 | 11
শামির বিরুদ্ধে মামলা
২০১৮ সালে হাসিন এই মামলা দায়ের করেছিলেন। এতদিনে তার রায় প্রকাশিত হয়েছে। হাসিন অবশ্য মাসে ১০ লাখ টাকা করে খোরপোশ দাবি করেছিলেন।
কিন্তু তার সেই দাবি আদালত মানেনি। বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকা দিয়ে দিতে হবে শামিকে। ২০১৮ সাল থেকেই এই টাকা দিতে হবে শামিকে। হাসিন অবশ্য টাকার অঙ্কে খুশি নন। তিনি উচ্চ আদালতে আবেদন জানাতে পারেন।
আদালতে হাসিনের আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রি বলেছিলেন, ২০২০-২১ সালে শামির আয় ছিল সাত কোটি ১৯ লাখের বেশি। ফলে তিনি তার স্ত্রীকে মাসে ১০ লাখ টাকা খোরপোশ দিতেই পারেন। আর শামির আইনজীবীর দাবি ছিল, হাসিন পেশায় মডেল। তাই তার আর্থিক সহায়তার প্রয়োজন নেই।