1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মামলায় হারার পরেই দল থেকে বাদ শামি

২৪ জানুয়ারি ২০২৩

ভারতীয় পেসার মহম্মদ শামির সময় ভালো যাচ্ছে না। সোমবার মামলায় হারলেন, মঙ্গলবার প্রথম একাদশ থেকে বাদ।

ছবি: SAEED KHAN/AFP/Getty Images

সোমবার মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ নিয়ে রায় দিয়েছে কলকাতার আলিপুর আদালত। আদালতের নির্দেশ, শামিকে প্রতি মাসে স্ত্রী হাসিন জাহানকে ৫০ হাজার টাকা করে খোরপোশ দিতে হবে।

আদালতের এই রায় বেরোনোর পরের দিনই ভারতীয় দল থেকে বাদ পড়লেন শামি। প্রশ্ন উঠেছে, এটা কি নেহাতই কাকতালীয় ঘটনা? নাকি এটা শামিকে শাস্তি দিল বোর্ড।

তবে একা শামি নন, মহম্মদ সিরাজকেও বাদ দেয়া হয়েছে। দুজনেই গত ম্যাচে খুবই ভালো বল করেছেন।

ঘটনা হলো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ভারত প্রথম দুটিতে জিতেছে। সিরিজ পকেটে পুরে ফেলার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরীক্ষা করতেই পারেন। অন্যদের সুযোগ করে দিতেই পারেন।

শামির বিরুদ্ধে মামলা

২০১৮ সালে হাসিন এই মামলা দায়ের করেছিলেন। এতদিনে তার রায় প্রকাশিত হয়েছে। হাসিন অবশ্য মাসে ১০ লাখ টাকা করে খোরপোশ দাবি করেছিলেন।

কিন্তু তার সেই দাবি আদালত মানেনি। বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকা দিয়ে দিতে হবে শামিকে। ২০১৮ সাল থেকেই এই টাকা দিতে হবে শামিকে। হাসিন অবশ্য টাকার অঙ্কে খুশি নন। তিনি উচ্চ আদালতে আবেদন জানাতে পারেন।

আদালতে হাসিনের আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রি বলেছিলেন, ২০২০-২১ সালে শামির আয় ছিল সাত কোটি ১৯ লাখের বেশি। ফলে তিনি তার স্ত্রীকে মাসে ১০ লাখ টাকা খোরপোশ দিতেই পারেন। আর শামির আইনজীবীর দাবি ছিল, হাসিন পেশায় মডেল। তাই তার আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

জিএইচ/এসজি(আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ